![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাইটল দেখেই ভুল বুঝবেন না । ফেইসবুককে হ্যাঁ বলার জন্য আকুল আবেদন জানানো হয়নি । যেখানে দিকে দিকে ফেইসবুকের মুন্ডুপাত , অভিভাবক থেকে দেশের মাথারা ফেইসবুককে ‘না’ বলার পক্ষে [হায় অবুঝ ! কি বুঝিবে তুমি এর মর্ম !] সেখানে আমি অধম কি করে একা ‘হ্যাঁ’ এর পক্ষে দাঁড়িয়ে থাকি ! আমারও তো একটা মুন্ডু আছে ! জাতির হর্তাকর্তারা বিমূর্ত ফেইসবুকের মুন্ডুপাতে সুবিধে করতে না পেরে ‘মূর্ত’ আমার মুন্ডুই যে কচাৎ করে কেটে নিবে না সেটার নিশ্চয়তা তো কেউ দিচ্ছে না !
বিতর্কিত ফেইসবুকে বিলম্বিত উপলব্ধি - আমরা বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ , ‘হ্যাঁ’ বলতে ভুলে গেছি । যদিও আমি বললাম গুরুত্বপূর্ণ , তবে একশ্রেণীর জনতা আছেন যারা ‘হ্যাঁ’ শব্দটিকেই ‘যত নষ্টের গোড়া’ বলে অভিহিত করেন । তাঁরা বিদ্বান , তাঁরা বিজ্ঞ , তারা সমাজের হালদন্ড । কাজেই তাঁদের কথা মোটেও ফেলনা নয় । আর সেই তাঁরাই কিনা সবক্ষেত্রে ‘না’ শব্দের বিজ্ঞাপন দিয়ে বেড়ান । যেমন – মাদককে ‘না’ বলুন , নারী নির্যাতনকে ‘না’ বলুন , দুর্নীতিকে ‘না’ বলুন , সন্ত্রাসকে ‘না’ বলুন , বাল্যবিবাহকে ‘না’ বলুন , হ্যাঁ কে ‘না’ বলুন ইত্যাদি ইত্যাদি ।
সমাজ ও সংসারে হয়ত অনেক সচেতনতা , উন্নয়ন এসে গেছে উনাদের ‘না’ প্রচারণায় । তবে মাঝে মধ্যে জনগণ ‘না’ এর ধাক্কায় যে চিপায় পড়ছে না , তাও কিন্তু না ।
দাঁড়িয়ে দাঁড়িয়ে রিকশাওয়ালাদের কৃপা প্রার্থনা করছিলাম মনে মনে । যা্ব মিরপুর-১০ ।
‘মামা , যাবা ? মিরপুর -১০ ?’ খালি রিকশা পেতেই জানতে চেলাম ।
‘না ।’ বলে রিকশা ১০ নম্বরের দিকেই গেল দেখলাম ।
পরের রিকশা , আবারও একই প্রশ্ন , ‘মিরপুর ১০ গোলচক্কর , যাবা ?’
‘না !’ ইনিও বললেন , তারপর সেদিকেই গেলেন ।
পরের রিকশা , ‘মামা,যাবা... ??’
বাক্য শেষ করতে না দিয়েই ইনি উত্তর দিলেন , ‘না !’
বাহ ! কোথায় যেতে হবে তাদের জানার দরকার নাই , তারা জানে তাদের ‘না’ বলতে হবে ... কাজেই ...
পরের রিকশা , মেজাজ খারাপ করে এটাকে বললাম , ‘টেকনিক্যাল যাবা ?’
বলল , ‘না ।’
‘স্টেডিয়াম ?’
‘না’
‘জান্নাতে যাবা?’
‘না’
‘তো বাবা যাও , জাহান্নামেই যাও !’
জিপির অ্যাড-এর মত বলতে ইচ্ছা করে , ‘সবখানে ‘না’ বলা ভাল না’ ।
‘না’ নিয়ে ক্যাচাল থাকুক ! এতক্ষণে চাপাতি নিয়ে দু’ চারজন ভাষাবিদ আমাকে হয়ত খোঁজা শুরু করেছে । বাংলা ভাষা থেকে ‘হ্যাঁ’ হারিয়ে যাচ্ছে ! এত বড় অপবাদ !
কিন্তু আসলেই হারাচ্ছে যে !
ওই দিন আমার এক বন্ধুর সাথে কথোপকথন –
‘ওই!’
