![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোজা কথায় বলি। আমি একজন মুসলিম। আপনি যে কোন ধর্মের হতে পারেন। আপনি যদি আমাকে আপনার ধর্মে দাওয়াত দিতে চান তাহলে আপনার ধর্মের গুনকীর্তনের মাধ্যমে, আপনার ধর্মের মহিমা বর্ণনা করার মাধ্যমে আমাকে দাওয়াত দিন। কি কি কারনে আপনার ধর্ম ভালো তা বলুন। কিন্তু আমার ধর্মকে দয়া করে আক্রমন করবেন না।
একইভাবে যারা মুসলিম আছেন, তারা অন্যকে ইসলাম ধর্মে দাওয়াত দিতে চাইলে ইসলামের গুনকীর্তন ও মহিমা বর্ণনার মাধ্যমে দাওয়াত দিন। অন্য ধর্মকে কটাক্ষ করে নয়।
কেউ কারো ধর্মকে কটাক্ষ করবেন না প্লিজ। কারো ধর্মীয় নবী-রাসুল, দেব-দেবীকে কটাক্ষ করবেন না প্লিজ।
আর যারা অবিশ্বাসী, তারা নিশ্চয় কিছু একটা বুঝেই অবিশ্বাসী হয়েছেন। আপনার বুঝ আপনার মাঝেই রাখুন। অন্যকে বোঝানোর চেষ্টা করবেন না। গালিগালাজ ও কটাক্ষ বন্ধ করুন।
অসাম্প্রদায়িকতা মানে সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান। অসাম্প্রদায়িকতা মানে সংখ্যাগুরু হয়ে সংখ্যালঘুকে আক্রমন বা কটাক্ষ নয়। আবার অসাম্প্রদায়িকতা মানে সংখ্যালঘু হয়ে সংখ্যাগুরুকে আক্রমন বা কটাক্ষ নয়।
নাস্তিকতা আস্তিকতা নিয়ে বেশী বাড়াবাড়ি মনে হচ্ছে। দয়া করে লিমিট ক্রস করবেন না। বেশী দেরী হয়ে যাবার আগেই আপনার লাগাম টেনে ধরুন। সুস্থ মানসিকতার পরিচয় দিন।
ধন্যবাদ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ইসপাত কঠিন বলেছেন: আমরা অবশ্যই তা বিশ্বাস করি। আপনি, আমি বা যে কেউ ভুল করে থাকলে আল্লাহ তার বিচার করবেন। তাবলে আমরা যেন কারো মনে কষ্ট না দেই।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
তামীম বলছি বলেছেন: সহমত। ধর্মীয় মৌলবাদ এবং নাস্তিক মৌলবাদ - দুই পক্ষই শান্তি বিনষ্টকারী।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
ইসপাত কঠিন বলেছেন: ধর্মীয় মৌলবাদ এবং নাস্তিক মৌলবাদ - দুই পক্ষই শান্তি বিনষ্টকারী।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মাহির কাবির বলেছেন: moilobadir songa ami janina,pls ek2 bolen
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ইসপাত কঠিন বলেছেন: ধর্মকে ঠিকমত না জেনেই অতি বাড়াবাড়ি যারা করে।
আমার যদি কোন বিষয়ে কোন সন্দেহের উদ্রেক হয়, অনেক রেফারেন্স আছে তা পড়াশুনা করবো। কিন্তু কোন সন্দেহ নিয়ে কোন ভার্ডিক্ট দিবো না। আমি ঠুস করে চরমপন্থায় যাবো না।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সাইদুল হক পাবেল বলেছেন: কেউ কারো ধর্মকে কটাক্ষ করবেন না প্লিজ। কারো ধর্মীয় নবী-রাসুল, দেব-দেবীকে কটাক্ষ করবেন না প্লিজ।
সহমত
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ। শান্তির জন্য এটা খুব জরুরী।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
ইকবাল পারভেজ বলেছেন: ভাই আমি আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত।
কিন্তু আমি আসলে আপনার কমেন্টের ব্যাপারে এই কমেন্টটি করছি। একজনের কমেন্টের ব্যাপারে আপনি বলছেন, মৌলবাদ মানে হচ্ছে ধর্ম নিয়ে অন্ধ বাড়াবাড়ি; কথাটা আসলে পুরোপুরি ঠিক নয়। মৌলবাদ বলতে যদিও যদিও সাধারণত ধর্মীও মৌলবাদকেই বোঝায়, কিন্তু অন্য কোন অন্ধ বিশ্বাস নিয়ে বাড়াবাড়িকেও কিন্তু মৌলবাদ বলে।
যাইহোক, আসলে অন্যের বিশ্বাসের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল হওয়া উচিত; সভ্যতা আমাদের এটাই শিখিয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
