নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...............................................................

ইমরুল_কায়েস

মেঘে ঢাকা আকাশ কি অপরূপ, বৃষ্টি ঝরালে ভাল লাগে খুব। আড়ালে-আবডালে, যদি হয় রাতে, চাঁদ মামা ডাকে।

ইমরুল_কায়েস › বিস্তারিত পোস্টঃ

আজ অ্যাপিলহীনরা ধর্ষিত

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

বলার মত কিছু খুজে পাইনা। জনগণের যে অধিকারের জন্য মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তা আজ পদে পদে পদদলিত। চেতনা আজ শুধু ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার জন্য উন্মোচিত। দেশে মাত্র একজন দেশপ্রেমিক আছেন বাকি সবাই টাকায় বিকোয়। সত্যি সেলুকাস। সকালে ঘুম থেকে উঠি একজন প্রতারিতের মন নিয়ে।



টয়লেট টিস্যু কি জিনিস তা সবাই জানে। তবু আবার বলি, এটি নোংরা দূর করে শরীর পবিত্র করার কাজে ব্যাবহার করা হয়। তারপর ছুঁড়ে ফেলা হয় কারন তার আর অ্যাপিল থাকে না। আজ শোনা যাচ্ছে মঞ্চে অধিষ্ঠিতদের অ্যাপিল নাই। মানুষ গুলোর জন্য করুণা হয়। তাদেরকেও নোংরা দূর করার পর ছুঁড়ে ফেলা হল কারন অ্যাপিল নাই। আরেকটা ঢ়ুড় উপমা ব্যাবহার করা যায়, জানিনা কে কিভাবে নেবে কিন্তু আমার কাছে ব্যতিক্রম মনে হয়নি। সমাজে কিছু নষ্ট মানুষ আছে যারা জৈবিক তাড়নায় সেঞ্চুরি পালন করেন তারপর ছুঁড়ে ফেলে দেন, যাকে ছুঁড়ে ফেলা হয় সমাজ তাকে ধর্ষিতা ডাকে। আজ অ্যাপিলহীনরা ধর্ষিত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০১

জুপিটার মুহাইমিন বলেছেন: ............... :( :( :( :(

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২

খেলাঘর বলেছেন:



তাজুদ্দিন সাহেবের ভুলের জন্য মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশকে সাহায্য করতে পারেননি; না হয় আজ দেশ ও জাতি অনেক ভালো থাকতো।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.