‘হুঁ !’
‘গানগুলা ডাউনলোড করছিলি ?’
‘হুঁ ।’
‘কাল বিকেলে দিবি ।’
‘হুঁ ।’
‘কিরে তোর মুখ দিয়ে কি ‘হ্যাঁ’ বের হয় না ?’
‘হুঁ , বের হয় তো ! ’
আজব পরিস্থিতি ! ‘হ্যাঁ’ এখন ‘হুঁ’ তে পরিবর্তিত !
বাসায় ফিরে চিন্তা করতে বসলাম , ওই বন্ধুর সমস্যাটা কোথায় ! মুখের তালুতে বিশেষ কোন সমস্যার জন্য হয়ত ও ‘হ্যাঁ’ শব্দটা বলতে পারে না ! এই সিদ্ধান্তই সবচেয়ে স্বস্তিদায়ক ছিল । কিন্তু পরমুহূর্তেই -
আম্মু এসে জিজ্ঞাসা করল , ‘ছোট ভাই এর জন্য যে খাতা কিনতে বলেছিলাম , কিনেছ ?’
বললাম , ‘হুঁ , কিনেছি ।’
বললাম এবং গর্তে পড়লাম , আমার মুখ থেকেও দিব্যি ‘হুঁ’ বের হচ্ছে !
ভয়ে ভয়ে এবং গোপনে আরও কয়েকজনের ওপর পরীক্ষা চালালাম ।
তাদেরও ঘন ঘন ‘হুঁ’ বলতে দেখে রীতিমত ভীত আমি ।
দেশ থেকে কি তবে ‘হ্যাঁ’ শব্দ উঠেই গেল ? কারণটা কি ? জোর করে ‘হ্যাঁ’ বলা যায় কিন্তু এমনি বলতে গেলে ‘হুঁ’-ই বের হয়ে আসে ।
ফেইসবুকে পরবর্তীবার ঢুকতেই বুঝে গেলাম রহস্য ।
জনৈকার সঙ্গে চ্যাটিং এর সময় তিনি নক করলেন ,
‘Hlw,aso?’
‘Hmm’
মাথায় আসল , ‘হুম’ বা ‘হুঁ’ কেন বললাম ? ‘হ্যাঁ’ বলব !!
সেভাবেই চেষ্টা করলাম । অপেক্ষা করছি পরবর্তী ‘ইয়েস/নো’ কোশ্চেনের জন্য ।
‘Tmr vorti February te?’ তার জিজ্ঞাসা ।
এখন ‘হ্যাঁ’ বলাই লাগবে আমার । কাজেই টাইপ করতে গেলাম ইংরেজী লেটারগুলো দিয়ে বাংলা ‘হ্যাঁ’ ।
এবং পরলাম চিপায় ।
‘Ha’ লেখে ইন্টার দিতেই ওপাশ থেকে রিপ্লাই
‘Ha Ha ’
মর জ্বালা !
বিরক্তির সাথে লেখলাম , ‘Ha Ha Ha ’
ব্রাউজার বন্ধ করে Notepad খুললাম । আজ ‘হ্যাঁ’ লেখার একটা স্পষ্ট মাধ্যম বের করবই !
কিছু একটা বের হল । অন্তত তখন আমার সেটাই মনে হয়েছিল ।
পরে আরেক বালিকার সাথে চ্যাট বক্সে –
‘Kalker khela dekhso India pakistan?’
‘Hya’ প্রাণপনে ‘হ্যাঁ’ বলার চেষ্টা করে বললাম ।
‘Hooooo’ রিপ্লাই আসল ।
‘Eta abar ki?’ আমার প্রশ্ন ।
‘Hyaa hooo!!’ উনার উত্তর ।
মানে আমি বলি পুকুরের কথা উনি পড়েন বঙ্গোপসাগরে ।
‘হ্যাঁ’ এর ভবিষ্যৎ নিয়ে শংকিত হলাম ।
ফেইসবুকে আমাদের উচিৎ ‘হ্যাঁ’ বলা ।
‘হুঁ’ অর্থাৎ ‘হুম’ এর বন্যায় ‘হ্যাঁ’ হারিয়ে যাচ্ছে আমাদের মুখ থেকেও ।
তাই দিকে দিকে সচেতনতা ছড়িয়ে দিন , ‘ফেইসবুকে হ্যাঁ বলুন ’ ।
©somewhere in net ltd.