ইসপাত কঠিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমাকে শুধরে দেওয়ার জন্য।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: পুরোপুরি একমত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
মাকনুন মাহজুব বলেছেন: যারা অবিশ্বাসী, তারা নিশ্চয় কিছু একটা বুঝেই অবিশ্বাসী হয়েছেন...যে কেউ ভুল করে থাকলে আল্লাহ তার বিচার করবেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
ইসপাত কঠিন বলেছেন: আপনি কি একমত?
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
ব্ল্যাক স্পাইডার বলেছেন: সহমত
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ঠিক বলেছেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
একুশে২১ বলেছেন: একদম মনের কথা গুলো বলেছেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ। এই উপদেশ দেওয়া ছাড়া উপায় দেখছিলাম না। এই বিষয়টা ব্লগের পরিবেশটাকে নোংরা করছে।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
মুর্তজা হাসান খালিদ বলেছেন: সুন্দর কথাগুলোর জন্যে আপনাকে ধন্যবাদ ভাই !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
ইসপাত কঠিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
মুর্তজা হাসান খালিদ বলেছেন: ইসলাম তো অন্য ধর্ম বা আদর্শকে কটাক্ষ না করতেই শেখায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
ইসপাত কঠিন বলেছেন: নিঃসন্দেহে।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
শাকিল ১৭০৫ বলেছেন: ভালো বলেছেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
মু. ইশরাত হোসেন লিপটন বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি, টানাহেচড়া করার দরকার নেই। নাস্তিকতাও একটা জীবনদর্শন অর্থাৎ ধর্ম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
ইসপাত কঠিন বলেছেন: ধর্ম-দর্শন ভিন্ন হতে পারে। তাই বলে ভিন্নমতকে আক্রমন, কটাক্ষ বা গালাগালি গ্রহনযোগ্য নয়।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
নির্জনা০০৭ বলেছেন: সহমত .
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: আমার প্রেমিকা আমাকে তিনটি বস্তু থেকে দুরে থাকতে বলেছে
(১) ফর্সা বা সুদর্শন দেখতে (মেয়ে ও পুরুষ)
(২) মেয়েমানুষ (যে কোন প্রকৃতির)
(৩) হিন্দু (ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাসী)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
ইসপাত কঠিন বলেছেন: ঘরের কথা পরকে বলাটা ঠিক হলো না।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: কেউ কারো ধর্মকে কটাক্ষ করবেন না প্লিজ। কারো ধর্মীয় নবী-রাসুল, দেব-দেবীকে কটাক্ষ করবেন না প্লিজ।
সহমত
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
তাহিতি তাবাসুম বলেছেন: যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর যারা নাস্তিকতার নামে আল্লাহ্ রাসুলকে নিয়ে হাসি তামাশা করে তারা কেউ সুস্থ এবং বিবেকবান মানুষ বলে মনে করি না।++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
ইসপাত কঠিন বলেছেন: সহমত এবং ধন্যবাদ
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
ক্লান্ত দুচোখ বলেছেন: আপনে যেমন বিশ্বাস করেন "একজন খোদা আছেন", ঠিক তেমনি একজন নাস্তিক বিশ্বাস করে "কোন খোদা নাই", তখন আপনে কেনো তার বিশ্বাসে আঘাত করতে যান? ব্যাপারটা হিপোক্রেসি হয়ে গেলো না???
