![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কালে স্বপ্ন দেখতে ভালবাসতাম। এখন স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। এখন আমি জীবনের অভিজ্ঞতা থেকে খুবই বাস্তববাদী মানুষে পরিণত হয়েছি। মেইল করতে পারেন অথবা ইয়াহু মেসেঞ্জারে আমি আছি [email protected]
তখন এইচ এস সি পাস করলাম মাত্র।তারপর কোথাও তো ভর্তি হতে হবে।তাই নেমে গেলাম ভর্তি যুদ্ধে।যাই হোক অবশেষে একটা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলাম।আমার সীট পড়ল ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে।জীবনে প্রথম ভর্তি পরীক্ষা তাই কিছুটা নার্ভাস আমি।যাই হোক আমি আমার রুমে গেলাম ভর্তি পরীক্ষার জন্য।গিয়ে দেখি আমার বেনচিতে আমরা ৩ জন।আমার দুই পাশে দুই তরুণী আর মাঝে আমি।
ভর্তি পরিক্ষা তখনও শুরু হয় নাই।এর মাঝে ভাবলাম পরিচয় পর্বটা তাদের সাথে সারব কিনা?আমি আবার মেয়েদের সাথে ভাল একটা কথা বলতে পারি না।তাই ভাবলাম দরকার নেই।যা হবার হবে।যাই হোক ওরা নিজেরাই আমার সাথে পরিচিত হতে আগ্রহ প্রকাশ করল।প্রথমে বাম পাশের জন আমাকে বলল আমার নাম ফারিয়া আমি ভিকারুন্নেসা থেকে এইচ এস সি পাশ করলাম।কিছু না বললে আবার কি মনে করে তাই ভদ্রতা করে বললাম,আমি বললাম আমি ইমির ,নটর ডেম থেকে পাশ করলাম।ডান পাশের জনের নামটা মনে নেই।কিন্তু তার কলেজের নামটা মনে আচ্ছে,বদরুন্নেসা কলেজ।
প্রথমে ফারিয়া বলল দেখ ইমির এইটা ভর্তি পরিক্ষা ।এত সিরিয়াসের কিছু নাই।তা ছাড়া তুমি ছেলে তোমার সাথে আমার কোন বিরোধ নাই।সো আমি আশা করব তুমি আমাকে হেল্প করবা।আমি কোন মতে ঢোক গিল্লাম
আমি মনে মনে বললাম এই মেয়ে বলে কি?আমি ওকে বললাম দেখ আমি কিছু পারি না।আমারটা দেখলে তুমি আরও ধরা খাবা।
-তুমি নটর ডেম থেকে পাশ করছ।নিশ্চয়ই ঘাস খেয়ে পাশ করনি।
তুমি যে ঢং করছ তা আমি বুজতে পারছি।সো নো মোড় টক প্লিজ।
ডান পাশের জন তখনও কিছু বলে নি।
ভর্তি পরিক্ষা শুরু হল।আর একটু পর পর ফারিয়া দেখি আমাকে ডাকছে।হায়রে আমার কপাল।এমন সময়েই আমাকে ডাকলা যখন আমি ভর্তি যুদ্ধে ব্যাস্ত।আমি তার কথায় কান দিলাম না।আমাকে বলে এই ইমির।ইমির শোন।
আমি তাও কান দিলাম না।এবার ডান পাশের জন।সে বোরখা পরিহিতা অবস্থায় ছিল।
সে আমাকে বলল এই, এই তোমার হাতটা প্রশ্ন থেকে সরাও না।
এই দিকে আমার মেজাজটাও খারাপ হয়ে যাচ্ছে।
আমি হাতও সরালাম না।যথারীতি লিখতে লাগলাম।হটাত দেখি হাতে নরম কি যেন লাগছে।দেখি ফারিয়া আমার হাত ধরে ফেলেছে।আমার হাতটা খাতা থেকে সরিয়ে নিল।একি একে বারে হাত!জীবনে ফার্স্ট টাইম কেউ আমার হাত ধরল তাও এ অবস্থায়!
