নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল না।

বর্ণহীন মানব

আমি কোন ধূপ কাটি নয়।

বর্ণহীন মানব › বিস্তারিত পোস্টঃ

আমি জানি না কারা দেশের পক্ষে ???????????????????????????????

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

বয়স তখন ৭ কি ৮ হবে আমার অনেক কিছু বুঝতে শিখেছি

চার পাশ থেকে শুনছি মানুষকে মারছে পুশুর মত করে

বাধ পড়ছেনা শিশু বৃদ্ধ কেউ

নারীদের ধরে নিয়ে গিয়ে করছে ধর্ষণ



আমাদের পরিবারে আমি মা-বাবা আর আমার এক মাত্র বোন

অনেক হাসি খুশি চলছিল আমাদের সংসার বুবু মনে তখন ক্লাস নাইন পড়ছে। বলতে গেলে পুর্ণ যুবতি একটা মেয়ে।বুবু বয়স ১৩/১৪ হয়েছিল।



যুদ্ধ চলছে সারাদেশে দিন যত যাচ্ছে দেশের অবস্থা খারাপ হচ্ছে বাবা প্রতিদিন বাসায় আসে বলছে।বিকালে বাবার বন্ধুরা আচ্ছে খবর শুনছে আর দেশের পরিস্থতি নিয়ে আলোচনা করছে।বাবাদের মুখে শুনেছি আমাদের দেশেকে রক্ষা করতে অনেক দেশের পক্ষে যুদ্ধ করছে শুনে মনে মনে আমি ভাবতে থাকি আমিও যদি করতে পারতাম যুদ্ধ কিন্তু আমার বয়স কম বাসা থেকে যেতে দিবে না। আবার নাকি দেশের অনেক লোক আছে যারা চাই না দেশ স্বাধীন হোক তাদের নাম নাকি রাজাকার বুঝতে পারছিলাম না কারা ভাল যারা আমাদের দেশের পক্ষ হয়ে যুদ্ধ করছে তারা নাকি যারা এই যুদ্ধে পাকিস্তানিদের সাহায্য করছে তারা।



বাবাকে দেখতাম যারা দেশের জন্য যুদ্ধ করছে তাদের সাহায্য করতে অনেক সময় বাবার বন্ধুদের টাকা পয়সা দিতে দেখি।

তখনো জানি না বাবা কি টিক কাজটি করছে কি না।

একদিন আমরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়লাম রাতে

রাত ১২টা কি ১ টা হবে হঠাৎ দরজার টোকার শব্দ অনেক জোরে জোরে



বাবা ভিতর থেকে জিজ্ঞাস করল কে ???

বলল আমি! কন্ঠটা আমাদের পাশের মসজ্জিদের ঈমাম সাহেবর

বাবা দরজা খোলতে বাবার বুকে গুলি চালালো ওই মসজিদের ঈমাম এবং তার সাথী। বলে ব্যাটা ভারতের দালাল দেশের শত্রুদের সাহয্য করে আমাদের কাছ তেকে লুকিয়ে লুকিয়ে যা এই বার সাহায্য জাহান্নামে গিয়ে।

তার আমার মা চিৎকার করে কান্না করছিল মা রুমে গিয়ে মাকে ওরা শেষ করে দিল। আমি ভয়ে লুকিয়ে পরি আলমারির চিপাই।তারা এদিক সেদিক দেখে পাশের ঘরে ডুকে পড়ল সেখানে ছিল আমার একমাত্র বোন হঠাৎ শুনছি আমার বোনের চিৎকার আর আর্তনাথ বলছে সে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও না হয় গুলি করে মারো আমকে এই ভাবে আর শাস্তি দিও না ওরা ছিল আমাদের এলাকার মৌলানা সাহেবের দলের লোখ জন একজন একজন যাচ্ছে আর আমার বোনের কান্নার চিৎকার !!!!!!!!!!!!!

তারা সবাই ওই দিন আমাকে বুঝিয়ে গেল কারা দেশের ভাল জন্য কাজ করে ছিল আর কারা দেশের মানুষের বিপক্ষে

তারা বুঝিয়ে গেল ধর্ষণ কি !!!!!!!!!

একজন সন্তানের সামনে মা-বাবার মৃত্য কি !!

একজন ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ কি !!





আজ যারা তাদের পক্ষ হয়ে হরতাল করছে তাদের পক্ষ হয়ে

তাদের মুক্তির জন্য মিছিল করছে তাদের দেখে আমার মনে পড়ে আমার সেদিন গঠে যাওয়া গঠনা গুলি

মনে পড়ে যায় আমার বোনের কান্নার চিৎকার !!!!!!!!

আজও কি আমি পাবো না আমার মা-বাবার হত্যা কারিদের বিচার

আমি কি পাবো না আমার বোনকে ধর্ষণের পর যারা হত্যা করেছিল তাদের বিচার ??????????????????????????

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮

মরু বালক বলেছেন: .
.
.
.
চাপাতির আঘাতে আজ মানুষ পাঙ্গাস মাছ,
একটু নড়ে চড়ে ই কাইত :#>
.......
যে বিড়াল কখনো কচু পাতা খেত না......
সেই আজ কচু পাতা খাওয়ার আবদার করে !!!!!!!


আফসোস ....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

বর্ণহীন মানব বলেছেন: ভাই ছাগুদের পক্ষে বলিনাই তাই

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

আরজু পনি বলেছেন:

লেখাটিকি আপনার নিজের? কেমন যেন মনে হচ্ছে ফেসবুকের কোন গ্রুপে দেখেছি লেখাটা!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

বর্ণহীন মানব বলেছেন: জী ভাই ১০০ ভাগ আমার
ফেসবুকে ভাই কপি করে দিছে কেউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.