| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাড্ডা
নাম:- ইকবাল জিল্লুল মজিদপেশা:- চাকুরী ও চিকিৎসা পেশার সাথে জড়িতহবি:- সমাজ উন্নয়ন মূলক কাজে নিয়মিত অংশ নেওয়া, প্রতিদিন কিছু বিষয় ভিত্তিক লিখা,নিয়মীত মেডিটেশন করা
সম্মানিত পাঠক বৃন্দের দৃষ্টি আর্কষণ করছি। বাংলাদেশে ব্যাপক প্রচলিত হোমিও চিকিৎসা নিয়ে এই লেখার প্রথম অংশ।
মানুষ তার মেধাকে কাজে লাগিয়ে দিন দিন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করছে। হোমিওপ্যাথি চিকিৎসার জনক স্যামুয়েল হ্যানিম্যান এই পদ্বতির জনক। এই চিকিৎসা পদ্বতি আমাদেরকে যে শিক্ষা দেয় তাহলো হোমিওপ্যাথি রোগের নয়,রোগীর চিকিৎসা করে।
মেডিসিন যেমন রোগ নিরাময় করে তেমনি রোগ সৃষ্টিও করে। হোমিও মেডিসিন অন্ত্যত সুক্ষ মাত্রায় শরীরের পারমানবিক লেবেলে কাজ করে বিধায় মেডিসিন প্রয়োগে চিকিৎসকে খুবই সর্তক দৃষ্টি রাখতে হয়।
শুধু সুনির্বাচিত মেডিসিন হইলেই কোনও মেডিসিন রোগ দূর করতে পারে না, যদি তাহার মাত্রা উপযুক্তরুপে ক্ষুদ্র না হয়। উপকারী মেডিসিন ও অতিরিক্ত মাত্রায় অপকার করতে পারে।
হ্যানিম্যান মেডিসিনের মাত্রা এবং শক্তিকে সবসবময় আলাদাভাবে উল্লেখ করেছেন।
হোমিও মেডিসিন অনেক কঠিন পীড়ার উপশম করে যদি সঠিক মেডিসিন ও মাত্রা,শক্তি প্রয়োগ করা হয়। সেটা যদি ক্যানসার ও হয়।
হোমিও চিকিৎসক দের প্রতি সম্মান রেখে বলছি, আমাদেরকে প্রচুর পড়াশুনা করা উচিত। চিকিৎসা কোন হেলা ফেলা বিষয় নয়। প্রত্যক চিকিৎসকে হোমিও নিয়মনীতি, অর্গ্যানন অব মেডিসিন, হোমিও মেডিসিন ব্যাপক ভাবে পড়া দরকার।
বর্তমানে সারা বিশ্বে হোমিওচিকিৎসা ব্যাপক ভাবে মানুষ নিচ্ছে। বিশ্বে এই চিকিৎসা নিয়ে ব্যাপক গবেষণাধর্মী কাজ ও হচ্ছে।
সর্বশেষে একটা বিষয় বলতে চাই এই চিকিৎসা মেডিসিন প্রয়োগের বেলায় একবারে মাত্র একটি মেডিসিন প্রয়োগ করে। আজকাল অনেকই দেখা যায় একসাথে একর অধিক মিডিসিন প্রয়োগ করেন যাহা হোমিও নীতি বিরুদ্ধ।
২|
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
মদন বলেছেন: সর্বশেষ পদ্ধতি কি ৫০সহস্রতমিক?
৩|
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
প্রতিদিন বলেছেন: ভাইজান আপনে কি আমার এক বন্ধুরে একটা বিষয়ে পরামর্শ দিতারেন? হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত। সম্ভব যদি হয় ব্লগেই আলাপ চলুক। সকলে উপকৃত হবে। কী বলেন?
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
রাড্ডা বলেছেন:
বিষয়টি পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
হোমিও বিষয়ে আপনার জানার বিষয়ে আমাকে লিখে পাঠান আমি চেষ্টা করবো পরামর্শ দেওয়ার। ধন্যবাদ।
৪|
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১
ভেংচুক বলেছেন: বালা বালা
৫|
১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৩
আট আনা বলেছেন: ভাই, আমার মাথার চুল পইরা যাইতেছে। ঠেকানোর কোন উপায় আছে ? উল্লেখ্য আমার বাপের টাক আছে, বড় ভাইয়েরো আছে, মামা-নানা ও টাক আছে। ![]()
৬|
১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৫
আশীফ এন্তাজ রবি বলেছেন: হোমিওপ্যাথি সম্পর্কে একটি ছোট্ট কিন্তু পূণাঙ্গ ধারণা পেতে এই লেখাটি পড়ুন...আপনার কাজে আসবে
Click This Link
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
বিপ্লব কান্তি বলেছেন: আপনি কোথায় বসেন ?