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
ইসপাত কঠিন বলেছেন: আপনার এই কমেন্ট যদি একটা জেনারেল কমেন্ট হয় তাহলে ঠিক আছে। আর যদি এটা আমার লেখার উপর করে থাকেন তাহলে প্রশ্ন হলো আমার লেখার কোন লাইনে, কোন বাক্যে, কোন শব্দে আপনি হিপোক্রেসী দেখলেন? যারা পুরা লেখা না পড়ে, না বুঝে ইচ্ছামত কমেন্ট করে তাদের ব্যাপারে আমার যা বলার তা আমি মনে মনে বলি।
২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
shfikul বলেছেন: +++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
htusar বলেছেন: ভাল লেখা ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: ।।ইসলাম শান্তি আর সত্যের র্ধম।।
ইসলাম শান্তি আর সত্যর র্ধম এখানে হিংসার জায়গা নেই।মানুষ হত্যা ইসলামে নিষিদ্ধ, একজন মানুষকে হত্যা করা আর সমগ্র মানবজাতিকে হত্যা করা সমান কথা আর এটাই সত্যিকার অর্থের ইসলামের কথা।ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধের ময়দানে হাতিয়ার ধরে তখন নিজেদের জীবন আর সজাতিকে রক্ষায় হত্যা বৈধ হয় তবে প্রতিহিংসা পরায়ন হয়ে নয়।ভিন্ন র্ধমের বা মতের লোকেরা ইসলাম নিয়ে নানা কথা বলবে তাই বলে তাদেরকে হত্যার কথা ইসলামের কোথাও নেই। বরং ইসলাম বলে যারা তোমার রবকে গালি দেয় তোমরা তাদের রবকে গালি দিওনা তাহলে তারা প্রকান্তরে আমাকেই গালি দিবে। ভিন্ন মতের বা র্দশনের মানুষদের সত্য ও সুন্দরে আহবান জানানোই হলো ইসলামের মূল মন্ত্র। হিকমতের সহিত ইসলামের পথে ডাকতে হবে নাস্তিকদের তাদের ভূল যুক্তিকে ইসলামের ধারালো যুক্তি দিয়ে খন্ডন করতে হবে আর এর নামই হল ইসলাম।যারা যুক্তি প্রর্দশনে অক্ষম বা ধর্মের পথে সঠিক ভাবে ডাকতে অক্ষম তারা ধর্ম প্রচারের গুরু দায়িত্ব না নিলেই পারে।ইসলাম ধর্ম কারো দয়ার অপেক্ষায় খোড়া হয়ে থাকেনি থাকবেও না, এটা আল্লাহর মনোনীত একমাএ জীবন বিধান এর প্রচার ও প্রসার আল্লাহ তার নেক ও ঈমানদার বান্দাদের দ্বারা করাবেন। এই পৃথিবীর বুকে রক্ত প্রবাহ বইয়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আমাদের নবী ও তার সাহাবীরা শ্রমের বিনিময়ে আর সত্যর ধারক ও বাহক হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং যারা সত্যিকার অর্থে ইসলামের সেবক তারা মানুষ হত্যার মধ্যেদিয়ে ইসলামের সর্বনাষ করছেন।আমেরিকার চালে পড়ে মুসলিম ধর্মান্ধদরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়িয়ে ইসলামের যে অপরিসীম ক্ষতি করছে তাতে লাভবান ইহুদি নাসারারা। ভারত বর্ষে ইসলাম রক্তের হলি খেলে ছড়িয়ে পড়েনি বরং মিথ্যার সামনে সত্যকে সুপ্রতিষ্ঠিত করে ছড়িয়ে পড়েছিল। তাই ইসলামকে রক্ষার নামে কোন নাস্তিক বা ভিন্ন মতের মানুষকে হত্যা করা( যুদ্ধের ময়দান বাদ দিয়ে) মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল।
।। বাকস্বাধীনতার দোহাই।।
