![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
: ছেলাম, ভাইজান
:হুম ওয়ালাইকুম।
: ভাইজান কালকে দেখলাম পাকিস্তান জিতার পর হেব্বি নাচানাচি করলেন। তো পাকিস্তানকে এতো পছন্দ কেন?
: কারন পাকিস্তান একটা ইসলামিক দেশ। জন্মলগ্ন থেকেই পাকিস্তানকে নামকরা মুসলমানরা শাষন করে আসছে।
: তো ভাইজান কার রাজনীতি করেন? কারে আদর্শ মানেন?
:১০০% জামাতে ইসলাম। মাওলানা মওদুদী আমার আদর্শ।
: ভাই জানেন মওদুদীকে পাকিস্তান ইসলাম অবমাননার দায়ে ফাঁসি দিছিল। পরে সে রাষ্ট্রপতির ক্ষমা পাইছিলো।
: ধুর ভাই এইগুলা সব ইহুদী নাসারা শাষকদের ষড়যন্ত্র। এরা ষড়যন্ত্র করে মাওলানা মওদুদীকে ফাঁসির আদেশ দিছিলো।
: (মনে মনে: হালার পো একটু আগেও কইছিলি নামকরা মুসলিমরা পাকরে শাষন করছে।) আইচ্ছা ভাই বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন?
: আস্তাগফিরুল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম। কেউ অন্য কাউকে জাতির পিতা বললে সে হবে কাফের।
: তো ভাই পাকিস্তানিরাতো জিন্নাহকে জাতির পিতা মানে!
:আরে এইগুলা সব ইহুদী-নাসার নাস্তিক শাষকদের ষড়যন্ত্র।
: ভাই আপনিই তো বলছিলেন নামকরা মুসলিমরা আজীবন পাকিস্তানকে শাষন করছে। এখন আবার বলেন সব ইহুদী নাস্তিক শাষকদের ষড়যন্ত্র!!!!!
: শালা তুই একটা ইসলাম বিদ্বেষী নাস্তিক, ইহুদী। দূর হো।
২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০২
জিয়ানা বলেছেন: হা হা হা! হাসি পেলো! মজার লেখা!
৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২
আজকের দেবদাস বলেছেন: হা হা হা! হাসি পেলো! মজার লেখা!
৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫
আরণ্যক রাখাল বলেছেন:
সব দেখি ইহুদি নাসারা নাস্তেক
প্লাস
৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪
কর্পোরেট পাপী বলেছেন: :-)
৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০
মাসুদ মাহামুদ বলেছেন: হি হি হি
শালা তুই একটা ইসলাম বিদ্বেষী নাস্তিক, ইহুদী। দূর হো।
শুভকামনা অনিঃশেষ।
৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
বিজন রয় বলেছেন: হা হা াহ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
রানার ব্লগ বলেছেন:
