![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কিছুদিন পর শুরু হবে আমাদের ভাষার প্রতি ভালবাসা দেখানো
পরবেই তো আগামী মাসতো বাংলা ভাষার মাস ফেব্রুয়ারী আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল কভার সব অ আ তে ভরিয়ে ফেলব।শুধু ফেব্রুয়ারীতে মনে পরে আমাদের ভাষার কথা।
আজ আমার এক ফেসবুক ফিমেল ফ্রেন্ড আমাকে চ্যাট বক্স হিন্দিতে উত্তর দিল আর আমি যখন বললাম কি বললেন আমি বুঝি নাই
সে আমাকে বলে কি বলেন আপনি হিন্দি বুঝেন না ?
আমি আর কি বলব আমি আধা শিক্ষিত একজন মানুষ হিন্দি কি করে বুঝি ?
মনে অনেক কষ্ট পাইলাম এই ভেবে যে আমাকে এই কথা জিজ্ঞাস করল সে একজন শিক্ষিত মেয়ে আর সে এবং আমি ২ জনই বাংলাদেশি।
কেন তার এই হিন্দি বলা লাগল ???????
বিশেষ করে আমাদের দেশের মেয়েরা সব না যারা একটু নিজেদের বেশি স্মার্ট মনে করে তারা নিজের ভাষায় কথা না বলে হিন্দিতে বলতে পছন্দ করে।
কেন সুন্দর বাংলা ভাষায় কথা বললে কি স্মার্ট মনে হয় না ????
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯
বর্ণহীন মানব বলেছেন: রিফাত ভাই ধন্যবাদ আপনাকে
জানা অব্যশয় দরকার যদি সে অন্য দেশ ভ্রমন করে তাহলে তার কাজে দিবে
তাই বলে দেশে ভাষাকে বাদ দিয়ে একজন দেশি মানুষের সাথে অন্য ভাষায় কথা বলা কেমন লাগে
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭
রাফা বলেছেন: আপনার বলা উচিত ছিলো সে হিব্রু বুঝে কিনা অথবা চাইনিজ?
যে নিজের ভাষাকে শ্রদ্ধা করেনা সে আর যাই হোক স্মার্ট কিংবা প্রকৃত শিক্ষিত নয়।
ধন্যবাদ
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪
বর্ণহীন মানব বলেছেন: রাফা আপনাকে ধন্যবাদ
আমিও তা বলি
কিন্তু তখন মাথায় এমন রক্ত চেপে ছিল কিছু বলতে পারি নাই
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫
দেশপ্রেমিক পোলা বলেছেন: হিন্দি বলে অজাতেরা জাতে উঠতে চায়। যারা নিজেদের অজাত বলে জানে তারা হিন্দি বলে জাহির করতে চায় আসলে তারা অজাত নয়।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ
দেশপ্রেমিক জী ভাই একদম মনের মত কথা বললেন
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
দি সুফি বলেছেন: আর বইলেন না ভাই, সুন্দরীদের (পড়ুন হিন্দি সিরিয়াল দেখা মেয়েদের) দৌড়, ফেসবুকে হিন্দী ফেলানো পর্যন্তই। এদের দিয়া আর কোনো কাজ হপে না।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩
বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ সুফি ভাই
হুম আর অনেক আছে যারা তাদের ওই সব সিরিয়াল এর নায়ক/নায়কার ছবি দিয়া থাকে ইচ্ছা করে গুস্টি শোদ্দে উধার করি ফেলি
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
নাঈম আহমেদ বলেছেন: আমি চীনে থাকি কিছুটা চাইনিজ বলতে পারি...।
আমার রুমমেট ইন্ডিয়ান আমার তো হিন্দির জাহাজ হয়ার কথা কিন্ত হের লগে ইংলিশ এ কথা বলি।কেউ হিন্দি বলতে আসলে বলি আমি বুঝিনা ইংলিশ এ বল
