![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
কিছুদিন পর পর সামুর কি যে হয় বুঝি না। কয়দিন তো ব্লগ বন্ধ ছিল অনিবার্য কারনে। কিন্তু ব্লগ সচল হওয়ার পর নিজের ব্লগ পাতার অমন দুর্দশা দেখে বেজায় মন খারাপ হয়েছে। আমার অনেক কষ্টের ভ্রমন পোষ্টের দুর্লভ সব ছবি সহ সকল ছবি রানা প্লাজার মত ধসে গেছে।
উল্লেখ্য, ইতোপূর্বে একবার একই ভাবে আমার কিছু পোস্ট আক্রান্ত হয়েছিল। কিন্তু এবার মেসিভ এটাক । এখন উপায়?
সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করেও কোন লাভ হয়নি আগের বার । তারা বা তারা বা তিনি সব সময় কানে কটন বাড পুরে রাখেন হয়ত। তাই এ অধমের আওয়াজ কর্ণ কুহরে প্রবেশ করে না। এবার তাই ভাবছি - কারে জানাব মনের দুঃখ গো ............. ? আপ্নারাই বলেন , এমন হলে মেজাজ মর্জি কি ঠিক থাকে ? ধুত আর কোন ছবি পোস্ট ই দিমুনা।
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৭
এম ই জাভেদ বলেছেন: ভাই কি কিছু কইলেন ?
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫১
ইমরান হক সজীব বলেছেন: