নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অ্যামেচারের কিছু কথা...

মু.ই.মা ইমন

বাংলাদেশী হওয়ার চেষ্টায় আছি

মু.ই.মা ইমন › বিস্তারিত পোস্টঃ

জামাআত-শিবির = মুসলিম ???

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আজ থেকে , আমার ফেইসবুক অ্যাকাউন্টে যারা জামাআত - শিবির কে ক্ষীণতম সমর্থনও করে - তাদের 'Unfriend' & 'Block' করব আমি ।



[সবচেয়ে ভাল হয় তারাই এই কাজটা করলে । কারণ , আজকের ঘটনার পরও তারা যদি জামাআত শিবিরকে সমর্থন করে তো আমার রুচি হবে না তাদের প্রোফাইলে ঢোকার ]



আরও যাদের 'Unfriend' & 'Block' করব , তারা হলঃ



১। শাহবাগের আন্দোলনের বিরোধী / আন্দোলনে অংশগ্রহণ করে থাকা ভাই-বোনদের বিরুদ্ধে মন্তব্যকারী

২। "রাজীব ভাই এর হত্যাকান্ড জামাআত-শিবির বাদে অন্য কেউ ঘটিয়ে জামাআতকে ফাঁসাচ্ছে" - এরকম কথা যারা বলবে

৩। "জামাআত এর এই হত্যাকান্ডে কোন সংশ্লিষ্টতা / মদদ নেই "- এই কথা যারা বলবে



এরা সবাই জামাআত-শিবিরের পা চাটা ।

এরা সবাই রাজীবের হত্যাকারী ।



আর , ১৯৭১ এ রাজাকারদের যে মনোভাব ছিল , এদের মনোভাবও ঠিক একই রকম ।

সময় বদলালেও দেশে ওই ধরণের মানসিকতার মানুষ ঠিকই থেকে গেছে ।



অন্য নারীর গর্ভে জন্মেছে এরা , তবে স্বভাবে আছে সেরকমই ।



আমরা যদি ১৯৭১ এর রাজাকারদের ঘৃণা করি , এদেরও ঠিক একই রকম ঘৃণা করা উচিৎ । কারণ '৭১ এ রাজাকার মানুষগুলি আমাদের দেশেই জন্মেছিল , আমরা ঘৃণা করি তাদের মনোভাবকে । আর এরাও বাংলাদেশেই জন্মেছে কিন্তু মনোভাব ঠিক ওই রাজাকারগুলোর মতই ...



কাদের মোল্লা পল্লব টুনটুনির হাত কেটে ফেলেছিল , এরা রাজীব ভাইকে কুপিয়ে মেরে ফেলেছে ।



গোলাম আযম - রাজাকার না ? মতিউর রহমান নিজামী - রাজাকার না ? আলী আহসান মুহাম্মদ মুজাহিদ - রাজাকার না ? মো: কামরুজ্জামান - রাজাকার না ? দেলোয়ার হোসেন সাঈদী - রাজাকার না ? ফজলুল কাদের চৌধুরী - রাজাকার না ? সালাউদ্দিন কাদের চৌধুরী - রাজাক্র না ? তোতা মিয়া - রাজাকার না ? ঈমান আলী - রাজাকার না? হাকীম উদ্দীন - রাজাকার না ?



তাহলে রাজাকার কে ? তোর বাপ ? তোর দাদা ?



এরা রাজাকার না হলে ১৯৭১ এ এই দেশে কোন রাজাকারই ছিল না ।

ইতিহাস মিথ্যা !



রাজাকার ইন্টারনেট থেকে ডাউনলোডেড হয় নি । তারা এই দেশেই ছিল ।



প্রত্যেক সাক্ষী মিথ্যুক !!!! আর যারা ১৯৮৫ এর পরে জন্মগ্রহণ করেছে - তাদের বিশ্বাসই সত্য !

এরকম ভাব তো ?



তুই রাজাকার ! তুই রাজাকার !!



তারা আবার এই প্রজন্মের মানুষ !!



তোমরা আমার ভাই না । তোমরা আমার ভাই না । তোমরা আমার ভাই না ।



তোমরা আমার দেশের শত্রু । তোমরা ইসলামের শত্রু 'জামাআতে ইসলামে'র বন্ধু । তোমরা আমার শত্রু ।



রাজীব যদি জামাআতে ইসলামের বিরুদ্ধে লেখার কারণে খুন হয় , তাহলে আয় শালারা , আমাকেও খুন কর । সামহোয়্যার ইন ব্লগে আমিও জামাআতের বিরুদ্ধে পোস্ট দিয়েছি । একই অপরাধ আমিও করেছি !



