![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কথা গুলি আমি আমার এক ছোট্ট বোনকে উত্সর্গ করলাম
( নাম প্রকাশে অনিচ্ছুক তাই ক্ষমা চাচ্ছি )
প্রত্যেক পরিবারে সন্তান এবং মা-বাবার সম্পর্ক হওয়া উচিত বন্ধু সুলভ
কারণ,আপনি যদি আপনার সন্তানের সাথে বন্ধু সম্পর্ক না রাখেন সে আপনার সাথে কিছু শেয়ার করতে চাইবে না।তার ছোট-বড় সব সমস্যা সে গোপন করতে চাইবে সে আপনাকে হয়ত ভয়ে না হয় যত্ন না পাওয়ার কারণে সে তার সমস্যা গুলো বলবে না আড়াল করবে এতে সে ভুগবে মানসিক সমস্যায় আর আপনি করবেন থাকে সন্দেহ।
পরিবারে ছোট বড় জঞ্জাল হতে থাকবে আস্তে আস্তে বৃহৎ আকার ধারন করবে।
আর যখন আপনার সন্তান সাথে আপনার সম্পর্কটা হবে বন্ধুর দেখবেন সে তার ছোট্ট যে কোন সমস্যা আপনার সাথে শেয়ার করছে এতে তার হতাশায় ভুগতে হচ্ছে না আপনিও তাকে সন্দেহ করছেন না।শুধু কি সমস্যা সে তার ভাল লাগা সব কিছু আপনার সাথে শেয়ার করছে।আপনার সন্তান আপনাকে তার সিদ্ধান্ত কথা জানাল আপনি দেখলেন না সঠিক নয় আপনি তাকে না শাসিয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝিয়ে বলুন দেখবেন সে আপনার কথার অবাদ্ধ হচ্ছে না।
আর সন্তাদের ও উচিত তাদের যত কঠিন সমস্যা হোক তা তাদের পরিবার মা-বাবা,ভাই-বোনদের সাথে শেয়ার করা।গোপন না করা পরিবার ছাড়া তোমাদের আর কোথায় নিরাপদ স্থান।তুমি তোমার পরিবার কাছ থেকে গোপন করলে তা তুমি জানো কিন্তু কোননা কোন কারণে তারা তা জানল বুঝে দেখ কতটা কষ্ট তারা পাবে কারণ তারা তোমার সুখের দুঃখের সমান অংশীধার।
আর সন্তারা তোমরা যে জিনিসটা তুমি তোমার পরিবারের সামনে করতে পারবে না ওইটা করার কোন যুক্তি নাই।
হ্যাঁ তুমি যদি মনে কর যে তুমি পারবে পরিবারের সামনে তা করতে তা হলে তুমি তা কর।আর তুমি এই ও জানো যে তোমার পরিবার তা মানতে পারবে তা হলে কর।
কিন্ত কখন কোন কিছু গোপন রাকবেনা পরিবারের কাছ থেকে কারণ এটায় তোমার নিরাপদ ও নির্ভর যোগ্য প্রতিষ্টান।
অভিবাবকরা যদি সন্তানের সমস্যার অংশ না হয়ে সমদানের অংশ হয় তা হলে আপনার সন্তান বর্তমানে এবং ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবে অনেক কম।
বর্ণহীন মানব
©somewhere in net ltd.