নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল না।

বর্ণহীন মানব

আমি কোন ধূপ কাটি নয়।

বর্ণহীন মানব › বিস্তারিত পোস্টঃ

কী প্রয়োজন ছিল এই বিয়ের? আমি তো ভালো ছাত্রী ছিলাম

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭



রিমা তার চাচা মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে বড় আব্বা বলে ডাকতেন।

শোকাহত চাচা রিমার জবানিতে নিজের ও স্বজনদের কষ্টের কথা তুলে ধরেছেন-

বড় আব্বু! আমার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছো? নাহ্ কান্না নয়, দোয়া চাই। এখন কবরে পৃথিবীর আলো-বাতাস থেকে মুক্ত হয়ে খোলা মাঠে আমি খেলা করছি। খেলা থামিয়ে তোমার কান্নার শব্দ শুনে আবার কবরে এসে শুয়ে পড়লাম।

পৃথিবী আমাকে বাঁচতে দিলো না। কী প্রয়োজন ছিল এই বিয়ের? আমি তো ভালো ছাত্রী ছিলাম। তোমার ইচ্ছা পূরণ করে মাস্টার্সে ভালো ফল বয়ে এনে শিক্ষকতা করে তোমাদের মুখ উজ্জ্বল করার বাসনা আমার পূর্ণ হলো না।

পৃথিবী এতো স্বার্থপর যে, সব মানুষের আশা এখানে পূর্ণ হতে দেয় না। একটা না একটা বাধা নেমে আসে। আমি তো মা-বাবার কাছে বিয়ের কথা বলিনি। কেন আমাকে বিয়ে দেওয়া হলো? তাও একজন প্রবাসী ছেলের সঙ্গে। না পেলাম স্বামীর সুখ, না পূরণ হলো মনের আশা। মানুষের মনে অনেক সুপ্ত বাসনা থাকে। আমারও ছিল, কাউকে ব্যক্ত করিনি।

থাক, আজকেও তোমার কাছে ব্যক্ত করলাম না। পরকালে দেখা হলে একদিন খুলে বলবো।

মেয়েরা যখন গর্ভবতী হয়, তখন কতো সমস্যা থাকে। সব সমস্যার কথা মা-বাবাকে খুলে বলা যায় না। স্বামীও নেই, কাকে বলি? এটাকে বিয়ে বলা হলো কেন বুঝি না। অল্প সময়ের জন্য স্বামীকে কাছে পাওয়া, তারপর আবার দূরে চলে যাওয়া- এর নাম কি বিয়ে? বাবার সংসারে এসে সময় কাটানোর নাম কি বিয়ে? আমি এত্তো বোঝা ছিলাম যে, আমাকে বিদায় করার জন্য স্বার্থপরেরা এক হয়ে এ কাজ করলেন?

বড় আব্বা! আমার জন্য কোনো দুঃখ করো না। আমি এখানে ভালোই আছি। তুমি শুধু নেই, নেই মা-বাবা। মাঝে মধ্যে স্বপ্নে এসে হাজির হলে বিরক্ত হবে না তো? তুমি তো একটুতেই নার্ভাস হয়ে যাও। আমি এলে নার্ভাস হয়ো না। তোমাকে দেখতেই শুধু আসবো। তুমিই আমাদের গর্ব, তুমি আমাদের সম্বল।
পৃথিবীর ডাক্তারগুলো যেন কেমন! আমার পেট ওপেন করে সেলাই না দিয়েই আরেক রোগী দেখতে ভোঁ-দৌড়। নার্স কি সেলাই করবেন, না আমার রক্তক্ষরণ বন্ধ করবেন? নার্স কি অক্সটার্জিন ব্যবহার করতে জানেন?

আমার রক্তে আমি যখন গোসল করছি, ওই সময় কে একজন এসে আমার বাচ্চাকে দুধ খাওয়াতে চেষ্টা করছেন। তখন আমার প্রাণ ওষ্ঠাগত। চোখ ভরে বাচ্চাকে দেখার সুযোগ হল না। কে একজন চাদর উল্টিয়ে টের পান, এখন আমার শরীরে আর রক্ত নেই। ওই সময় হাজার বোতল রক্ত দিলেও কিছুই হওয়ার নয়।

মৃত্যু যে এতো সুখের, তা আগে জানতাম না। আমি উড়ে যাচ্ছি মহাকাশে, কী আরাম, কী উপলব্ধি! এ আরাম ছেড়ে কি কেউ পৃথিবীর দিকে আসবে? আমি কিন্তু আসবো শুধু তোমাকে দেখতে।

আমার জন্য কেঁদো না, চোখের পানি মুছে ফেলো, না হলে আমার ক্ষতি হবে।

এখন আমি এক বাগান থেকে অন্য বাগানে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীতে শুধু স্বর্গের বর্ণনা শুনেছি। ওই বর্ণনা সঠিক নয়, স্বর্গ তার চেয়েও বেশি সুন্দর।
এই সৌন্দর্য উপলব্ধি করা থেকে আমাকে বিরত করো না। তুমি কাঁদলে আমার তো সবকিছু তছনছ হয়ে যায়। দোহাই বড় আব্বা, কেঁদো না, আমি ভালো আছি। এটাই ছিল আল্লাহ’র ইচ্ছা। এটাকে মেনে নাও। শান্ত হও। সবাই সুখে থাকো।

নুরুল ইসলাম বিএসসি: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীরিমা তার চাচা মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে বড় আব্বা বলে ডাকতেন।