আমাকে খুন কর । আমি জানি তোদের সেই সামর্থ্য আছে ।

ভাই , একজন নাস্তিক - এই কথা প্রমাণ হলেও তার গলা কাটা যাবে না , সাধারণ জনতা তো কাটবেই না । খুনীর বিচারও আদালত করবে - কিন্তু জনতা না । কারণ - তাতে বিশৃরিংখলাই সৃষ্টি হবে । ইসলাম বিশৃংখলা সৃষ্টির নিষেধে কঠোর কথা বলেছে ।



আর যে কাফের প্রজা , তাদেরও অস্ত্র দিয়ে মেরে ফেলার নীতি নেই ইসলামে ।

মুসলমানদের বিরুধে কেউ অস্ত্র ধরলে তাদের সাথে যুদ্ধ করা যেতে পারে ।

রাজীব ভাই যদি কাফেরও হয় , সে কিন্তু অস্ত্র ধরে নি ।



তাছাড়া , মুসলমান শত্রুর গায়ে আগে আঘাত করে না ।

শত্রু প্রথমে আঘাত করলে তারপর আঘাত প্রতিহত করে পালটা আঘাত করে ।



আর এরা নিরীহ মানুষকে হত্যা করে ফেলল !!!



রাজীব ভাই এর হাতেও যদি অস্ত্র থাকত তাহলে ভিন্ন কথা , ভাই ।



এটা কি মুসলমানের কাজ ?



[এই লেখাটুকু 'রাজীব তো নাস্তিক ছিল' - যারা বলবে তাদের জন্য & রাজীব নাস্তিক , তাকে মেরে ফেলাই মুসলমানের কাজ - এই কথা যারা বলে বেড়াবে তাদের জন্যও আমার পক্ষ থেকে unfriend & block উপহার । কারণ , অনেক নাস্তিকই সাহাবা (রাঃ) এবং তাবে - তাবেইন গণের কাছে এসে চ্যালেঞ্জ করে গেছে । তাদের কার সাথেই 'এক কোপে মুন্ডু উড়ানো'র মত ঘটনা ঘটেছে বলে জানা নেই আমার । বরং ঠান্ডা মেজাজে তাদের ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে । একবার - বার বার - হাজারবার ।



'কাফেরের মৃত্যু মানে তো একজনের জাহান্নামে চলে যাওয়া' - এমনটা ভাবতেন আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ (সাঃ) । তিনি বার বার ইসলামের দাওয়াত দিয়েছেন ।

কাফের অবস্থায় মরে গেলে যে চিরস্থায়ী জাহান্নাম !



সেখান থেকে মানুষকে বাঁচানোর জন্যই ইসলাম । ]



তোমরা নিজেদের মুসলিম বলে দাবী করলে আগে হযরত মুহাম্মদ (সাঃ) আর সাহাবা(রাঃ) এর জীবনী পড়ে দেখ ।



আমি তাঁদের মহান জীবনী পড়ে যতটুকু শিখেছি , তা থেকেই লেখলাম



সবচেয়ে মজার ব্যাপার হল , রাজীব ভাই নাস্তিকদের মত কথা বার্তা যখন বলেছিল তখন তাকে খুন করা হয় নি !



যখন শাহবাগে আন্দোলন শুরু হল তারপর তাকে মেরে ফেলা হল !



খুনী রা কি ইসলামের স্বার্থে খুনটা করেছে , না দলের স্বার্থে ???



বাংলাদেশ বেঁচে থাকুক । ইসলাম বেঁচে থাকুক বাংলাদেশে । জামাআতে ইসলাম ধ্বংস হোক ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

গধযনঁন বলেছেন: সত্যকারের ইসলাম বেঁচে থাকুক বাংলাদেশে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

মু.ই.মা ইমন বলেছেন: হযরত মুহাম্মদ (সাঃ) আর তাঁর প্রিয় সাহাবা (রাঃ) এর ইসলাম বেঁচে থাকুক বাংলাদেশে ।


কান্না পায় আজকের ইসলামের নাম ভাঙ্গিয়ে জামায়াতে ইসলামের , ইসলাম বিরোধী কাজ করতে দেখলে

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

ইমোশন বলেছেন: মরতে’ত হবেই .....রাজীব হত্যার পর মনে হচ্ছে রাজাকারদের ফাসী না দেখে যেন আমার মরন না হয় ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

মু.ই.মা ইমন বলেছেন: আমরা ফ্যানাটিক না ভাই , তাই হাতে অস্ত্র ধরতে পারি না ,,, আমরা অমানুষ না , তাই অস্ত্র ধরতে পারি না !

আমরা পরাধীন ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

গধযনঁন বলেছেন: হযরত মুহাম্মদ (সাঃ) আর তাঁর প্রিয় সাহাবা (রাঃ) এর ইসলাম বেঁচে থাকুক বাংলাদেশে । আমীন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

মু.ই.মা ইমন বলেছেন: আমিন

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

আহির মাহাসিন বলেছেন: বাংলাদেশ বেঁচে থাকুক । ইসলাম বেঁচে থাকুক বাংলাদেশে । জামাআতে ইসলাম ধ্বংস হোক । সহমত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

মু.ই.মা ইমন বলেছেন: হুম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.