নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা......

লেখা শেষের দিন শুরু হলে আমাকে ভুলে যেয়ো

বন্দি

লিখবার মতন করে লিখবার চেস্টা করা যাক...

বন্দি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ, বিপ্লব এবং ......

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫০

বাংলাদেশ এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটালো। এ এক বিপ্লব। কিন্তু তারপর আমরা কি কি দেখলাম এবং কেন?
এক স্বৈরাচার সরানো হল। কিন্তু সেই স্বৈরাচার সরিয়ে কে বাঙ্গলাদেশকে রক্ষা করবে? উত্তর অপরিষ্কার। ছাত্র বুদ্ধিজীবিরা দেশ চালাতে পারবেন না। দেশ চালাবে কারা ? যারা রাজনৈতিক দল তারা। তাহলে এই অভ্যুত্থানের মানে কি রইল?
বাঙ্গলাদেশের রাজনৈতিক দলগুলি আগেও ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশের জন্য কি করেছে? প্রত্যেক রাজনৈতিক দলকে মানুষ দেখে নিয়েছেন। তবু তাদের দিয়েই তৈরি হবে নতুন গণতন্ত্র, পেষনযন্ত্র।
বাঙ্গলাদেশ বিপ্লব এখন প্রতিবিপ্লবের রূপ নিয়েছে। সকল ক্ষমতালিপ্সুরা দেশে ফিরছে। লুকিয়ে থাকা, ছদ্মবেশী-গণতন্ত্রকামীরা সুযোগ খুঁজছে-হয়ত পেয়েও গেছে। কট্টরবাদীরা শুরু করেছে তাদের কাজ। সংখ্যালঘু ভীত - সংখ্যাগুরুরা? তারা আরো ভীত। কে কাকে কেন কোন দোষে বিপদে ফেলবে কেঊ জানে না। এরসাথে যুক্ত করুন আন্তর্জাতিক রাজনীতি। সে সব খেলোয়ারদের নাম আপনারা জানেন-(আসলে কেউ জানে না) । বাংলাদেশ ভীষন বিপদে আছে। বাঙ্গলাদেশের মানুষ ভীষন বিপদে আছেন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু ঘটনা ঘটেছে যা সত্যিকার অর্থেই দুঃখজনক। কট্টরবাদীদের ব্যাপারে জনগণকে আগের চেয়েও সাবধান হতে হবে, সজাগ থাকতে হবে। সুযোগ নিয়ে কিছু পুরোনো সমস্যা আবারো সামনে আসতে পারে। তবে সমস্যা সব-সময়ই ছিলো, আছে আর থাকবেও। গণতন্ত্র কেবল ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়, নাগরিকদের আরো কিছু দায়িত্ব আছে যা পালনে আমাদেরও সচেষ্ট হতে হবে। ধৈর্য্য রাখুন, ১৫/১৬ বছরের জঞ্জাল সরাতে সময় অবশ্যই লাগবে। আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়িই বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো। ধন্যবাদ।

২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৯

বন্দি বলেছেন: আমি আশা রাখছি, আপনারা অবশ্যই পারবেন ।

৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১০

ঊণকৌটী বলেছেন: হবে হবে খেলা হবে আরও কি দেখেছেন সামনে আরো মজার মজার জিনিস পাবেন

৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১০

ঊণকৌটী বলেছেন: হবে হবে খেলা হবে আরও কি দেখেছেন সামনে আরো মজার মজার জিনিস পাবেন

৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১২

বন্দি বলেছেন: অপেক্ষার পালা ।

৬| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা দেশ দখল করেছে, সেনাবাহিকে বাধ্য করেছে তাদের লোকদের অন্তর্বর্তীকালীন সরকারে রাখতে।

৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৭

ঊণকৌটী বলেছেন: কোমলমতিরা আসলেই কোমল মতি, উহা দের কোন দোষ নাই, উনারা যাই করেছেন খেলার আনন্দে করেছেন, বাচ্চা না ক্ষমতা দিয়ে দিন আস্তে আস্তে বড় হবে দায়িত্ব নিতে শিখবে, দেশকে আমেরিকা বানাবে ততদিন আর বক বক করবেন না

৮| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪২

রাজীব বলেছেন: এক কথায় বলে দিন না, শেখ হাসিনার বিকল্প নেই।

১৬ বছরে সবকিছু দলীয়করন করা হয়েছে। এই জন্জাল দুর করা কঠিন। সময় লাগবে। আর এখনো তো ক্ষমতা হস্তান্তর হয়নি। ওনার মনোনীত রাষ্ট্রপতি ও সেনাপ্রধান দেশ চালাচ্ছে। একটু অপেক্ষা করুন।

৯| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৮

বন্দি বলেছেন: খুব দ্রত সিদ্ধান্ত নিয়েন না। শেখ হাসিনার গুন গাওয়ার দরকার অন্ততঃ আমার নেই। জঞ্জাল দূর করা যে কঠিন না, সেটা একমাসে দেখিয়ে দিয়েছেন ছাত্র যুবরা। এখন এই জঞ্জাল গেলো কোথায় সেটা ভাবুন। এই জঞ্জাল গিয়ে যুক্ত হবে নতুন সরকারের সাথে। দেখে নেবেন । যাদের অত্যাচারে বাংলাদেশ জ্বলছিল, তারাই এসে হাজির হবে নতুন করে। সমস্ত রাজনৈতিক দল চাইবে এই কুলাঙ্গাররা তাদের সাথে থাকুক। এই কুলাঙ্গাররাই ভোট লুঠ করতে সাহায্য করে- সরকারে যেই থাকুক, এরা একি যায়গায় থেকে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.