![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
যে কোন ব্লগের প্রান ভোমরা হচ্ছেন এর ব্লগারগণ। ব্লগারদের ব্লগিয় আচরণের মাধ্যমেই ব্লগের সার্বিক আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। তাই ব্লগ পাতায় চোখ মেলেই টের পাওয়া যায় ঝড়ো হাওয়া আজ কোন দিকে প্রবাহমান।
মূলত নিত্য নতুন তরতাজা ইস্যুকে কেন্দ্র করেই ব্লগিয় ঝড়ো হাওয়ার সুত্রপাত ঘটে। মাঝে মধ্যে কিছু ক্যাচাল পোস্টে বিদ্যুৎ চমকসহ বজ্রপাতমূলক কমেন্টেরও সন্ধান মিলে। ( যাহা নিয়ন্ত্রণে কখনো সখনো মডুরাও হিমশিম খায়) ; তবে হঠাৎ হঠাৎ ব্লগে পড়ে যায় বেশ ভাটার টান; ক্যাচাল নেই, ১৮+ পোস্টের দেখা নেই,
কেমন যেন একটা রুক্ষ রুক্ষ ভাব!! ভারি ভারি পোস্টের ভারে নুইয়ে পড়া ব্লগপাতা দেখে মনে হয় - সুশীল পোস্টের রাজ্যে ব্লগ সুশীলময়। এ সময় ব্লগপাতা ঝিমিয়ে থাকে কুনোব্যাঙের শীত নিদ্রার মত। এ ধরনের নির্জীব ব্লগিয় আবহাওয়ায় প্রান ফিরে আসে যদি ব্লগারদের নিয়ে কোন পোস্ট ব্লগ পাতায় দেখা যায়। এই যেমন কমেন্ট প্রাপ্তির ভিত্তিতে জনপ্রিয় ৫০ নারী/পুরুষ ব্লগার কারা, সেরা ৫০ ফালতু ব্লগারের তালিকা, ব্লগারদের নাম দিয়ে লেখা চিঠি পোস্ট, লাব্লা-লাব্লা…….।
আপনি ভাবছেন আমিও ব্লগারদের নিয়ে কোন পোস্টের ফন্দি আঁটছি কিনা ? আগেই বলেছি ব্লগের প্রান ভোমরা ব্লগাররা। তাই তাদের নিয়ে পোস্ট আসাটা স্বাভাবিক। কিন্তু ব্লগে ভিলেন কারা? তাদের নিয়ে কি কারো মাথা ব্যাথা নেই? অবশ্যই আছে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় ব্লগের ভিলেন কারা, আমার ধারণা অনেকেই বলবেন- মডুরা। কারন মডুদের দিকে তির্যক মন্তব্য ছুঁড়ে অনেক ব্লগার বেশ আত্মপ্রসাদ লাভ করেন। যেখানে ব্লগে ২/৩ টা পোস্ট পড়ে মন্তব্য করতেই আমার দুই চোখে জ্বালা পোড়া শুরু হয়ে যায় ( যদিও এসব উপেক্ষা করে ব্লগে দীর্ঘ সময় কেটে যায় অজান্তে) সেখানে কত শ্রম আর ধৈর্যের পরিচয় দিয়ে মডুরা স্কুল পড়ুয়া সুবোধ বালক-বালিকার মত সকল পোস্ট পড়ে তা থেকে বেছে বেছে পোস্ট নির্বাচিত করেন, ভাবতেই তাদের স্যালুট দিতে ইচ্ছে হয়। অথচ মাঝে মধ্যে কেউ কেউ নির্বাচিত পাতার প্রশ্নে সমালোচনার তীর ছুঁড়ে মডুদের একেবারে ঝাঁজরা করে দ্যান। কিন্তু তাতে কি? মডুরা থাকেন ইস্পাত- কঠিন বর্ম দ্বারা সুরক্ষিত!! সমালোচনার তীর তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনা।( বরং ইহা মডুদের ওয়াচ/ব্যান লিস্টের তালিকাকে দীর্ঘ করে মাত্র);