ডান পাশের জন আমার শার্ট ধরে টানছে।বলছে
আরেকবার দেখাও।
আমি পড়লাম মর জালা অবস্থায়।খুব বিরক্ত হতে লাগলাম।আমাদের দেশের মেয়েরা যে এত খানি এগিয়ে গিয়েছে যে পর পুরুষের হাত ধরে টানা টানি।আরেকজন আবার জামা কাপড় ধরে টানা টানি।
হটাত আল্লাহ আমাকে রহম করল।আমাদের যেই ম্যাডামটা গার্ড দিচ্ছিলেন তিনি ফারিয়াকে বললেন এই যে মেয়ে ,এসব কি হচ্ছে?তুমি ঐ পিছনের বেনচিতে গিয়ে বস তো।
মেয়েটা গাই গুই করছিল ।যেতে চাচ্ছিল না।ম্যাডাম একটা ধমক দেয়াতে সে ভয়ে ভয়ে চলে গেল।এইটা দেখে পাশের মেয়েটাও একটু সাবধান হয়ে গেল।যাই হোক বাকি সময়টা বেশ আরামেই পরিক্ষা দিলাম।
পরিক্ষার পর মনে হল যদি আজ পরিক্ষার হলে না থেকে অন্য কোথাও থাকতাম ।তাহলে স্মৃতিটা খারাপ না হয়ে মধুর তো হতে পারত।
২| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
নাঈম বলেছেন: হুমমম...অভিজ্ঞতাটা ভালোই পাইছিলেন মনে হইতাছে......
৩| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
রাশেদ বলেছেন: হা হা! মাখন ভালই লাগাইছেন। মজা পাইলাম।
৪| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৮
`হাসান বলেছেন: ৫
৫| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
মামু বলেছেন: ভাগিনা,
তুমার লিকা পড়ইরা "কম্পিউটার গুরু"র কথা মনে পড়ল।
ওই শালা তুমার মত এই টাইপ পুষ্ট দিত। যেখেনে লিক থাকত মেয়েরা তারে নিয়া কিমনে টানা হেচড়া করত।
ভাল থাক ক.গুরু।
৬| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
মুনিয়া বলেছেন: হা হা হা...
৫ দিলাম।
৭| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
`হাসান বলেছেন: বাপের শালা মামুর মাতায় দেকী আসলেই গুবর ভর্তি
৮| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
নরাধম বলেছেন: আমারে শালা কোন মেয়ে কোনদিন একটা চড়ও দিলনা, ভালবাসা ত দুরে থাক। চড় দিলে বলতাম, আহা, কি সুন্দর করে চড় দিছে, অপমান ত করেনি................................। কি কপাল নিয়ে যে আসলাম।
৯| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
নরাধম বলেছেন: হাসানের সাথে একমত
১০| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
অন্যরকম বলেছেন: খিক খিক খিক....৫
মামুর কমেন্টে বিপ্লব্!
১১| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
মানুষ বলেছেন: খিকজ!
১২| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
মামু বলেছেন: হাসান @ মাতায় গুবর বইলাইতো এই রকাম আজিব পুষ্ট দিতে পারি না। হইতে পারলামা না "কম্পিউটার গুরু"
১৩| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
মনের কথা বলেছেন: ভর্তি হইছিলা...
১৪| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
পজিটিভ বলেছেন: এইতো ভাল হইছে। জব্বর লিখছেন। ৫ দিলাম।
১৫| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
রিজভী বলেছেন: হুমম।৫
১৬| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
ইমির বলেছেন: হাসান@কাউকে ৫ দিলেন প্রথম দেখলাম
রাশেদ@ধন্যবাদ
পজিটিভ@ধন্যবাদ
মুনিয়া থ্যাঙ্কস
মনের@হইছিলাম
১৭| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
ইমির বলেছেন: নাঈম@অভিজ্ঞতা টা ঐ সময় খুব খারাপ ছিল।তবে এখন এত টা লাগে না
মামু@ব্যাপারজ না
১৮| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
ইমির বলেছেন: রাশেদ@মাখন খাওয়া যায় নাই।
১৯| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
নাঈম বলেছেন: নরাধম বলেছেন :
২০০৭-১১-১০ ১৮:২৪:০২
আমারে শালা কোন মেয়ে কোনদিন একটা চড়ও দিলনা, ভালবাসা ত দুরে থাক। চড় দিলে বলতাম, আহা, কি সুন্দর করে চড় দিছে, অপমান ত করেনি................................। কি কপাল নিয়ে যে আসলাম।
খিকখিকখিক....এই কমেন্টে ৫।
২০| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
এরশাদ বাদশা বলেছেন: ভালোই; তবে ''ম্যাডাম''কে ''ন্যাডাম'' বানিয়ে ফেললেন যে বড়!!!