শোকাহত চাচা রিমার জবানিতে নিজের ও স্বজনদের কষ্টের কথা তুলে ধরেছেন-

বড় আব্বু! আমার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছো? নাহ্ কান্না নয়, দোয়া চাই। এখন কবরে পৃথিবীর আলো-বাতাস থেকে মুক্ত হয়ে খোলা মাঠে আমি খেলা করছি। খেলা থামিয়ে তোমার কান্নার শব্দ শুনে আবার কবরে এসে শুয়ে পড়লাম।

পৃথিবী আমাকে বাঁচতে দিলো না। কী প্রয়োজন ছিল এই বিয়ের? আমি তো ভালো ছাত্রী ছিলাম। তোমার ইচ্ছা পূরণ করে মাস্টার্সে ভালো ফল বয়ে এনে শিক্ষকতা করে তোমাদের মুখ উজ্জ্বল করার বাসনা আমার পূর্ণ হলো না।

পৃথিবী এতো স্বার্থপর যে, সব মানুষের আশা এখানে পূর্ণ হতে দেয় না। একটা না একটা বাধা নেমে আসে। আমি তো মা-বাবার কাছে বিয়ের কথা বলিনি। কেন আমাকে বিয়ে দেওয়া হলো? তাও একজন প্রবাসী ছেলের সঙ্গে। না পেলাম স্বামীর সুখ, না পূরণ হলো মনের আশা। মানুষের মনে অনেক সুপ্ত বাসনা থাকে। আমারও ছিল, কাউকে ব্যক্ত করিনি।

থাক, আজকেও তোমার কাছে ব্যক্ত করলাম না। পরকালে দেখা হলে একদিন খুলে বলবো।

মেয়েরা যখন গর্ভবতী হয়, তখন কতো সমস্যা থাকে। সব সমস্যার কথা মা-বাবাকে খুলে বলা যায় না। স্বামীও নেই, কাকে বলি? এটাকে বিয়ে বলা হলো কেন বুঝি না। অল্প সময়ের জন্য স্বামীকে কাছে পাওয়া, তারপর আবার দূরে চলে যাওয়া- এর নাম কি বিয়ে? বাবার সংসারে এসে সময় কাটানোর নাম কি বিয়ে? আমি এত্তো বোঝা ছিলাম যে, আমাকে বিদায় করার জন্য স্বার্থপরেরা এক হয়ে এ কাজ করলেন?

বড় আব্বা! আমার জন্য কোনো দুঃখ করো না। আমি এখানে ভালোই আছি। তুমি শুধু নেই, নেই মা-বাবা। মাঝে মধ্যে স্বপ্নে এসে হাজির হলে বিরক্ত হবে না তো? তুমি তো একটুতেই নার্ভাস হয়ে যাও। আমি এলে নার্ভাস হয়ো না। তোমাকে দেখতেই শুধু আসবো। তুমিই আমাদের গর্ব, তুমি আমাদের সম্বল।
পৃথিবীর ডাক্তারগুলো যেন কেমন! আমার পেট ওপেন করে সেলাই না দিয়েই আরেক রোগী দেখতে ভোঁ-দৌড়। নার্স কি সেলাই করবেন, না আমার রক্তক্ষরণ বন্ধ করবেন? নার্স কি অক্সটার্জিন ব্যবহার করতে জানেন?

আমার রক্তে আমি যখন গোসল করছি, ওই সময় কে একজন এসে আমার বাচ্চাকে দুধ খাওয়াতে চেষ্টা করছেন। তখন আমার প্রাণ ওষ্ঠাগত। চোখ ভরে বাচ্চাকে দেখার সুযোগ হল না। কে একজন চাদর উল্টিয়ে টের পান, এখন আমার শরীরে আর রক্ত নেই। ওই সময় হাজার বোতল রক্ত দিলেও কিছুই হওয়ার নয়।

মৃত্যু যে এতো সুখের, তা আগে জানতাম না। আমি উড়ে যাচ্ছি মহাকাশে, কী আরাম, কী উপলব্ধি! এ আরাম ছেড়ে কি কেউ পৃথিবীর দিকে আসবে? আমি কিন্তু আসবো শুধু তোমাকে দেখতে।

আমার জন্য কেঁদো না, চোখের পানি মুছে ফেলো, না হলে আমার ক্ষতি হবে।

এখন আমি এক বাগান থেকে অন্য বাগানে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীতে শুধু স্বর্গের বর্ণনা শুনেছি। ওই বর্ণনা সঠিক নয়, স্বর্গ তার চেয়েও বেশি সুন্দর।
এই সৌন্দর্য উপলব্ধি করা থেকে আমাকে বিরত করো না। তুমি কাঁদলে আমার তো সবকিছু তছনছ হয়ে যায়। দোহাই বড় আব্বা, কেঁদো না, আমি ভালো আছি। এটাই ছিল আল্লাহ’র ইচ্ছা। এটাকে মেনে নাও। শান্ত হও। সবাই সুখে থাকো।

নুরুল ইসলাম বিএসসি: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

আনু মোল্লাহ বলেছেন: মর্মান্তিক!

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

বর্ণহীন মানব বলেছেন: বয়সটা অল্প :(

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

বর্ণহীন মানব বলেছেন: জ্বী

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

কাউন্টার নিশাচর বলেছেন: ঘটনাই তো বুঝলাম না

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

বর্ণহীন মানব বলেছেন: Click This Link

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

বর্ণহীন মানব বলেছেন: Click This Link

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

খোলা মনের কথা বলেছেন: সত্যিই মর্মান্তিক ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

বর্ণহীন মানব বলেছেন: হুম... :(

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

ধমনী বলেছেন: উফফ...

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

বর্ণহীন মানব বলেছেন: :'(

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:

পোস্টটা দু'বার এসেছে।

কষ্টে চোখে পানি চলে আসছে !

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

বর্ণহীন মানব বলেছেন: যদি তারা আমাদের এই কষ্টটুকু বুঝতো... :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.