ব্লগে সমালোচনার জবাবে মডুরা টু –শব্দটি করেনা পাছে মডুত্ব প্রকাশিত হয়ে যায়। এ কারনে আমার নিকট মডু মানে কোন মহামানব/মানবী। স্বভাবতই তাদের সম্পর্কে ব্লগারদের আগ্রহ প্রবল। আজ তাই একটু জানার চেষ্টা করি কারা হতে পারে সামু ব্লগের মডু কিংবা নির্বাচক? আমার এ ক্ষুদ্র ব্লগিয় জীবনে আমি একজন সর্বজন স্বীকৃত মডুকেই জানি, তিনি হলেন- অন্যমনস্ক শরৎ। কিন্তু সামুর এ বিশাল রাজ্য তার পক্ষে একা সামলানো চাট্রিখানি কথা নয়। তাহলে আর কারা আছেন যারা অন্তরালে চালিয়ে যাচ্ছেন মডুর কাজ? আমরা সম্ভাব্য মডুদের একটু চিনতে চাই, জানতে চাই( কোন বিশেষ কারন নেই, এমনি এমনি কিংবা একটা স্যালুট দেওয়ার জন্য); আমার আরও দুইজনকে মডু হিসাবে যথেষ্ট সন্দেহ হয় তাদের নাম দিচ্ছি ; বাকীটা আপডেট করবেন আপনারা। ইতস্তত না করে জানিয়ে দিন কাকে আপনার মডু বলে সন্দেহ হয়। আমার সন্দেহ তালিকার প্রথম ২জন হলেনঃ
(১) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
(২) আরজু পনি
আপনাদের আপডেটের অপেক্ষায় থাকলাম।
আপডেটঃ
(৩) আশিস
(৪) কুনোব্যাঙ (বীথি ও হইবার পারে, কারন চুপে চুপে পোস্ট পড়ে চলে গেছে, কমেন্ট করে নাই। নাকি নাম না দেখে মন খারাপ করছে!! )
(৫) আমিনুর
(৬) কাণ্ডারি অথর্ব
(৭) মামুন রশিদ
(৮) একজন আরমান
(৯) কাল্পনিক ভালবাসা
সন্দেহভাজন মডুদের চেয়ে মডু হতে আগ্রহীরা সংখ্যা গরিষ্ঠ মনে হচ্ছে। তাই এখন বাধ্য হচ্ছি আলাদা লিস্ট করতে। এ লিস্টের নাম ঃ
কে হতে চায় সামুর মডু ?
(১) শাহ আলম বাদশাহ
(২) জুলকারনাই১৯৬৭
(৩) অন্ধকারে একজন
(৪) এক্সপেরিয়া
(৫স্বপ্নবাজ অভি
(৬) খাটাস
(৭) স্নিগ্ধ শোভন
(৮) সুমন কর
(৯) আমি তুমি আমরা
(১০) আরজুপনি ( ইনি মডু হয়েও মডু হওয়ার ইচ্ছা পোষণ করেছেন< আমিও তাই ত্যালা মাথায় ত্যাল ঢালার মত নাম উঠিয়ে দিলাম আগ্রহী লিস্টে)
(১১) সেলিম আনোয়ার
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
এম ই জাভেদ বলেছেন: এপয়েন্টমেন্ট লেটার কই?
নইলে সন্দেহ করমু না
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধু । মডুদের সেইরাম ধমক দিয়াও দিব্যি বুক ফুলিয়ে ব্লগিং করে যাচ্ছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
এম ই জাভেদ বলেছেন: পরিবেশ বান্ধব বলেই হয়ত টিকে আছে।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং
পর্যবেক্ষণে রাখলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫
এম ই জাভেদ বলেছেন: সন্দেহের একটা তীর ছুঁড়ে দিয়া যান না..........
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
জুলকারনাই১৯৬৭ বলেছেন: শাহ আলম বাদশাহ বলেছেন: আপনার সন্দেহের তালিকায় আমাকেও রাখেন!!!
আমাকে মডু বলে মনে হয়না ভাই---প্রমাণ দিচ্ছি---এই ব্লগে আমরা মডুরা লিখিত ও ঘোষিত নীতিমালার বাইরেও গুপ্ত নীতিমালার বলে কাউকে কাউকে পোস্ট ব্যান করে থাকি যদিও সেই ব্যাচারা প্রথমে বুঝতেই পারেনা, কেনো তার পোস্ট দিলে প্রথম পাতায় আসেনা!!
