![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘে ঢাকা আকাশ কি অপরূপ, বৃষ্টি ঝরালে ভাল লাগে খুব। আড়ালে-আবডালে, যদি হয় রাতে, চাঁদ মামা ডাকে।
১১ জুলাই ২০১৩ (বৃহস্পতিবার) আমি বাড়ি থেকে ঢাকায় এসেছি ছোট আপার বাসায় ঢুকেই আর কোন কথা নাই সোজা একটা কড়া গোসল দিলাম। বাসায় কেউ নেই দুলাভাই অফিসে আপা কলেজে আমি একাই। আমার আবার একটা বদভ্যাস গোসলের পর ক্ষুধা লাগে। যথারিতি আমি প্রচন্ড ক্ষুধার্ত, ফ্রিজের উপর দেখলাম নাদুস-নুদুশ কলাগুলো আমার দিকে তাকিয়ে আছে। ভাবলাম বেশ বেশ দুপুরের খাবারের আগে একটা হয়ে যাক। কলা খেতে খেতে রান্না ঘড়ে গেলাম কোন খাবার নেই ভাবলাম ফ্রিজে আছে নিশ্চই ফ্রিজ খুলেই.........আরে এইটা কি হইল আজ যে ১লা রমজান ততক্ষণে কলা পুরোই শেষ।
এরকম ভার্সনের ভুল আজ একবার হলে খারাপ হতোনা।
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৯
ইমরুল_কায়েস বলেছেন: নিজেকে বললেন নাকি আমাকে বুঝা গেলনা। আমিতো সদাই সতর্ক তবুও হয়ে গেসল কি করা
২| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৬
ডরোথী সুমী বলেছেন: ব্যাপার না মানুষ মাত্রই ভুল হয়। আমি নিজেও ভয়ে থাকি রাস্তা ঘাটে ভুল করে কিছু খেয়ে ফেলি কিনা! ভাল থাকুন।
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৪
ইমরুল_কায়েস বলেছেন: মানুষ মাত্রই ভুল, তবে কিছু ভুল শাপেবর হয়ে যায়
। আপনিও খুব আনন্দে থাকুন।
৩| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৭
মদন বলেছেন:
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬
ইমরুল_কায়েস বলেছেন: আপনার হাতে ওটা কি??
৪| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭
ইমরুল_কায়েস বলেছেন:
৫| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
লেখোয়াড় বলেছেন:
নতুন পোস্ট দেন।
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
ইমরুল_কায়েস বলেছেন: ঠিক আছে দিলাম
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ....... সর্তক থাকতে হবে