ব্যক্তির বাকস্বাধীনতার অর্থ এই নয় যে অন্যের র্ধমীয় অনুভূতিতে আঘাতহানা বা অসত্য তথ্যকে নিয়ে প্রোপাগান্ডা চালানো, এটা সকল ধর্মের জন্যই প্রযোজ্য। যুক্তি যেখানে থাকেনা সেখানে ভর করে তর্ক আর তর্কের উপর আসীন থাকে শয়তান। ইসলাম ধর্ম বা মহানবী কে নিয়ে যেকোন ধরনের কুমন্ত্যবের প্রতিবাদ আমরা মুসলাম মাএই করবো এটা আমাদের ঈমানী দায়িত্ব কিন্তু এটা ভুললে চলবেনা যে প্রতিবাদের ভাষা যেন হয় ধর্মের পথ অবলম্বনে। সত্য যখন আপন মহিমায় ভাসকর তখন মিথ্যা তার স্বাভাব গত কারণেই বিলুপ্ত হয় এটা ইসলামের কথা তাই মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে ধর্মের যুক্তি নিয়ে, হুমকি বা বল প্রয়োগ করে নয়।
।। অপরাধীর শাস্তি ধর্মের বিধান।।
ইসলাম ধর্মে অপরাধী যেই হোক তার বিধান অনুসারে সাজা হওয়া আবশ্যক কারণ ধর্ম অন্যায়ের সাথে আপোস করে না। আমরা যারা যুদ্ধঅপরাধীদের বিচার চাই তারা শুধু মাএ সংগঠিত অন্যায়ের বিচার চাই এটা ন্যায্য দাবি এখানে ভিন্ন মতের কোন স্থান নেই। কেউ যদি ধর্মে দিক দিয়ে সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন কিন্তু যুদ্ধ অপরাধের সাথে জড়িত থাকেন তবে ধর্মের দোহাই দিয়ে তার পক্ষ নেওয়ার অর্থ হলো অন্যায়কে সমথর্ন জানানো। আবার অপরাধীর সাজার আড়ালে ধর্মকে নিষিদ্ধ করার চেষ্টা সমর্থন যোগ্য নয়। শুধু মাএ অপরাধী ও অপরাধ সংগঠনকারী ব্যক্তি বা দলকে আইনের আওতায় শাস্তি ও নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু কোন অবস্থাতেই ধর্ম ভিওিক রাজনীতিকে নয়। কমিউনিস্টরা যদি দল করার অধিকার পায় তবে সত্যিকার অর্থের ধর্মভিওিক রাজনৈতিক দল গুলো কেন নয়।জামায়িতি ইসলামি তার অপরাধের দায় এড়াতে পারেনা ধর্মের দোহাই দিয়ে কিছু অপরাধী নিজেদের মুক্ত করার জন্য ধর্মের প্রয়োগ করবে তা মেনে নেওয়া যায়না।যদি ট্রাইবুনালে সঠিক বিচার না পাওয়া যায় তবে জামায়াতের উচিত উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট পযর্ন্ত অপেক্ষা করা কিন্তু সন্ত্রাস কোনভাবেই গ্রহনযোগ্য নয়। যারা নতুন প্রজম্মের তারা সত্যিকার অর্থের ধর্ম ভিওিক দল কে বেছে নেওয়া উচিত।
।। ধর্মের অপ-প্রয়োগ।।
ধর্মকে ভিওি করে যারা রাজনীতি করে তারা ভূল পথে ধাবিত হলে তার দায় ইসলামের নয় বরং কর্মীদের এই ব্যাপারে সজাগ হওয়া উচিত। জামায়াত যদি আওয়ামীলিগকে প্রগতিশীল ভাবে তবে বি এন পি কতটুকু ধর্মভিওিক দল যে অন্যন্য ধর্মভিওিক দল গুলোকে এলোমেলো রেখে শুধু মাএ ক্ষমতাকে আপন করে পাবার জন্য জোট গঠন করে।নারী নেতৃত্ব হারাম বলে আবার নারীর আচল ধরে ক্ষমতায় আসে। পাচ বছর ক্ষমতায় থেকে ইসলামের কি বাস্তবায়ন করতে পেরেছে জামায়াত। স্বার্থ আছে উপরের মাথা ওয়ালাদের কিন্তু মাঠ পযায়ে কর্মীরা শুধুই ধর্মকে আপন করে জীবন উৎসর্গ করে তাতে ধর্মের উপকার হোক বা না হোক ক্ষমতার স্বাদ কিন্তু পায় নিজামী বা মুজাহিদরা ।