নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগের সকল পোস্টের ছবি হাওয়া হয়ে গেছে, মোডুদের দৃষ্টি আকর্ষণ করছি :((

০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

মোডু নির্দেশিত নতুন ( এক নম্বর) পদ্বতিতে বিগত সকল পোস্টে ছবি আপলোড করে বড় বিপদে আছি। এখন আর কোন ছবিই দেখা যাচ্ছেনা । তাই আজ পুরাতন নিয়মে ( ২ নাম্বার নিয়মে) আপলোড করে একটা পোস্ট দিয়েছি। ২ নম্বর পদ্বতিতে পোষ্টের ছবি দেখতে অসুবিধা হচ্ছেনা । কিন্তু আমার আগের পোস্টের ছবি গুলোর কি হবে? ভীষণ মন খারাপ আজ আমার। কাঁদতে আসিনি , ছবি ফেরতের দাবি নিয়ে এসেছি। আমি কি আমার আগের পোস্ট গুলোর ছবি ফেরত পাবনা? মহামান্য মোডু , প্লিজ হেল্প মি । প্লিজ প্লিজ প্লিজ.......এক্টা কিছু করেন। নইলে আমি একাই গন অনশনে যাব , এই বলে রাখলাম কিন্তু !!!!!!!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমারও তো। দুইটা পোষ্ট ছাড়া বাকি সব হাওয়া।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

এম ই জাভেদ বলেছেন: দ্যাখেন আফা , একেকটা পোস্ট দিতে কত কষ্ট হয়। সেই পোস্টের যদি এই দৈন্য দশা হয় কেমন লাগে?

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

আশিক মাসুম বলেছেন: মডু সমস্যা হলে সমাধান করবে কে?:) @ স্বর্ণা ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

এম ই জাভেদ বলেছেন: ম ডু কেই তো সমস্যা জানাতে হয়, নাকি এই দায়িত্ব আশিক মাসুমের উপর অর্পিত। তাইলে বলে ফেলেন জলদি কি উপায়?

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওইটা টেকনিক্যাল মডুদের কাজ @আশিক মাসুম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

এম ই জাভেদ বলেছেন: ঠিক তাই , রোগ সারাবে ডাক্তার । ব্লগের ডাক্তার তো মডুরাই। হে জনাব মডু মহোদয় গন, একটা কিছু করেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

নিঃসংগ যোদ্ধা বলেছেন: আপনি এখন হাওয়া হাওয়া-ও হাওয়া গানটি গাইতে থাকেন :-/ :-/ :-/

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

এম ই জাভেদ বলেছেন: মজা লন আমার লগে? ইউ পম সেন্ট হেলেনা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.