নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মপুত্রযুধিষ্ঠিররা সাবধান

ইমরোজ

হমপগ্র

আমার আমি।

হমপগ্র › বিস্তারিত পোস্টঃ

সেক্স নিয়ে যত কথা! (অপ্রাপ্তদের জন্য নয়)

১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১০

সেক্স নিয়া আমাদের জীবনে অনেক ঘটনাই আছে। যেহেতু সেক্স নিয়ে আমরা সবাই কনজারভেশনে ভুগি, এবং আমাদের পারিবারিক কিংবা প্রাতিষ্ঠানিক ভাবে সেক্স নিয়ে কোন শিক্ষা দেওয়া হয় না, তাই আমাদের কাছে ব্যাপারটা খুব ইন্টেরেস্টিং হয়ে যায়। চর্চা করা শুরু করি।



কেননা মনের কোথায় যেন বলতে থাকে এগুলো খারাপ জিনিস, আর খারাপ জিনিস মানুষের আড়ালে চর্চা করে একটা মজা আছে।



আমার সেক্স সম্প্রর্কে প্রথম ধারণা জন্মায় যখন আমি ক্লাস সিক্স এ পড়ি। তাও হত না যদি না ক্লাসের একটা ছেলের ব্যাগ থেকে একটা ফ্লপি পাওয়া যেত। সেই ফ্লপির মধ্যে নাকি কি সব ছবি ছিলো। সবাই বলতে লাগলো ব্লু ফিল্ম।



যে স্যার ধরেছিলেন, তিনি আমদেরকে তো যা তা বললেনই তার সাথে আবার রসিয়ে বললেন তার ক্লাস টেনের ছাত্রদের। মজার ব্যাপার ফ্লপির মধ্যে কি সব ছবি ছিলো তা তিনি ল্যাবে ক্লাস টেনের ছাত্রদের সাথে বসেই দেখেছিলেন। তারপর থেকে তো ক্লাস টেনের ছেলেরা আমাদের দেখে বলে, "তোমরা তো অনেক বড় হয়ে গেছো শুনলাম"।



তারপরের ঘটনা ঘটে সায়েন্স ফেয়ারে। আমরা তখন ক্লাস এইটে পড়ি। আমার কিছু বন্ধু কম্পিউটার প্রজেক্ট করলো। আর ব্রেকের সময় ধুমায় ব্লু ফিল্ম দেখা চলত। যাই হোক, এক দিন আমদের এক ব্রাদার(মিশনারি স্কুল) কখন যে তাদের পাশে এসে দাঁড়িয়ে তা দেখছিলেন, কেউ বুঝতেই পারে নি। ফল হলো, প্রজেক্ট বাতিল এবং সাসপেন্ড।



কলেজে ওঠার পর শুরু হলো, মোবাইলে করে ব্লু ফিল্ম নিয়ে এসে গ্রুপ করে দেখা। তো এই যুগে আমাদের বাংলা স্যার ধরে ফেললেন একটা চটি। সেটা ধরা পরার পর ছেলেটার শাস্তি হলো ঠিকই কিন্তু স্যার আমাদের ক্লাসে এসে বললেন, "এই যুগে কেউ এসব পড়ে?, এগুলো তো আমরা পড়তাম, তোমরা সিডি এনে দেখবা...কি যে কর না"।



তারপরে কলেজ ছেড়ে এলাম। এই কয়টা ঘটনার মধ্যে দিয়েও সেক্স চর্চা শুরু হয়ে আবার কবেই শেষ হয়ে গেছে। আগে বিপরীত লিঙ্গের কাউকে দেখলে বন্ধুরা তাদের বিশেষ অঙ্গের দিকে নজরদারি করতো। আর এখন কাউকে দেখলে মানুষ হিসেবেই দ্যাখি।



এইসব কথা বলার উদ্দেশ্য একটিই, আমাদের দেশে সেক্স সম্পর্কে ছোট বেলা থেকে শিক্ষা না দিলে, ব্যাপারটা চর্চা করে অবৈধ বানিয়ে ফেলে ছেলে মেয়েরা। এটা যে একটা পবিত্র জিনিস তা অনেকেরই অজানাই হয়ে থাকে। কিন্তু এখানে আমি বলছি না আমাদের পশ্চিমাদের মত খোলা হতে হবে। সেটা মটেই আমার উদ্দেশ্য নয়। কিন্তু এই ব্যাপারটাকেও আমরা সুন্দর ভাবে শিখতে পারি।

মন্তব্য ৫ টি রেটিং +১৫/-৩

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫

সাইফুর বলেছেন: সেটাই

২| ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯

অক্ষর বলেছেন: "আপনি তো অনেক বড় হয়ে গেছেন শুনলাম"।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০

কোবরা বলেছেন: আমরা সেক্স নিয়ে কথা বলতে লজ্জা পাই কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার সময় বিশ্ব রেকড করি!

৪| ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯

চির সবুজ বলেছেন: এখন আপনি সেক্স কিভাবে দেখেন সেটার ব্যাখ্যা দেন।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯

মাথামোটা বলেছেন: কোবরা বলেছেন: আমরা সেক্স নিয়ে কথা বলতে লজ্জা পাই কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার সময় বিশ্ব রেকড করি

+

৬| ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৩

লাইটহাউজ বলেছেন: আমরা সেক্স নিয়ে কথা বলতে লজ্জা পাই কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার সময় বিশ্ব রেকড করি!

সেরা মন্তব্য!

৭| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৪

কেএসআমীন বলেছেন: সত্যের কাছাকাছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.