![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখবার মতন করে লিখবার চেস্টা করা যাক...
সময় বিকেল তখন;
রাতের হাত ধরবে বলে
বিড়ির ছাই আর আগুন
দোস্তি করে নেয়! দু-বোতল হুইস্কি আর
একটা রাম__"কত দাম?" কাউন্টার প্রশ্ন
পায়; যদিও দাম বাঁধা আছে সরকারী খাতায়
তবু শান্তির মাতলামো আর ছ্যাবলামো এখন
ঘড়ির পাতায়! "শান্তি চাই দাদা!"
হুইস্কির টান বলে____লোকটা নয়,
লোকটা ভয়
খায়! আমরা ভয় খাই!___ভাত
ডালে রুচি নেই বলেই ভয় খাই!
সকালে ভয় খাই____বাসের তাড়া
দুপুরে ভয় খাই_____বসের তাড়া
সন্ধেবেলা দু-পেগ হুইস্কি______তাও ভয় খাই
প্রেমিকার তাড়া !
আমরা ভয়ে বাঁচি,কে কখন
কাঁচি হাতে কেটে দেয় গোঁফটা!
তাই দু-বোতল হুইস্কি___একটা রাম
"কত দাম?" কাউন্টার প্রশ্ন পায়!
অর্নব বন্দ্যোপাধ্যায়
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
সিদ্ধার্থ. বলেছেন: ঈশ্বর ভাঙছে ভাঙুক
আমি কিন্তু গড়ব।
সময় চট করে একটু থামুক
আমি বাঘের পিঠেই চড়ব!
একটা করে দিন চলে যায়
চাকার মতন করে
একটা করে রাত চলে__
চাকা শুধুই ঘোরে।
বয়স বাড়ার খেলা
জীবন দুপুর বেলা
ফুরিয়ে গেলে তোমরা ভেবো
দুপুর বেলায় সকাল মেপো__
আমি কিন্তু ভাঙব না
আমি কিন্তু মাপবো না!
ঈশ্বর ভাঙছে ভাঙুক
এটা বেশি ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
সিদ্ধার্থ. বলেছেন: জব্বর !!