আমরা তাদের কোন নোটিশ দেইনা, কিন্তু তারা পোস্টের সব নিয়ম ফলো করেও যখন দেখে লেখা আসেনা তখন করার কিছুই থাকেনা!!
আমার সাথে এবার ভুক্তভোগীরা একমত হবেনই----মদু কয় প্রকার সেটা না জেনেই আমাদের খোজা শুরু করলেন!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
এম ই জাভেদ বলেছেন: আপনাকে মডু যে বলে মডু সে নয়
লোকে যারে মডু বলে মডু সে হয় ।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
বিলাল বলেছেন: যারা গোপনে খেলে পাশা আর লুডু
তিনারাই হইলেন এই বলগের মহান মডু।
(ব্লগের পড়বেন না, বলগের পড়বেন- ওকে)
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
এম ই জাভেদ বলেছেন: খালি আওয়াজ দিয়া বলগা হরিণের মত প্রস্থান করিলে ক্যাম্নে হইবেক?
মডুর নাম বলেন
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০
বিলাল বলেছেন: আমার কইতে বড়ই লইজ্জা লাগে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩
এম ই জাভেদ বলেছেন: অমা কয় কিতা মিয়া ভাই, লইজ্জা তো নারীর ভূষণ । নারীবাদীরা আবার ক্ষেপে গেল কিনা......
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০
এম এম ইসলাম বলেছেন: (১) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
(২) আরজু পনি
??? - নারে ভাই বিশ্বাস হয়না।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
এম ই জাভেদ বলেছেন: তয় কারে বিশ্বাস হয়, সেইটা বলেন, মুই তো হেইয়া জাইন্তে চাই
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
অন্ধকারে একজন বলেছেন: Ami Modu hoite chai ...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
এম ই জাভেদ বলেছেন: মডু হইতে চাইলে আপনাকে লোহার শিরস্ত্রাণ পরিধান করে ব্লগে লগিন করতে হবে , রাজী ?
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪
জুলকারনাই১৯৬৭ বলেছেন: হায় হায় মডু সন্দেহের তালিকায় থাতে গেলেও ্নিয়োগপত্র লাগে নাকি? যাদের তালিকা দিলেন--তাদের নিয়োগপত্র দেখতে চাই----
আর আমি যে, নিরাপদ মডু এবং আমার পোস্ট আমার সিনিয়র মডুরা প্রথম পাতায় আস্তেই দেন না--তার প্রমান লন--- স্ক্রিন শট---
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
এম ই জাভেদ বলেছেন: স্ক্রিন শট হাল্কার উপর ঝাপ্সা লাগতাছে। আপ্নেমনে হয় আসল না , গলা কাটা মডু
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
বিলাল বলেছেন: নারীবাদীরা ক্ষেপে না গেলেও কেঁপে যাবে...... :!> :!>
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
এম ই জাভেদ বলেছেন: হুম , কেঁপে কেঁপে বলবে- কাঁপতে আসিনি মডু হইবার দাবি নিয়ে এসেছি.........।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
তন্দ্রা বিলাস বলেছেন: আমারে কতবার মডু হইতে কইল আমি সুজা না কইরা দিছি, হুদাই টাইম নষ্ট
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
এম ই জাভেদ বলেছেন: ক্যাডায় কইছিল, নামটা খালি কইয়া ফালান। আমি লিস্টি তে তার নাম উঠিয়ে দিই।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
এক্সপেরিয়া বলেছেন: আমারে মডু কৈরা দেন । তখন বলতে পারব মডু কে কে !?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
এম ই জাভেদ বলেছেন: হ রতনে রতন চিনে , মডু হইলে তো অন্য মডুকে চিনবেন। ঝেড়ে কাশেন। সন্দেহজনক মডু দের নাম বলেন।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
শাহ আলম বাদশাহ বলেছেন: আর আমি যে, নিরাপদ মডু এবং আমার পোস্ট আমার সিনিয়র মডুরা প্রথম পাতায় আস্তেই দেন না--তার প্রমান লন--- স্ক্রিন শট---
এনার কথা একদম ঠিক---তাকে আমি পোস্ট ব্যান করে রেখেছি----
এখন এই পোস্টের মতামতদানকারীদের কাকে কাকে ব্যান করা যায় ভাবছি---- হে হে---
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
এম ই জাভেদ বলেছেন: ঠিক আছে আপনাকে ওয়াচে রাখলাম।
কিছু বুঝতে পারলেন ?