জামায়াতের বিভিন্ন মিডিয়া গুলো ইসলাম প্রচারের চাইতে তাদের দলীয় স্বার্থ প্রচারে ব্যস্ত । ধর্মীয় চ্যানেল বললেও সেখানে থাকে অশ্লীল বিজ্ঞাপনের বাহার যা ইসলামের সাথে বেইমানী করার সামিল । অর্থ না থাকলে চ্যানেল চালানোর প্রয়োজন কি? যেখানে অশ্লীলতাকে ধর্মীয় চ্যানেলের নামে লাই দেওয়া হয় তা গ্রহনযোগ্য হয় না ধর্মের বিচারে। তাই ধর্মের প্রচার প্রসারে সত্যিকার ইসলামের পথে চলা উচিত সকল মুসলমানের আর সহনশীল আচরণ দেখানো উচিত সকলের প্রতি সকলের । কর্মীরা সচেতন হলে ধর্ম গুরুরা অপকর্মে লিপ্ত হওয়ার সুযোগ পায়না, আধুনিক ধর্মভিওিক শিক্ষার অভাব মানুষকে ধর্মান্ধ করে ফেলে তাই ধর্মীয় শিক্ষা হতে হবে আধুনিক কোরআন ও সুন্না ভিওিক। ধর্ম ভিওিক দল হতে হবে গনতন্ত্রমনা, না হলে এই দেশ হবে পাকিস্তান বা আফগানিস্তান। উদাহরণ স্বরূপ বলা যায় ইরান ধর্ম,বিজ্ঞান আর গনতন্তের চর্চা করে বলেই তারা এখনো সার্থক দেশ হিসাবে টিকে আছে অন্যে দিকে সেীদি আরব ধর্মের চর্চা করে ঠিক কিন্তু বিজ্ঞান আর গনতন্তের অভাবে সেখানে বাসা বেধেছে আমেরিকার ভূত। আমার এই মতামত শুধুই আমার নিজস্ব চিন্তা হয়তো ভিন্ন মত ও থাকতে পারে কিন্তু যদি যুক্তি হয় ধারালো তবে তা সাদরে গ্রহনযোগ্য, হত্য-খুন আর রাহাজানি দিয়ে মতামত প্রতিষ্ঠা করা যায় না তবে হে, এই বল প্রয়োগ করে ক্ষমতায় যাওয়া যায়।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
ইসপাত কঠিন বলেছেন: অসাধারন মন্তব্য করেছেন। সত্যিই অসাধারন। অসংখ্য ধন্যবাদ
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
mrikadey বলেছেন: সঠিক সময়ে সঠিক পোষ্ট
ভাই একমত
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ ভাই
২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
রকসটারডিমটিবি বলেছেন: I hate politics of Bangladesh as its always been used by bad politicians,
I hate Jamat n Same tym I dont support League or Dol. I am a muslim by birth and I dont pray Namaj at all. I hate peoples who used religion to make money or use it for their own benefit.
Now coming to the point, I hate people who try to attack religion too. You don't follow or do anything you like, its up2 you but you have got no right to say anything that can hurt peoples feelings.
I hate you if you just doing it to get some cheap popularity. If you can prove something than you are welcome till than You are just a piss of shit.
You need to remember one thing you will feel good when you will do good, and if you so much hate your religion and you have got BALLZ than please announce it to public that you are not linked to any religion and please don't follow any religious procedures after death.
