![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ঘটনা সাজিয়ে পুরুষ মানুষকে দুই শ্রেনীতে ভাগ করলাম।
ঘটনাটি দাঁড় করানো হলো এভাবে যে, একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটছেন। পথিমধ্যে ৩/৪ জন সন্ত্রাসী তাদের পথরোধ করলো। তারা তাঁর স্ত্রীকে ধর্ষন করার চেষ্টা করছে।
এক শ্রেনীর পুরুষ ভাববে সে ৩/৪ জনের সাথে পারবে না। অতএব বাঁধা দিতে গেলে সে নিজেই আহত বা নিহত হতে পারে। কি দরকার খামোখা ঝূঁকি নেওয়ার কি দরকার, ধর্ষন করছে করুক। ধর্ষন পর্ব শেষ। সে তার স্ত্রীর চোখে চোখে রাখার সাহস পাবে না। অন্যদিকে তাকিয়ে নিজেকে এবং তার স্ত্রীকে বলবে, "কিছু হয়নি"।
আরেক শ্রেনীর পুরুষ আছে যারা ৩/৪ জনের সাথে পারবে না জেনেও প্রতিহত করার জন্য ঝাপিয়ে পড়বে। খালি হাতেই। হয়ত সে তার স্ত্রীকে রক্ষা করতে পারবে। হয়ত পারবে না। হয়ত মারাই যাবে। যদি মারা নাও যায়, সে তার স্ত্রীকে টেনে তুলবে। চোখে চোখ রেখে পরম মমতায় বলবে, "আমি তোমাকে রক্ষা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নি।"
২য় শ্রেনীভুক্ত পুরুষের স্ত্রী চোখে চোখ রেখে চোখের ভাষায় বলবে, "তুমিতো অন্তত চেষ্টা করেছো ।" কিন্তু ১ম শ্রেনীভুক্ত পুরুষের স্ত্রী কি বলবে? আর ১ম শ্রেনীভুক্ত পুরুষদের আসলে বলার কি আছে। বরং এরাই স্ত্রী নষ্টা হয়ে গেছে বলে পরিত্যাগ করতে পারে।
এটা ছিলো একটা রূপক গল্প। এবার গল্পটিকে বাস্তবতার দিকে টেনে আনি। সে ক্ষেত্রে স্ত্রীর অবস্থানে প্রথমে মা'কে আনুন। তারপর মা'র অবস্থানে দেশকে আনুন। আর ৩/৪ জন সন্ত্রাসীর স্থলে অধিকতর সামরিক সক্ষমতা সম্পন্ন পার্শ্ববর্তী দেশ ২টির যে কোন একটিকে বসান।
এখন বলুন, আপনি কোন শ্রেনীর পুরুষ হতে চান? যে পারবে না জেনে চুপচাপ প্রিয়জনের ধর্ষনকে চুপচাপ মেনে নিবে, তাদের শ্রেনীভুক্ত? না
কি যে পারুক আর না পারুক, প্রিয়জনকে রক্ষা করতে লড়বে, বাচুক অথবা মরুক। জিতুক অথবা হারুক। এই শ্রেনীভুক্ত মানুষ দিনের শেষে মাটির উপর দাঁড়িয়ে বলবে, "মা ও মাটি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি" অথবা বলবে, "আমি চেষ্টা করেছি এবং তোমার সম্মান রাখতে পেরেছি"।
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৪
ইসপাত কঠিন বলেছেন: আবেগ জিনিসটা আমার মধ্যে খুব কম। এজন্য আ্ত্মীয় স্বজন কেউ মারা গেলে সবাইকে সামাল দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন থেকে দাফন করা সূচারুভাবে করার জন্য আমার খোঁজ পড়ে। চাকরীজনিত কারনে সবসময় যেতে পারি না। তবুও সবাই অপেক্ষা করে।
ধন্যবাদ। ইংরেজী বদলে বাংলায় সংশোধন করে নিবো।
২| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:২০
সচেতনহ্যাপী বলেছেন: সত্যি কথা বলতে কি, আমরা কোন শ্রেনীতেই অযোগ্য।। আজ আপনি দেশকে মা ভেবে শত অন্যায়ের প্রতিবাদ করতে যান, ললাটে জুটবে সন্ত্রাসী অথবা দেশদ্রোহীর খেতাব। একসময় নিজেকে আবিষ্কার করবেন নদী, অথবা ব্রিজের তলদেশে,অথবা কোন সবুজ ক্ষেতে, যা আপনার রক্তে রঙ্গীন হয়ে উঠেছে।
