![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল তো দেশ প্রেম বলতে বিশেষ কিছু দিনে লাল সবুজের,সাদা কালো, কিংবা বাহারি রঙের পোশাক পড়া,বিশেষ কিছু দিনে দেশী কিছু খাবার রান্না করা,বিভিন্ন স্মৃতি স্থাম্ভ গিয়ে ফুল দেওয়া,মাইকে জোরে জোরে গলা ফাঠানো,প্রেমিক প্রেমিকারা স্বাধীন ভাবে ঘুরা,রাস্তায় রাস্তায় দল ভেদে মিছিল করা,আরো কিছু মানুষের দেশ প্রেম বলতে বিশেষ সে দিন গুলোতে বন্ধু বান্ধব নিয়ে হোটেল কিংবা ক্লাবে মদের আসর করা,দেশের ইতিহাস নিয়ে লোক দেখানো কিছু অনুষ্টান করা,আমাদের মত নতুন প্রজম্নের তো আরো ভয়াবহ রকম দেশ প্রেম,আমরা দেশ প্রেম তো বুঝি সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে নিজের ছবি বদলিয়ে দেশের ছবি লাগানোকে।
দেশ প্রেম আসলে কি ?
এই যে কিছু দিন আগে বগুড়ার মসজিদে গুলি করে মুয়াজিমকে হত্যা করলো এটাকি ?
তারও আগে খ্রিস্টান জাজদের মারবে বলে হুমকি দিল সেটা কি ?
হিন্দুদের মন্দির আর প্রতিমা ভাঙ্গাকে বলে ?
নাকি বৌদ্ধদের ধর্ম শালায় ভাংচুর কে বলে ?
দেশ প্রেম কি ?
আওয়ামীলীগকে সমর্থন করা ?
বি এন পি কে সমর্থন করা ?
জামায়াত কে সমর্থন করা ?
নাকি বাম দোল গুলো কে অনুসরন করা ?
দেশ প্রেম কি ?
ক্ষমতা ধরে রাখা ? নাকি ক্ষমতায় আসার জন্য মানুষ মারা ?
দেশ প্রেম কি ?
দিন মজুরদের গায়ে হাত তুলা ?
অসহায় মানুষদের ঠকানো ?
নাকি নিরহ মানুষ গুলোকে হয়রানি করা ?
নাকি প্রভাব শালিদের চামচামি করা ?
আসলে দেশ প্রেম কি ?
আমি মনে করি ধর্ম কর্ম বাদ,কে কি রাজনীতি করে তাও বাদ,
সব কিছু বাদ দিয়ে শুধু একটু ভাল চিন্তা করা।
"দেশ প্রেম বলতে মানুষের ভালোর জন্য করা কাজকে দেশ প্রেম বলা"
©somewhere in net ltd.