নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল না।

বর্ণহীন মানব

আমি কোন ধূপ কাটি নয়।

বর্ণহীন মানব › বিস্তারিত পোস্টঃ

আমি চিৎকার করে বলতে চাই কি পোষাক পরে যাবে ওই ছোট্ট ৬ বছরের শিশুটি ????

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

থু!!! থু!!! থু!!!

আমি পুরুষ জাতির মুখে থু মারি

যে সব পুরুষ পোশুর রূপ নিয়ে চলে

আমি সে সব পুরুষের কথা বলি

যারা নিজেকে নিয়ন্ত্রন করতে পারে না তাদের পুরুষত্বকে।

দিকার জানাই সে সব সমাজকে যারা ওই দিন বলে ছিল যে

মেয়েদের পোষাকের জন্য এই সব অপকর্ম ঘটছে।

আমি চিৎকার করে বলতে চাই কি পোষাক পরে যাবে

ওই ছোট্ট ৬ বছরের শিশুটি ????

তার কি দেখে ওই নরপশুর যৌনি অনিয়ন্ত্রিত হয়ে গেল ?

তার বুক কি জুলে ছিল ???

তার পাচা কি মাংসে দোল ছিল ????

নাকি ওই শিশুটি জানে যে পুরুষকে কি করে লোভ দেখানো যায় ????

জবাব দিন ???? জবাব দিন ????

হেই সুশিল সমাজ আজ তোমাদের লিখা লিখি কোথায় ?

আমরা কি পারি না ওই সব হিংস্র পোশুর চেয়ে খারাপ জানোয়ারদের

জিন্তা পুতে ফেলতে ???

পারি না পারি না তাদের প্রকাশ্যে শাস্তি দিতে ????

এই কয়েকটি পুশুর কারণে কেন আজ আমার বোনটা বাইরে জেতে ভয় পাই কেন সে পুরুষকে বিশ্বাস করতে ভয় পাই কেন সে নিজেকে এই পৃথিবীতে একটি নিরুপায় প্রানী মনে করে ????

এখন সময় আছে এই সব পুশু রুপি জানোয়ারদের মৃত্যদন্ডে দন্ডিত করার।

এমন শাস্তি হোক যে ধর্ষণের "ধ" দেখলে যেন ভয়ে কেপে উঠে পুরুষঅঙ্গ।

আর যে শুনতে না হয় ৬ বছরের শিশু ধর্ষণ করা হয়েছে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মোঃ আব্দুস সালাম বলেছেন: শিশুটিরতো কোন দোষ ছিলনা। শিশুটির পূর্ব মহিলারা পোষাক ছারা নেচে গেয়ে পুরুষত্বকে উন্মাদ করে দিয়েছিল। যার খেসারত দিল শিশুটি। তবে তারপরও অনেক কথা থাকে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

বর্ণহীন মানব বলেছেন: পুরুষত্বকে উন্মাদ ???
শিশুকে দিতে হবে তার খেসারত ???
এই রকম পুরুষত্বকে ফাঁসি দেওয়া দরকার

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: কেউ যদি অশালীন পোশাক পরিহিত দৃশ্য দেখে নিজেকে সংযত রাখতে না পারে তবে দোষটা তার নিজের। অযথা তখন পোশাক কে দায়ী করে অপরাধীকে শাস্তি পাওয়া থেকে রেহাই দেয়ার অশুভ প্রচেষ্টা । শালীন পোশাকের বিকল্প নেই তেমন দৃষ্টির নিয়ন্ত্রন রাখাটাও দায়ীত্ব ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট
দৃষ্টি ভঙ্গী বদলান জীবন বদলে যাবে এই স্লোগান হওয়া চাই

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: একজন পুরুষ হিসেবে লজ্জিত হই এমন ধ্বিক্কারজনক কুকির্তী দেখলে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান আপনি টিক বললেন

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

রাইসুল নয়ন বলেছেন: যৌনতা কে কন্ট্রোল করতে পারে না কুকুরে।।
ধর্ষণ যারা করে ওরা মানুষ রুপী পশু।।
চোখ দিয়েও মেয়েদের ধর্ষণ করে অনেক পুরুষ, এর এক মাত্র কারন মেয়েদের অশালীন পোশাক।।
আর অশালীন পোশাক পরা কোনও মেয়ে ধর্ষিত হয়না, হয় শালীন মেয়েরাই।।
ধর্ষণ প্রতিরোধে নারী পুরুষ সবাইকেই চেষ্টা করতে হবে।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

বর্ণহীন মানব বলেছেন: রাইসুল ভাই ছয় বছরের ওই ছোট্ট মেয়েটি কি এমন পোশাক পরবে যে তার ওই শরীর ডেকে রাখতে হবে ????
কি আছে এমন ওই মেয়ের শরীরে যা দেখে পুরুষের কাম রস নির্গত হবে।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

নিষ্পাপ কয়েদি বলেছেন: ছোট সাইজের বোরখা পরা উচিত ছিলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

বর্ণহীন মানব বলেছেন: এই রকম না করে পুরুষদের চোখ বেধে চলার আইন চালু করলে ভাল হত। না হয় কোন দিন নিজের মাকে করে বসে কে জানে

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

নাইট রিডার বলেছেন: মোঃ আব্দুস সালাম বলেছেন: শিশুটিরতো কোন দোষ ছিলনা। শিশুটির পূর্ব মহিলারা পোষাক ছারা নেচে গেয়ে পুরুষত্বকে উন্মাদ করে দিয়েছিল। যার খেসারত দিল শিশুটি। তবে তারপরও অনেক কথা থাকে।

ধর্ষণের জন্য যদি মেয়েদের পোষাক দায়ী হয় তাহলেতো আমরা সবাই গণ হারে ধর্ষণ শুরু করে দিব তাই না @ মোঃ আব্দুস সালাম । পোষাক দেখে বা পোষাক ছাড়া অন্য মহিলা দেখে উত্তেজিত হয়ে যদি শিশুকে ধর্ষণ করা আপনার কাছে যৌক্তিক মনে হয় তাহলে তো নিজের বোনকেও ধর্ষণ করা আপনার কাছে যৌক্তিক লাগবে। তাই ভাই ব্লগে সময় নষ্ট না করে কাজে?? নেমে যান।

আরে ছাগল, কোন মেয়ের পোষাক দেখে পুরুষত্ব জেগে উঠে কেউ যদি সেই মেয়েটাকেও রেপ করে সেটাও তো মহাপাপ, লিংগ কর্তন বা ফাঁসি এছাড়া আর কোন শাস্তি গ্রহনীয় না। আর তুই আসছিস শিশু ধর্ষণের সাফাই গাইতে। X(( X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.