নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা-কালো

একই রকম ভিতর-বাহির . . . . .

ঈমানদার পাপী

কখনো কখনো পাপ করলেও ভন্ডামি কখনোই করিনা তাই আমি ঈমানদার পাপী . . . .

ঈমানদার পাপী › বিস্তারিত পোস্টঃ

তাঁর বিখ্যাত কিছু উক্তিঃ

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

“আমি যা জানি তোমরা তা জান না, আমি যা দেখি তোমরা তা দেখ না। আমি কোনো ভুল করিনি।”



“আমি একাই সিদ্ধান্ত নিয়েছি, যা করেছি সচেতনভাবেই করেছি। কেন নিয়েছি তা এখন বলতে পারব না, সঠিক সময়ে তোমরা সেটা বুঝতে পারবে।”



আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা রয়েছে এবং এককভাবে সরকার গঠনের বিষয়েও আশাবাদী তিনিঃ



“আমি বলেছি, লেজুড়বৃত্তি করব না। যদি পারি তো একা দাঁড়াব, না পারলে ধ্বংস হয়ে যাব। আই অ্যাম এ সোলজার অ্যান্ড আই অলওয়েজ বি এ সোলজার। আমার প্রতিটি পদক্ষেপ হিসেব করা। ইনশাল্লাহ আমি করে দেখাব।”



“জীবনের শেষ প্রান্তে আমি দেখে যেতে চাই, জাতীয় পার্টি ক্ষমতায় রয়েছে।”



নিজেকে দেশের একমাত্র ‘গণতান্ত্রিক’ রাজনীতিবিদ হিসেবে দাবি করেনঃ



“আমি একমাত্র সামরিক শাসক যে গণতান্ত্রিকভাবে পদত্যাগ করেছিলাম। জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। বিকজ উই বিলিভ ইন ডেমোক্রেসি।”



“আমেরিকার সরকার ব্যাবস্থা রাষ্ট্রপতি শাসিত। সেখানে কি গণতন্ত্র নেই?”



সরকারের জনপ্রিয়তা কমার জন্য গণজাগরণ মঞ্চের আন্দোলনকে দায়ী করেনঃ



“সরকারকে আগেই সাবধান করেছিলাম, শাহবাগ চত্বর বন্ধ করুন। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও জাজমেন্ট চেঞ্জ হয়নি। বিচার হয়ে যাওয়ার পর আইন পরিবর্তন হয়নি।



“যখন গণজাগরণ মঞ্চ হল, তখন আমি ইমরানকে (ইমরান এইচ সরকার) জিজ্ঞাস করেছিলাম, ইমরান, হু আর ইউ? তুমি কি বঙ্গবন্ধু হতে চাও? সে কোনো উত্তর দিতে পারেনি।”



বড্ড আজব এক চরিত্র . . . . . . . . . . . . .

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

হরিপদ কেরাণী বলেছেন: এই চরিত্রটা খুবই ইন্টারেষ্টিং!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের থুথু নিজে চাটা,
স্ব-ঘোষিত বেঈমান
জাতু, ঝাটা, বাচালতার পরও
যার ইজ্জতে ফরমালিনে অপচনশীল

তিনিই লেজেহুমু এ! =p~ =p~ =p~ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.