২১| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
ইমির বলেছেন: নরাধম@আপনার জন্য দোয়া রইল,যেন চড় পান
নাইম@একই
২২| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
ঝড়ো হাওয়া বলেছেন: হিক হিক
২৩| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
ইমির বলেছেন: এরশাদ@সাথে বাদশা না হয়ে বিদিশা হইলে ভাল হত।খিকজ
ঝড়ো হাওয়া@থ্যাঙ্কস
২৪| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
রোবট রাজকন্যা বলেছেন: হা হা হা, আপনি মিয়া পুরাই বেরসিক ।
তবে আমি যেবার কলা ভবনে ভর্তি পরিক্ষা দিতে যাই - বোধ করি ক্যালকুলেটর ভুলে বাসায় ফেলে এসেছিলাম । সায়েন্স এর পরীক্ষা তাই ফিজিক্স,ম্যাথ,কেমিস্ট্রি যে ক্যালকুলেটর ছাড়া হবে না এইটা ত ইউনিভার্সাল ট্রুথ ।
দুজনের সিটে পাশে বসছিলো এক মেয়ে । ভাগ্যিস সেই মেয়েটা দুইটা ক্যালকুলেটর নিয়ে গেছিলো । আমি না চাইতেই আমাকে একটা দিলো । আর আমি কিনা পরীক্ষা শেষে তাকে এতটা ধন্যবাদও দিলাম না ।
এখনও প্রায় মনে পড়ে - একটা মানুষ কতটুকু সিরিয়াস হলে দুইটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দিতে যায় । মেয়ে তুমি যেখানেই থাকো তোমাকে অজস্র ধন্যবাদ ।
২৫| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
এরশাদ বাদশা বলেছেন: গতানুগতিক বললেন ভাইয়া। নতুন কিছু বলেন না।
২৬| ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
এরশাদ বাদশা বলেছেন: ভুল ধরিয়ে দেয়াতে খেপে গেলেন?
২৭| ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
ইমির বলেছেন: নাহ ।আপনাকে ধন্যবাদ।
২৮| ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
ইমির বলেছেন: আমিও ২ টা ক্যালকুলেটর নিয়ে পরিক্ষা দিতে যেতাম@অমানুষ
২৯| ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
নরাধম বলেছেন: হায়রে কপাল, আমারে চড় খাওয়ার জন্য দোয়া করলেন?