তামিল তেলেগু অনেকগুলো হেরা ত হিন্দিই বুঝে না
আর ক্লাসমেট আমার দেশের মাইয়া গুলা মনেহয় ইন্ডিয়া থেকে আইছে
হায়রে আমরা বাঙ্গালী... যে তামিল তেলেগু ইন্ডিয়ান হয়েও হিন্দি বলতে পারেনা আর আমরা হিন্দিতে ফটর ফটর করি।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই
জী ভাই অনেক ইন্ডিয়ান কেরেলা,মালবারি, হিন্দি কি বুঝও না
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
সালমা শারমিন বলেছেন: ভাই, আমিও আমার ফ্রেন্ড দের সাথে এমন অনেক প্রবলেম এ পড়ছি। আমি যখন বলতে পারতাম না অথবা বুঝতাম না, ওরা আমআকে নিয়ে হাসতো। মনে মনে একটু দ্বিধা লাগতো কিন্তু তারপরও কখনোও শেখার ইচ্ছা হয়নি। তাই ওরা আমাকে বলতো পারিসনা তাই বল।
বড়ই অদ্ভুত অনুভব করতাল এই কথাটা শুনে। মাঝে মাঝে লজ্জাও লাগতো না যে তা কিন্তু না।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ শারমিন আপু
হিন্দি পারতে হবে এমন কিছু না আমার এক ফ্রেন্ড সে খুব ভাল হিন্দি পারে কিন্তু ইচ্ছা করে সে ভাল বলে না এই নিয়ে এক ইন্ডিয়ান সাথে তার কথাকাটি হয় ওই ইন্ডিয়ান বলে তুমি হিন্দি পার না কি বল তুমি (একটু অহংকার করে) আর আমার ফ্রেন্ড সে ইংলিশে উত্তর দিল হিন্দি আমার মায়ের ভাষা না যা আমকে ভাল জানতে হবে আর আপনার যদি ইচ্ছা হয় ইংলিশে বল ?
লোক তো পুরা ত হয়ে গেছে।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
পাড়ার চায়ের দোকান বলেছেন: একটা তামিলের যে পরিমান আত্মসম্মান আছে, বাঙালি নামক চুতমারানী জাতির তার বিন্দুমাত্র নাই। ভারতের ভিতরে থেকে তামিলরা হিন্দিরে তাদের রাজ্যে নিষিদ্ধ করে আর স্বাধীন বাংলাদেশ বানিয়ে বাঙ্গালিরা হিন্দি চুদায়।
আসলেই চুতমারানি জাতি আমরা।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
বর্ণহীন মানব বলেছেন: জী ভাই
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
রামিজের ডিপফ্রিজ বলেছেন: আসলে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষদের অন্যের ভাষা নিয়ে একটা মোহ আছে।
ব্রিটিশ আমলে শুনেছি দুজন বাঙালী অনেক সময়ই একে অপরকে ইংরেজীতে চিঠি লিখত।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু সম্পর্কে তো গান্ধীজি একবার বলেই ফেলেছিলেন "নেহরু ভারতীয় যতটা ব্রিটিশ তার চেয়ে বেশী। ভারতীয়দের চেয়ে ইংরেজদের সাহচর্যেই তিনি বেশি স্বস্তিবোধ করেন।"
এখনও দেখুন, এমন অনেকেই খুজে পাবেন যারা হিন্দির বিরোধিতায় আকাশ বাতাস কাপিয়ে ফেলে অথচ ইংরেজি ভাল বলতে পারার ওপর অহেতুক জোর দেয়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ রামিজ ভাই টিক বললেন
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
রিফাত হোসেন বলেছেন: সব দেশেই ...
যাই হোক.. অনেকে ফ্রেঞ্চ, ইটালিয়ান, আরবী , হিন্দী , ইংরেজী,রাশান, চাইনিজ, জাপানীজ, স্পানিশ বলে স্টাইল মারে । তবে বিডিতে একটু বেশীই । তবে বেশী কুল হতে চায় । তাদের দৌড় হিন্দী ও ইংরেজীতেই ,,
আরও কয়েক ভাষায় দিক্ষীত হলে ....