নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বো-লোগার

ইফতেখার রাজু

বো-লোগার

ইফতেখার রাজু › বিস্তারিত পোস্টঃ

তিনারা ছাড়া আমরা ম্যাঙ্গুরা সব ধইঞ্চা....!

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৭

মানবী বলেছেন: হাসবোনা কাঁদবো বুঝতে পারছিনা!

এটা কোন পাগলাগারদের রুগীদের বোনোদনের মাধ্যম না আমাদের দেশের মানুষের নির্বুদ্ধিতা আর আত্মমর্যাদাবোধ সত্যিই এতোখানি বিলুপ্ত হয়েছে যে এধরনের সাইনবোর্ড লাগিয়ে ঘুরতে দ্বিধাবোধ করছেনা বুঝতে পারছিনা!!

শুধুমাত্র পুলিশের অফিসিয়াল বাহনে এমনটা লেখা স্বাভাবিক আর বাকিগুলো হাস্যকর।

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩০

মানবী বলেছেন: সাংবাদিকদের বাহনেও পেশাগত কারনেই এমন লেখা থাকতে পারে!

তবে "মুক্তিযোদ্ধার সন্তান", "ছাত্রলীগ" লিখে সাইনবোর্ড নিয়ে যারা ঘুরে এদের সরাসরি পাগলাগারদে প্রেরন করা উচিৎ! এসব কোন পেশা নয় যার সাইন এঁটে রাখতে হয়!
সত্যিই কি বিচিত্র আমাদের দেশ!!!

পোস্টের জন্য ধন্যবাদ ইফতেখার রাজু।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৫

রক্তিম দিগন্ত বলেছেন:
বেশ কমেডিক ব্যাপারটা দুঃখজনক হলেও। পুলিশ, সাংবাদিক বাইকের পিছনে লাগানোটাকে আমার কাছে অস্বাভাবিক লাগে না। বরং এটার প্রয়োজন আছে।

মুক্তিযোদ্ধার সন্তান প্লেটটা তো মুক্তিযোদ্ধাদের একরকম অপমানই করছে। আমাদের দেশে মুক্তিযোদ্ধা কোঠার কারণে এমনিতেও কিছু কিছু ক্ষেত্রে যোগ্যরা বাদ পড়ছে, অযোগ্যরা সুযোগ পাচ্ছে। পদবি খুবই বিরল সম্মানের - কিন্তু কুলাঙাররা এটাকে নষ্ট করছে দিন দিন। এই ভদ্রলোকও মনে হয় রাস্তায় ট্রাফিক জ্যামের থেকে কোঠায় ছুটে যাওয়ার জন্য বাইকের পিছনে এটা লাগিয়ে রেখেছে। হাস্যকর, এবং সম্মানের এই পদবীটাকে রীতিমত আলতু-ফালতু বানিয়ে দিয়েছে।

তবে, লাইসেন্স প্লেটে যাই লেখা থাকুক - লাইসেন্স নাম্বার থাকাটাও বেশ জরুরী। লাইসেন্স নাম্বার না থাকাটা খুব সম্ভবত আইনসিদ্ধও না। এগুলো খতিয়ে দেখার কোন মানুষ নেই??

৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮

সজীব মোহন্ত বলেছেন: আহারে

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

গেম চেঞ্জার বলেছেন: এইটা কি দেখলাম! :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.