৩০| ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৬
মামু বলেছেন: আমার কেউ একটা কলম ও দেয় না, কত জনের কাচে চাইছিলাম।
৩১| ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২১
ইমির বলেছেন: নরাধম@থুক্কু চড় না ভাল্বাসার জন্য দোয়া করলাম
৩২| ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৪
নরাধম বলেছেন: ধইন্যাপাতা। আপনার উপরও বালবাসা বর্ষিত হোক।
৩৩| ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৯
ইমির বলেছেন: নরাধম@আমার উপর ভালবাসা আছে।তারপরও দোয়ার জন্য থ্যাঙ্কস
৩৪| ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০১
ইমির বলেছেন: হুম
৩৫| ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৫
মুহিব বলেছেন: আফসোস !!!!৫
৩৬| ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৭
ইমির বলেছেন: ধন্যবাদ@মুহিব
৩৭| ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০০
ইমির বলেছেন: হুম
৩৮| ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৩
ইমির বলেছেন: আমানুষ@বেরসিক মানে কি বলতে চাইছেন,বুজলাম না।
৩৯| ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৭
মৈথুনানন্দ বলেছেন: ফিকশ্ন ভালু হয়েচে।
৪০| ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৯
নাফিজ বলেছেন: ৫
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৫
ইমির বলেছেন: ত
৪১| ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৩
ইমির বলেছেন: তোমার পোস্ট গুলা আসলেই ফালতু।
এই জন্যই তুমি আসলে একটা মাথামোটা@মাথা মোটা
৪২| ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
ইমির বলেছেন: সবাইকে ধন্যবাদ
৪৩| ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২৩
ইমির বলেছেন: হুম
৪৪| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৫
ইমির বলেছেন: হুম
৪৫| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: বুয়েট ভর্তি পরীক্ষায় আমার দুইপাশে দুইখান মাইয়া বসছিল। একটাও চান্স পায় নাই, হেহেহে।
৪৬| ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৫
সুন্দরের মন খারাপ,মাধুর্যের জ্বর বলেছেন: হে হে হে হে হে হে খাইতাছি লেমনচুচ,অপচুস(উদাসি ভাই)।পরীক্ষার পর মাইয়া দুইডা কিছু কয় নাই ঝাত জানতে চায়
অবশ্য আমার উল্টা হইছিল। আদর্শ স্কুল,কেলাস থ্রি তে পড়ি তখন,ফাইনাল পরীক্ষা,দেহি আমার সাথে কেলাস ফাইভ এর এক সুন্দরির সিট পড়ছে ,চেহারা দেইখা মনের ভিতরে ডিগবাজ খাইলাম। ১টা প্রশ্ন পারতা ছিলামনা,মাইডা কইল বসে আছ কেন,আমি কইলাম....,আচ্ছা আমি বলে দিচ্ছি। হের মহানুভবতা দেইখা আবার প্রেমে পইরা হাত পা ভাইঙ্গা ফেললাম।অপচুস ফাইনাল পরীক্ষার পর মাইয়াডা স্কুল থাইকা চইলা গলে
দুখের সাগর
মাইয়াডারে আপনে আপনে মনে করাইয়া দিলনে,পেহেলি পেহেলি পেয়ার। নাহ এইডা মনে হয় পরথম না,আগে আরো আছে । আপনেরে +++++++++++++++
অরেকটা ঘটনা,এইডা ও উল্টা।,তহন সেভনে এ পড়ি,বয়েজ স্কুল,লগে এক নাইনের বলদ বড় ভাই পরীক্ষা দিতাছিল,খালি এরে ওরে জিগায়,বিরক্ত হইয়া গেলাম, মন দিয়া নিজেও লিখবার পারতা ছিলামনা।একটু পর হের প্রশ্নের দিকে চাইয়া দেহি, একটা প্রশ্নের উওর আমি জানি,উস্তাদি কইরা যেই কইতে গেছি,স্যাররে হাতে কট,স্যার কইল মাস্টারি করতাসচ,কইয়া আমারে ঠাশ ঠাশ বেতের বাড়ি উপকারের ঘারে লাথ্থি
০৮ ই আগস্ট, ২০১০ রাত ১:১৪
ইমির বলেছেন: কেলাশ ফাইভের ঐ আফার লগে যোগাযোগ আছে এখনো?
৪৭| ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৬
এক্স বলেছেন: ঘন্টি কি বাজসে?
এক কন্যার সাথে বসলে ঘিলু ফেল করার কথা, আর দুই কন্যার মাঝখানে বসলে তো পরীক্ষা শুদ্ধা ফেল করার কথা. আর ওরা কিন্তু তরুনী না কচিখুকি ...
০৮ ই আগস্ট, ২০১০ রাত ২:১৮
ইমির বলেছেন: ছুটির ঘন্টা বাজছিল রে ভাই। তা ভাই কচি খুকি কেন?
৪৮| ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১:২০
নকীবুল বারী বলেছেন:
৪৯| ২০ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:২১
ফারহান আহমেদ বলেছেন: অভিজ্ঞতাটা ভালোই
২২ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৬
ইমির বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
`হাসান বলেছেন: ইন্টারেসটিং যদিও বোঝা যায় অতিরন্জিত করে লিখেছেন