কিছু মনে করবেন না, এই আবেগের বশবর্তী হয়েই প্রান দিয়েছে শত শত টগবগে তরুন। কিন্তু কোন নেতা নয়।। ধন্যবাদ।
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩০
ইসপাত কঠিন বলেছেন: আজ কে যে দেশের জন্য প্রান দেয় আর কে দেয় না তা নির্ণয় করা কঠিন হয়ে গেছে।
Righteous of cause বলে একটা কথা আছে যা বোঝার সাধ্যি আমরা দিন দিন হারিয়ে ফেলছি।
কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যটি বাস্তব এবং চমৎকার কিন্তু আমার লেখাটির মর্মার্থের বাইরে।
৩| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: @ইসপাত কঠিন আমি বিতর্কে যেতে প্রস্তুত নই।। কারন আমি জানি প্রতিটি মানুষের দৃষ্টিকোন এক হতে পারে না।।
আমি মন্তব্য করেছি আমার দৃষ্টিকোন থেকে, আপনি উত্তর দিয়েছেন আপনার দৃষ্টিকোন থেকে।। ধন্যবাদ।।
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭
ইসপাত কঠিন বলেছেন: আপনি যা বলেছেন তাতে বিতর্ক হওয়ার কিছু নেই বলে আমি মনে করি। আপনার কথা ঠিক আছে। আমি আসলে আভ্যন্তরীন বিষয়ের উপরে বলি নাই। আমি শুধু তাদের উদ্দেশ্য করে বলেছি যারা এদেশের হয়েও মাঝে মাঝে বহিঃশত্রুর সাথে পারবে না বলে আপসে মানসিক আত্মসপর্পন করে।
৪| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০
নবীউল করিম বলেছেন: +++++++++++++++++++++++
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৩
ইসপাত কঠিন বলেছেন: ধন্যবাদ।
আসুন শপথ নেই মরলেও যাতে পরের শ্রেনীর পুরুষ হয়ে মরতে পারি।
৫| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩০
নবীউল করিম বলেছেন: আমার ব্লগ গুলো পড়লেই বুঝবেন আমি কোন স্রেনীর মানুষ
৬| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
ঢাকাবাসী বলেছেন: আমরা কোনটাতেই পড়িনা! !
০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
ইসপাত কঠিন বলেছেন: হয়ত ঠিক। হয়ত এর বাইরেও একটা শ্রেনী আছে যারা নিজের স্বার্থে নিজের মা-বোন-স্ত্রীকে বেচে দিবে।
৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ১:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রতিশোধমুলক পালটা হামলা করা না হলে নিজের মা-বোন-স্ত্রীকে বেচে দিচ্ছে বলা ঠিক হবে না।
একমাত্র বর্বর ইসরাইল ছাড়া অন্য কেউ এই কাজ করে না।
বর্তমানে যে কোন অঘটন ঘটলে উত্তেজনা প্রসমনে যা যা করা দরকার তাই করা হয়। বড়াইবারি এম্বুশে ৭ জন ভারতীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পরও কোন পালটা হামলা বা উষ্কানিমুলক কিছু হ্য়নি। গ্রিস-ট্যার্কি সীমান্তেও তাই। মাত্র কিছুদিন আগে ভারতে প্রবেশ করে এক সৈনিকের মাথা কেটে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, এরপরেও কোন পালটা হামলা না হয়ে বৈঠকের পর বৈঠক হয়েছে.
