![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুক্তমনা মানুষ।।
সবাই বলে বাস্তবতার সামনে সবাই হার মানে। কিন্তু আমি মনে করে ছিলাম বাস্তবতা মানেই পরিবর্তন যোগ্য নই অনেক চেষ্টা করেও তা পাল্টানো যাই না।
শুরু করেছিলাম আজ থেকে ৭ বছর আগে চিন্তা চেতনা ছিলো আইনি পাঠশালায় পাঠ নিয়ে জীবনকে এগিয়ে যাবো। মানুষের আইনি সহায়তাই এগিয়ে যাবো। মৌলিক অধিকার নিয়ে কাজ করবো। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সদা স্বৌচ্ছার হবো নিয়তি কি বাস্তবতা এমন হলো যে আগে নিজেকে নিয়ে লড়ায় করতে হয়। দিন থেকে শুরু করে রাত পর্যন্ত চলতে হয় নিজে গড়তে , নিজের জীবন জীবিকার জন্য। অর্থনৈতিক স্বাধীনতা পাওযার জন্য। তার পরও চেষ্টা করছি নিজে যতটুকু সময় পাই মানুষের সেবা করার চেষ্টা করছি।
তারপরও এটা মানতে হয় "নিজে বাঁচলে বাপের নাম"
©somewhere in net ltd.