![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝেমাঝে এমন যদি হয় কথাটাই সত্যি হয়। একটু বেশিই। কালকের দিনটি তাই ছিল। আমি অনেকটা দূর্ভাগ্যবান নই। স্বপ্নগুলোও মিথ্যে নয়। ধন্যবাদ স্বপকন্যা।
তাহলে খুলেই বলি। উলিপুর থেকে মাঝবিল আসব তাই অটোস্টান্ডে অটোয় বসে আছি। কিন্তু সীট পূরণ না হওয়ায় অটো ছাড়ছে না। মনেমনে ভাবি আজ যদি সে আসত! সে আসল না। অটো ছেড়ে দিল। আসতেছি। আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে আসতেই দুটো মেয়ে আসতেছে পরিতক্ত জমির উপর দিয়ে। তার অনেক পরিবর্তন হয়েছে। তবুও চিনতে সময় নিলাম না। ওর বান্ধবীই হবে বিদায় জানিয়ে অটোর পেটে বসতে বসতে আমাকে ছালাম দিল। উত্তর দিয়ে কেমন আছ জিজ্ঞেস করতেই ভালো আছে জানাল। আমাকে জিজ্ঞাসা করলে বল্লাম আছি। আর কোন কথা বললাম না সাড়া রাস্তায়। ভাবলাম কি দরকার তার সাথে কথা বলার? তাই নিশ্চুপ ছিলাম ও তো বলতে পারত। অটো থেকে নেমে আমি দুজনের ভাড়া দিলাম। ও দুজনের ভাড়া দিয়ে হাঁটা শুরু করল। অটোওয়ালা আমার টাকা ফেরত দিল। একটু ওকে একটা ম্যাসেজ দিলাম। ফোন দিল। রিসিভ করে বললাম একটু পরে ফোন দিচ্ছি। লাইন অফ করে বিকাশ থেকে ফ্লেক্সি করে ফোন দিলাম। চিনল না। না চেনাই স্বাভাবিক। হয়ত ওর যাগায় আমি হলেও আজ চিনতাম না ওকে। তারপর একটু আধটু কথা হলো।
গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু হলো না। এর কারণটা খোলাসা করে তাহলে বলি।
(চলবে)
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
জরীফ উদ্দীন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আরও লেখার ইচছে আছে ।
২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭
জরীফ উদ্দীন বলেছেন: আপনার ভালো লেগেছে যেনে আমি অনুপ্রাণিত
৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++
১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৪
জরীফ উদ্দীন বলেছেন: ধন্যবাদ বিজয় দা
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চলবে মানে !কবে চলবে, ভালোই তো চলছিল এতক্ষণ