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
ইসপাত কঠিন বলেছেন: ক্লিয়ার কাট বক্তব্য। ধন্যবাদ
২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০১
কাজী মামুনহোসেন বলেছেন: ১০০% সহমত, আপনার মত সবার দৃষ্ঠিভঙ্গী হওয়া উচিত......
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: তাহিতি তাবাসুম বলেছেন: যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর যারা নাস্তিকতার নামে আল্লাহ্ রাসুলকে নিয়ে হাসি তামাশা করে তারা কেউ সুস্থ এবং বিবেকবান মানুষ বলে মনে করি না।++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
ইসপাত কঠিন বলেছেন: আপনি শুধু উনার কমেন্টাই পড়লেন? ব্যাপার কি ভাই? কেমন কেমন যেন লাগছে।
হা হা হা হা। মজা করলাম। মাইন্ড করেন না।
২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
েরদওয়ান রহমান বলেছেন: সহমত
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ১১+
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ
২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
চলতে ফিরতে দেখা বলেছেন: “যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি”। [আহযাব ৫৭]
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
ইসপাত কঠিন বলেছেন: অবশ্যই। এজন্য মৃতকে নিয়ে আলোচনা-সমালোচনা না করাই ভালো। কেননা তিনি তো এখন তাঁর রবের কাছেই। হোক তিনি বিশ্বাসী বা অবিশ্বাসী। আমাদের আর কিছু করার নেই এখন।
ধন্যবাদ।
৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
রাসেল মেটামোরফোজ বলেছেন:
অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
ইসপাত কঠিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
doha057 বলেছেন: আপনার পোষ্টের সাথে সহমত জানাই। আসলে নাস্তিকদের একটা ব্যাপার বুঝি না। অন্য যত ধর্ম আছে, তাদের ধর্ম প্রচারকরা সাধারণত নিজ নিজ ধর্মের মানুষের মাঝে সচ্চরিত্রের অধিকারী হয়। অথচ নাস্তিকদের ধর্ম প্রচারকদেরকে কখনো অন্য ধর্মের বিরুদ্ধে গালিগালাজ করা ছাড়া আর কিছু করতে দেখিনি। নাস্তিকদের নাস্তিকতার অধিকার আছে, এটা আমিও মানি, কিন্তু অন্য কোন ধর্মকে কটাক্ষ করার অধিকার কারোই নেই। বাকস্বাধীনতার কথা বলবেন না, কারন বাকস্বাধীনতা শালীন ভাবে মন্তব্য করাকে অনুমতি দেয়, গালিগালাজ কে নয়। আর যেই দেশে প্রধান মন্ত্রীর মৃত্যু কামনার কারনে মানুষকে জেল খাটতে হয়, সরকারের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহের অপবাদ দেয়া হয়, সে দেশে বাকস্বাধীনতার কথা বলাটা মনে হয় অযৌক্তিক।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ইসপাত কঠিন বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ
৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
সাইকেলার বয় বলেছেন: তোমরা করিবা আন্দোলন , আমরা দিবো বাশ। পড়ে দেখুন : Click This Link
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
ইসপাত কঠিন বলেছেন: পড়লাম। তবে আমার পোস্টের বক্তব্যের সাথে কোন প্রাসংগিকতা খুঁজে পেলাম না। এনি ওয়ে, ধন্যবাদ
৩৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১১
মেহেদী হাসান '' বলেছেন: সম্প্রদায়ের Classification করা হচ্ছে হিন্দু, মুসলিম, বোদ্ধ, খ্রিস্টান এই সব জাতি গোষ্ঠীর ওপর ভিত্তি করে, আমার মনে হয় সম্প্রদায়ের Classification করা উচিত দুটি গ্রুপে, যথাঃ-
♠দুর্নীতিপরায়ন সম্প্রদায় আর
♠দুর্নীতিমুক্ত সম্প্রদায়,
আপনার লেখাটি আহবানমূলক, ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
জহির উদদীন বলেছেন: “যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি”। [আহযাব ৫৭]