| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাড্ডা
নাম:- ইকবাল জিল্লুল মজিদপেশা:- চাকুরী ও চিকিৎসা পেশার সাথে জড়িতহবি:- সমাজ উন্নয়ন মূলক কাজে নিয়মিত অংশ নেওয়া, প্রতিদিন কিছু বিষয় ভিত্তিক লিখা,নিয়মীত মেডিটেশন করা
ইকবাল জিল্লুল মজিদ
তারিখ: ৮.১২.২৫
জীবনের পথে আমরা অনেক পরিচয় অর্জন করতে পারি—পদ, সম্মান, জ্ঞান, সাফল্য—সবই ক্ষণস্থায়ী, সবই সময়ের স্রোতে বিলীন হয়ে যায়। কিন্তু একটিই পরিচয় আছে যা মহাবিশ্বের গভীরতম নীরবতায়ও টিকে থাকে, আর তা হলো ভালো মানুষ হওয়া।
আমি উপলব্ধি করি—
মানুষ হওয়া কোনো অর্জন নয়, এটি এক ধরনের প্রদাহীন আলো, যা আত্মার গভীরে জ্বলে থাকে। পৃথিবীর সব চাওয়া-পাওয়া মিলিয়ে যে আলো নিভে যায়, হৃদয়ের সৌন্দর্য সেই আলোকে আবার জন্ম দেয়। কারণ একজন ভালো মানুষের স্পর্শে কেবল মানুষ বদলায় না—সময় বদলায়, পরিবেশ বদলায়, এমনকি সৃষ্টির নীরব ভারসাম্যও বদলে যায়।
আমরা কে, কী হলাম—তা জীবনের বড় সত্য নয়।
সত্য হলো—আমাদের ভেতরের মানুষ কতটা আলোকিত, কতটা নম্র, কতটা দয়ালু।
আজ আমি নিজের জীবনের সত্যকে এভাবেই অনুভব করি—
জীবনের প্রতিটি পথ আমাকে অনেক কিছু হওয়ার সুযোগ দেবে, কিন্তু আমার আত্মা যেন কখনো ভুলে না যায়:
যা-ই হই না কেন, সর্বপ্রথম আমাকে একজন ভালো মানুষই হতে হবে।
এটাই আমার পথ, আমার নীরব প্রতিজ্ঞা, আমার আধ্যাত্মিক পরিচয়।
২|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: এই সমাজে কেউ 'মানুষ' হতে চায় না।
সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ব্যবসায়ী হতে চায়। কিন্তু কেউ মানুষ হতে চায় না। সমস্যা এখানেই। বাবা মায়ের বুঝা উচিৎ ছেলেমেয়েকে আগে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। কারণ একজন ভালো মানুষ- জীবনে অনেক কিছু হতে পারবে না। আর সে যদি ভালো মানুষ না হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি?
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০০
জেন একাত্তর বলেছেন:
ভলো মানুষের ডেফিনেশন?