![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলেছিলাম কোন শীতের রাত্রে তোমাকে বিয়ে করব। তা আর হবে না, আমাদের রাজ্যে কোন শীত নেই। তুমি চলে যাওয়ার পর থেকে এখন শুধু বৃষ্টিই হয়। এখন বৃষ্টিকে ভালবাসি শিশিরকে ভুলে।
২
তোমাকে স্যালুট তো ওরা দিবে। তুমি তৈরি করেছো পৃথিবী ধ্বংসের হাতিয়ার। করেছো মরুভূমি আমাদের জননীর বুক। হারামজাদা, আমার স্যালুট শুধু ধ্বংস সৃষ্টিকারীর নয়।
৩
তোদের স্বার্থপরতা, ভুলে যাওয়া আর এরিয়ে চলা দেখলে বড্ড হাসি পায়। নিজেকে নিসঙ্গ মনে হয়না কেন যেন? বরং ভালো লাগে, গাইতে ইচ্ছে করে, "ওকি গাড়িয়াল ভাই....... "
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮
জরীফ উদ্দীন বলেছেন: কেমনে ভুলিব তোমায়?