![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখবার মতন করে লিখবার চেস্টা করা যাক...
রনক্ষেত্র পেরিয়ে গিয়ে
তোমার কাছে এলাম;
আমার আকাশ রক্ত রঙ্গে
তোমায় কাছে পেলাম!
ঐ যেখানে দীঘির ধারে
অন্য কোনো গাছের আড়ে
বসে ছিলে____
এগিয়ে গিয়ে অন্য কাকে পেলাম!
রনক্ষেত্র পেরিয়ে গিয়ে
তোমার কাছে এলাম!
শান্ত দুটি কথা ছিল,
রাখতে গিয়ে ভেঙে দিল
প্রেম-পিরিতি চিবিয়ে নিল-___
রাইফেলে হাত দিলাম,
তোমায় চিনে নিলাম!
রনক্ষেত্র পেরিয়ে এসে
তোমায় কাছে পেলাম!
ঠিক যেন এক ক্ষ্যাপার মতন
সময় সময় হঠাৎ কাঁদন_
সেই যেখানে যায়নি'ত কেউ ,
তবুও ছুটে গেলাম
অন্য কাকে পেলাম!
বলব বলে সহজ কথা
জটিল হল বলার ভাষা
'মাথায় তোমার গোবর ঠাসা____
তোমায় আড়ি দিলাম'!
রনক্ষেত্র পেরিয়ে শেষে
রনক্ষেত্রে এলাম!
অর্নব বন্দ্যোপাধ্যায়
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
নীলঞ্জন বলেছেন: ভালোলাগা।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: সাবাশ সাহসি রন যুদ্ধা
এ নহে মিছে প্রহসন
সাজাও আবার তারে
যাকে রাখবে ধরে বন্ধুর মতন