![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
চলছে সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে হতাহত উদ্ধার অভিযান
লাশ অনুসন্ধানের এক পর্যায়ে পাওয়া যায় কিছু সোনার অলংকার
খুঁজে পাওয়া সোনা জড়ো করা হচ্ছে পলিথিনের পোঁটলায়
ফায়ার সার্ভিসের এক উদ্ধার কর্মীও খুঁজে পেলেন কিছু সোনা
চলছে আরও সোনা অনুসন্ধান
ধ্বংস স্তুপ থেকে বের হয়ে আসা একটা মানব মস্তকের খুলি
ভারি যন্ত্র পাতি দিয়ে উদ্ধার অভিযান চলছে পুরো দমে
০২ রা মে, ২০১৩ রাত ১২:১০
এম ই জাভেদ বলেছেন: হুম
২| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৩২
অচিন.... বলেছেন:
০২ রা মে, ২০১৩ রাত ১২:১২
এম ই জাভেদ বলেছেন: ্মনঅনেক খারাপ আছে আজ
৩| ০১ লা মে, ২০১৩ রাত ১১:০৮
তানিয়া হাসান খান বলেছেন:
০২ রা মে, ২০১৩ রাত ১২:১২
এম ই জাভেদ বলেছেন: কান্দেন , কান্দলে বুকটা হাল্কা হবে।
৪| ০১ লা মে, ২০১৩ রাত ১১:১০
বহুরুপি জীবন বলেছেন: মাত্র সাত দিনে লাশের একেবারে খুলি বের হয়ে গেল ? আহা রে !
০২ রা মে, ২০১৩ রাত ১২:১৫
এম ই জাভেদ বলেছেন: লাশ তো লাশই। খুলি বের হলেই কি আর গুঁড়ো হয়ে গেলেই কি।
৫| ০১ লা মে, ২০১৩ রাত ১১:৪৪
মেকগাইভার বলেছেন: আমি কোন ডাক্তার নই তবে আমি এত বোকা না যে বিশ্বাস করবো এই মাথার খুলি ৭ দিনের মৃত লাশের।
- মাথার চামরা আর চুল ডিকম্পোজ হতে কয়েক বছর লাগে।
- মাথার খুলির হাড্ডির হলূদ রং কয়েক বছর পরে আসে। প্রহমে সাদা থাকে।
- এই মাথার খুলির কোন চামরা বা চুল তো নাই বরং হাড্ডির মাঝের খাজ গুলো শুকিয়ে গিয়ে দেখা যাচ্ছে।
- কি কারনে এই নাটক টা করা হচ্ছে সেটা বুঝতে পারলাম না । তবে এটা সিওর যে এই লাশের কোন পরিচয় জানা যাবে না।
০২ রা মে, ২০১৩ রাত ১২:১৩
এম ই জাভেদ বলেছেন: বড়ই নির্মম
৬| ০১ লা মে, ২০১৩ রাত ১১:৫৩
হারকিউলিস বলেছেন: আইচ্ছা
০২ রা মে, ২০১৩ রাত ১২:১৩
এম ই জাভেদ বলেছেন: জ্বি আইছছা
৭| ০২ রা মে, ২০১৩ রাত ১২:০৩
এম ই জাভেদ বলেছেন: মেকগাইবার ভাই , আরও ভাল কইরা দ্যাখেন। আপনার কথায় যুক্তি আছে। তবে এটা কোন ফেক খুলি না। সত্যি ওটা ওখানে পড়ে থাকতে দেখা গেছে।
৮| ০২ রা মে, ২০১৩ রাত ১২:০৫
মিত্রাক্ষর বলেছেন: মাথার খুলির ব্যাপারটা কি একটু খুলাসা করা যায়???
০২ রা মে, ২০১৩ রাত ১২:০৯
এম ই জাভেদ বলেছেন: এত গুলান মানুষ মারা পড়ল আর একটা খুলি পাওয়া যাওয়া কি অস্বাভাবিক? আর এত বড় দালান মাথার উপর ভাইঙ্গা পড়ার পরও খুলিটা যে গুঁড়া হয়ে যায়নি তাও কম কিসে ?
৯| ০২ রা মে, ২০১৩ রাত ১২:১৬
মেকগাইভার বলেছেন: এম ই জাভেদ বলেছেন: মেকগাইবার ভাই , আরও ভাল কইরা দ্যাখেন। আপনার কথায় যুক্তি আছে। তবে এটা কোন ফেক খুলি না। সত্যি ওটা ওখানে পড়ে থাকতে দেখা গেছে।
আমি এই ব্যাপারে আসলেই সাবধানে মন্তব্য করতে চাই। এমনেতেই পুড়ো ঘটনা অনেক কষ্টের তার মধ্যে হুট করে কোন আজাইরা কমেন্ট করতে চাই না।
তবে আমি বায়োলজি পরছি। তাই চোখের সামনে এরকম অসমন্বয়তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মাথায় একটাও চুল দেখা যাচ্ছে না সেটা কিভাবে হয়? চুল সাধারনত মাথা থেকে ডিটাচ হয় এক মাস পরে।
আমার কনফিউশনটা যদি কোন ডাক্তার ব্লগার দূর করতো তাহলে খুশি হতাম। ভূল হয়ে থাকলে কমেন্ট মুছে দিয়েন দয়া করে।
০২ রা মে, ২০১৩ সকাল ৭:১৬
এম ই জাভেদ বলেছেন: ভারি মেশিন আর কংক্রিটের যাঁতাকলে পড়ে হয়তো চামড়া খসে যেতে পারে। অথবা পুরনো কোন খুলি হতে পারে এটা।
১০| ০২ রা মে, ২০১৩ সকাল ৭:২৭
এম ই জাভেদ বলেছেন: রানা প্লাজা থেকে ২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার
১১| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:২০
রামন বলেছেন:
রানা প্লাজায় মানুষ হত্যা করে লাশ গুম করে রাখা হত, লেখক কি এটাই বুঝতে চাচ্ছেন?
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২২
এম ই জাভেদ বলেছেন: নাহ, মোটেও তা নয়। আন্দাজের উপর আমাদের ঢিল ছোড়া উচিত নয়।
১২| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৪
জন্মদিন বলেছেন: কিছুই বলার নেই
০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০২
এম ই জাভেদ বলেছেন:
১৩| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৫০
আখাউরা পূলা বলেছেন: মেকগাইভার ভাই, হয়ত বয়লার এর আশেপাশে ছিল, প্রচন্ড তাপে এমন হতেও পারে!
০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০২
এম ই জাভেদ বলেছেন: valo point bolechen
১৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১:০০
অমৃত সুধা বলেছেন: উদ্ধার আরো ২৮, মোট লাশ ৪৫
http://dhakajournal.com/?p=5755
০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪
এম ই জাভেদ বলেছেন:
১৫| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৬
মেলবোর্ন বলেছেন: মাথার খুলি নিয়ে একটু কথা বলি :রানাতো ছিল সন্ত্রাসী এটা সবাই জানেন তাই না এই বার ওরে আরো ডিম থেরাপি দিয়া জিগ্গেস করা হোক এম পি মুদার জং এর কথায় কারে মাইরা ও ওর বিডিংয়ের নিচে রাখছিল দেখুন উত্তর পাবেন এত কম সময়ে মাথার সব চুল নাই হবার সম্ভাবনা খুব কম । তবে এটা যে মাথার খুলি সেটা তো আমরা নিশ্চিত তাই না।
০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪
এম ই জাভেদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ রাত ১০:১৩
অদ্ভুত স্বপ্ন বলেছেন: কিছুই বলার নেই।