![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১
এম ই জাভেদ বলেছেন: আপা মনি গো , বলছিলাম কি দেখলে বিখ্যাত কিছু দেখেন। খালি খালি চার্চ না দেখে মসজিদে গেলে পরকালে কাজে লাগবে। তাই বলছি। ব্লগে আবার কেউ কেউ আছেন ধর্মের কথা বললে খেপে যায় , তাই আগে থেকে সাবধানতা অবলম্বন ওই কথা বলেছি। কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
জাহিদ গাছবাড়ী বলেছেন: valo legeche,
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭
এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ জাহিদ। কিন্তু গাছের উপর বাড়ি কেন বানাইলেন?
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
ভিটামিন সি বলেছেন: মুন কয় ভালো লাগছে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
এম ই জাভেদ বলেছেন: আমার মুন ও একটা থ্যাঙ্কু আপনাকে দিবার চায়।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ঝাকানাকা পোষ্ট +++++
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
এম ই জাভেদ বলেছেন: ঝাকা নাকার দেখছেন কি। আসল ছবি গুলি তো দিই নাই। ওদের জন্য ভাল মত ছবি তুলতে পারি নাই। ক্যামেরা দেখা মাত্রই সামনে এসেই নাচানাচি শুরু করে। ওসব পুষ্ট দিলে ব্যান খাইতে পারি। তাই হাল্কার উপর ঝাপসা ছবি দিলাম।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০১
কালোপরী বলেছেন: +++++
সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
এম ই জাভেদ বলেছেন: পরীদের চোখে সব কিছু সুন্দর লাগে। কিন্তু পরী আবার কাল হয় নাকি ? মনে হয় আফ্রিকান পরী , তাইনা?
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮
১১স্টার বলেছেন: ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
এম ই জাভেদ বলেছেন: ধনিয়া পাতা ১১ স্টার কে।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
খেক খেক বলেছেন: ছেলেটার হাত এত লম্বা কেনো ?
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
এম ই জাভেদ বলেছেন: তাইতো! আগে খেয়াল করি নাই। এ জন্যই হয়ত ছেলেটা অমন পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। হস্ত প্রদর্শন আর কি ? ওর হাত দেইখা মনে হইল ব্যাটা বড় রাজনীতিবিদ হইব।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
আল ইফরান বলেছেন: ভালো লাগলো
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
এম ই জাভেদ বলেছেন: জেনে ভাল লাগিয়াছে।
১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২
কাউসার রুশো বলেছেন: সুন্দর ঝর্ণা
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
এম ই জাভেদ বলেছেন: ভাই ঝর্না আরও ছোট হয়, এটা ঝর্না নয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লেগেছে। গতকাল আমি চার্চে যাব বলায় আপনি নাস্তিকতার কথা আনলেন কেন? চার্চে গেলে কি হয়?