![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরুতে মাননীয় প্রধামন্ত্রীকে ধন্যবাদ জানাই
গতকিছু দিন আগে উনার একটা কথা শুনে ভাল লাগল
“দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল”
ছাত্রলীগ প্রশঙ্গে প্রধানমন্ত্রী এই কথা বলা তা অবশ্যয় আর আগে বলা উচিত ছিল যাক হোক উনার এই কথাতে মনে অনেকটা শান্তি আসল
এই বার আমাদের আর একটা রাজনিতি দলের প্রশঙ্গে আসি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
বাংলাদেশ জামাতী ইসলাম
আমার মতে তাদের এই ইসলাম কথা উঠিয়ে নেওয়া দরকার
ইসলাম মানে শান্তি
ইসলাম মানে নিরাপদ একটা বাসস্থান
যা আমি এবং আমার মত ইসলাম ভিরু মানুষরা মনে প্রাণে বিশ্বাস করি।
আগে আমিও মনে করতাম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এরা ইসলামের জন্য কাজ করে,ইসলামিক কাজ করে হয়ত তাদের মুল নেতারা অপরাধী অতিতে তাদের অপরাধ ছিল কিন্ত সংগঠনটা ইসলামের জন্য কাজ করে আমার মত ধর্মভিরুরা মনে করতাম।
আসলে কি তারা তা করে ????
না করে না
ইসলাম বলে নাই অন্য সম্পদ নষ্ট করতে
ইসলাম বলে নাই দেশের সম্পদ নষ্ট করতে
বর্তমানে যা করছে এতে কোন সন্দহ নাই যে তারা ক্ষমতার লোভ করে না
ছাত্রলীগে সন্ত্রাস আছে আমরা সবাই জানি তাই তাদের তেকে আমরা অনেক নিরাপদ তাকি জানি তাদের সন্ত্রাস আছে
কিন্তু ছাত্রশিবিরে কি নাই আছে তাদের গুলো গোপন করে পোষে যা গত দুই দিনে দেখিয়ে দিল তাদের সন্ত্রাসি কর্মকান্ড।
তাই বলি যদি সন্ত্রাসী, ক্ষমতার লোভ নিয়ে রাজনিতি কর তা হলে ইসলাম নামটা সরিয়ে কর।
আমার মত অনেক ইসলাম ও ধর্ম ভিরু মানুষ রেহায় পাবে এই মিথ্যা সংগঠন থেকে।
প্রকাশ্য শত্রু ভাল
তোষামোদি বন্ধুর চেয়ে
জাতির কাছে অনুরোধ জামায়াত থেকে ইসলাম না হয় পুরো দলটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের রাজনিতি থেকে
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
বর্ণহীন মানব বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা জানবেন।।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
বর্ণহীন মানব বলেছেন: বুঝলাম না ???
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লেখা । জামায়াত থেকে ইসলাম না হয় পুরো দলটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের রাজনিতি থেকে।