![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে, তারপর সেই মানুষটিকে বেশি ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
মানুষের জীবনের লক্ষ্য হবে মাত্র একটি’ আর তা হবে অভিন্ন, অবিভাজ্য চূড়ান্ত এবং নিরঙ্কুশ। চূড়ার পর যেমন পাহাড়-পবর্ত নেই, মোহনার পর যেমন নদী নেই, দেশের সীমান্তের পর যেমন দেশের ভূমি নেই, শেষের পর যেমন অবশেষ নেই, ঠিক তেমনি জীবনের লক্ষ্যের পর আর জীবন নেই। জীবনের লক্ষ্য কখনো দিক পরিবর্তন করে না। লক্ষ্য হাসিল হলো কিনা তার হিসাব নিকাশ দুনিয়া থেকে শেষ বিদায়েই বিদায় হয়ে যায়। জীবনের চূড়ান্ত লক্ষ্য হাসিলের যেখানে নিষ্পত্তি হয়, তার আগের যত তৎপরতা, যত কর্মসূচি, উদ্দেশ্য আর দৌড়াদৌড়ি, সবই লক্ষ্যের উপলক্ষ্যের সামিল এবং সবই হতে হয় লক্ষ্য কেন্দ্রিক।
©somewhere in net ltd.