![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন মেঘলা আকশে সকাল থেকে
হঠাৎ করেই মেঘ কেটে কড়া রোদে তোপে
বড্ড বিরক্তি হচ্ছিলাম চাঁদের গাড়ির জ্যামে বসে।
একটু ছায়ার খোঁজে নেমেছিলাম রাস্তার পাশে
কে জানতো তুমিও সেইখানে ছিলে!
বিশ্রাম নিয়ে কিছুক্ষন আবার ছুটে চলা গন্তব্যে।
সেদিনের ক্লান্তি শেষে সন্ধ্যা নামিলে
হ্যালিপ্যাডের চূড়ায় যখন ছিলাম বসে,
তুমি আমার খুব কাছেই ছিলে
অপরিচিতদের মত সেই নির্দিষ্ট দূরে।
ঠিক পরের দিন খুব সকালে
হিম বাতাসে বসেছিলাম তোমার রিসোর্টের সামনে।
অপরিচিত একঝাঁক মানুষের সাথে
তুমিও ছিলে গোলাপি রং এর কোন এক ড্রেসে।
ফিরতি পথে ঝর্নার কাছে
তোমার আমার আবার দেখা
অথচ দেখো, সেই অপরিচিতদের মতো,
হেটে গেলাম পাশ কাটিয়ে
কে জানতো তুমিই আমার সব থেকে কাছের পরিচিতা হবে?
সে রাতে খাবার হোটেলেও তুমি নাকি আমায় দেখেছিলে
জানিনাকো আমি; দেখিনি তোমায়।
ফিরে এসেছিলাম বাসায় রেখেই তোমায় অচেনা অজানায়,
তবু আজও বারেবার আটকে যাই সেই বিনে সুতোর মায়ায়।।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।