বর্তমান যুগে কোন দেশ কোন দেশের অঞ্চল দখল করে নিতে পারে না। এখন আর সেই দিন নাই।
০৮ ই জুন, ২০১৪ রাত ১:৫৫
ইসপাত কঠিন বলেছেন: প্রথম কথা আমি প্রতিশোধমূলক হামলার কথা বলছি না। এখানে মানসিকতার কথা বলা হয়েছে।
গ্রীস-তুরস্ক সীমান্তের কথাটা আমার জানা নেই।
বড়াইবাড়ী এ্যাম্বুশে ৭ ভারতীয় সীমান্তরক্ষী হত্যা বলতে কোনটা বুঝাতে চেয়েছেন? কারা এ্যাম্বুশ করেছিলো? এটা কবে হয়েছিলো? আমার ধারনার সাথে আপনার ঘটনা মিললে ২টো কথা বেশী বলার আছে।
ভারত-পাকিস্তান সীমান্তের ঐ সময়ের ঘটনাক্রম ভালো করে খোঁজ নিয়ে আপনার মন্তব্যের এই অংশটুকু পরিহার করতে পারেন। এই ঘটনাটি আমার ভালো নজরে ছিলো। তাই জোর দিয়ে বলছি। না জানলে বলতাম না।
৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ২:৪২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার একটা লেখা লিখেছেন, রুপক হলেও চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন বাস্তবতা ...
অবশ্যই অবশ্যই দ্বিতীয় শ্রেণীর পুরুষেরাই আমার পছন্দ তালিকায় উঠবেন...
ধন্যবাদ আপনাকে সুন্দর লেখাটার জন্য ...
শুভেচ্ছা রইলো ...
০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৭
ইসপাত কঠিন বলেছেন: আপনাকে ধন্যবাদ
৯| ০৯ ই জুন, ২০১৪ রাত ১:৪৬
সঞ্চয় বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
প্রতিশোধমুলক পালটা হামলা করা না হলে নিজের মা-বোন-স্ত্রীকে বেচে দিচ্ছে বলা ঠিক হবে না।
একমাত্র বর্বর ইসরাইল ছাড়া অন্য কেউ এই কাজ করে না।
বর্তমানে যে কোন অঘটন ঘটলে উত্তেজনা প্রসমনে যা যা করা দরকার তাই করা হয়। বড়াইবারি এম্বুশে ৭ জন ভারতীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পরও কোন পালটা হামলা বা উষ্কানিমুলক কিছু হ্য়নি। গ্রিস-ট্যার্কি সীমান্তেও তাই। মাত্র কিছুদিন আগে ভারতে প্রবেশ করে এক সৈনিকের মাথা কেটে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, এরপরেও কোন পালটা হামলা না হয়ে বৈঠকের পর বৈঠক হয়েছে.
বর্তমান যুগে কোন দেশ কোন দেশের অঞ্চল দখল করে নিতে পারে না। এখন আর সেই দিন নাই
- আপনার আইডিয়ার সাথে আমি সহমত, কিন্তু উদাহরণগুলো ঠিক হয়নি...
০৯ ই জুন, ২০১৪ রাত ১:৫১
ইসপাত কঠিন বলেছেন: উদাহরন নিয়ে আমারও সংশয় রয়েছে। পাক-ভারত সীমান্তের উল্লেখিত ঘটনা নিয়ে অবশ্য সংশয় নেই যে ওটা ভুল।
ধন্যবাদ।
১০| ১১ ই জুন, ২০১৪ রাত ১:৩১
পংবাড়ী বলেছেন: ভালো লাগেনি এ ধরণের কথার অবতারনা করা; মানুষ নিজের স্ত্রীকে রক্ষা করবে যেকোন অবস্হায়।
১১ ই জুন, ২০১৪ সকাল ৯:০৭
ইসপাত কঠিন বলেছেন: খুবই জ্ঞানগর্ভ মন্তব্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লেগেছে কিন্তু লেখায় আবেগ কম হয়েছে !
আর ইংরেজি ডায়লগগুলি ঘটনার সাথে
মানানসই নয় মোটেই !
ভালো থাকুন, শুভকামনা নিরন্তর ।