নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় যুক্তির পক্ষে

কর্পোরেট পাপী

কর্পোরেট পাপী › বিস্তারিত পোস্টঃ

সহায়তার নামে উপহাসে থুথু দিলাম।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯

খৃষ্টান মিশনারি বাইবেল পাঠিয়েছে,
পাকিস্তান পাঠালো বিফ মশলা।
প্রহসন আর কাকে বলে! একটা প্রবাদ
মনে পড়ে গেল;-
"গরীবের বউ সকলের ভাবী হয়।"

ঐদিকে অসহী মুসলমানেরা(!) প্রচার
করছে নেপালে হিন্দু মন্দির, বৌদ্ধ
মন্দির ভেঙে গেলেও মসজিদ সম্পূর্ণ
অক্ষত আছে। অতএব ইসলামই সত্য। বলি
এখনো কি তোমরা ঈমান আনবে না?
আহা! মানুষ মারা যাচ্ছে খেতে না
পেয়ে। তারা আছে তাদের ধর্ম নিয়ে।
১৪০০ বছর আগে তাদের ধর্মের
উৎপত্তি। তারা সেই ১৪০০ বছর আগেই
রয়ে গেছে। এক বিন্দুও আগায়নি।

ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল। মানুষের
লাশ! চারদিকে ধ্বংসস্তূপ। সবাই
ভাবছে ত্রাণ পাঠানোর কথা। আহতদের
উদ্ধার করার কথা। আর মুসলমানেরা
খোঁজ নিচ্ছে কোথায় মসজিদ ভাঙেনি
সেটা। তাদের জ্ঞান দিক তাদের
আল্লাহ!

নোট- "এরা সহী মুসলমান নয়" এই
বানীটি দেবেন না। হাজারে হাজারে
মুসলিম এইসব পোস্টে লাইক, কমেন্ট
করছে। শয়ে শয়ে লোক শেয়ার দিয়ে
এক্সট্রা নেকি(!) হাসিল করে নিচ্ছে।
এদের কেউ সহী মুসলমান নয়?

নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র
জেনেও বাইবেল পাঠানো, গরুর মশলা
পাঠানো, সহায়তার নামে এইসব
উপহাসে থুথু দিলাম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

মোহামমদ অাবুল বাশার বলেছেন: আমি তাদের পাচায় একটা লাথি মারলাম

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭

ইমরান আশফাক বলেছেন: খৃষ্টান মিশনারি বাইবেল পাঠিয়েছে,
পাকিস্তান পাঠালো বিফ মশলা।


এই তথ্যটা আপনে কোত্থেকে পাইলেন?

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫

কর্পোরেট পাপী বলেছেন: একটু কষ্ট করে অনলাইন পত্রিকা আর ফেসবুকে ঘেটে দেখেন

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৯

কাবিল বলেছেন: লাথি খেয়ে থুথুর উপর পরুক।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

সাবু ছেেল বলেছেন: ফাকিস্তান মুসলমান জাতির কলঙ্ক।এদের পরিহার করুন।

০১ লা মে, ২০১৫ দুপুর ২:৫২

কর্পোরেট পাপী বলেছেন: এরা পুরো মানবজাতির কলঙ্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.