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
আশীষ কুমার বলেছেন:
এর পরে কারো সন্দেহ থাকলে বলেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
এম ই জাভেদ বলেছেন: নিয়োগ পত্র নিয়া হাজির এক্কেরে। ঠিক আছে , আপনার নাম তুলে দিলাম লিস্টে। তয় আপনার মাইনে কত ?
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, মডুগিরি করতে আর ভাল্লাগেনা, মডুগিরি ছাইড়া দিমু :-<
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১
এম ই জাভেদ বলেছেন: আপ্নারেও সন্দেহের তালিকায় রাখছিলাম। কই নাই। নিজে আইসা ধরা দিলেন যখন দিলাম লিস্টে নাম তুইলা।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
আশীষ কুমার বলেছেন: নাম লিস্টে রাখছেন বানান ভুল করে। আপনাকে ব্যান করার ব্যাপারে বোর্ড মিটিং বসাবো? আর আন্দাজে সবারে মডু ভাবলে হবে? নিয়োগপত্র আছে তাদের?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৯
এম ই জাভেদ বলেছেন: আশী ষ , বোর্ড মিটিঙে আর কে কে আসবে তাদের নাম বলেন।
আপাতত সন্দেহভাজনদের তালিকা করি। পরে যাচাই বাছাই কমিটি করে না হয় প্রকৃত মডু লিস্ট বের হবে।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
*কুনোব্যাঙ* বলেছেন: তার চাইতে আমারে আস্তিক নাস্তিক ছাগু ভাদা লুল সুশীল যেকোন ট্যাগ দেন আপত্তি নাই মাগার মডু ট্যাগ দিয়েন্না। হুদা কামে ব্লগারগো ভার্চুয়াল গদাম খাওয়াইয়েন্না
ওয়াচে থাকাকালীন মডুগো উপর ত্যাক্ত বিরক্ত রাগান্বিত হইয়া একটু পোষ্টও দিছিলাম এইযে লিংক,
ব্লগে মডুর গুরুত্ব !!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪
এম ই জাভেদ বলেছেন: হায় হায় , ব্লগারদের মাছির সাথে তুলনা। না না সহ্য করা হবেনা।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আমার নাম উডাইয়া দেন না প্লিজ ! মডু হবার ব্যাপক শখ !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
এম ই জাভেদ বলেছেন: কবিরা নাকি ইহজাগতিক লোভ লালসা থেকে মুক্ত থাকে। কিন্তু আপনার মডু হওয়ার আগ্রহ আমাকে ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে!!
আপনি সহ অন্যান্যদের খায়েস দেখে এখন মনে হচ্ছে শিরোনাম পালটিয়ে বলতে হবে
কে হতে চায় সামুর মডূ ?
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: ..
মডু হইতাছে স্বরাষ্ট্রমন্ত্রীর লাহান। ক্ষমতা ভোগ করে কিন্তু সবাই গাইল পাড়ে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
এম ই জাভেদ বলেছেন: মডু স্বরাষ্ট্রমন্ত্রীর লাহান !!!! খাইছে........ব্লগের পিলার ধরে নাড়া চাড়া দিলে তো আমরা ঝইরা জামুগা জ্যৈষ্ঠ মাসের পাকা আমের লাহান।
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
আমিনুর রহমান বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
এম ই জাভেদ বলেছেন: পাইছি আরেকটা সন্দেহভাজন। নাম উঠে গেল।
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯
খাটাস বলেছেন: আমি নিজে রে এত সন্দেহ করি, আফসুস মানুষে আমারে করে না। বড় লজ্জার ব্যাপার। :!> ক্ষোভে অপমানে আপনার পোস্টে আমার বেক্তিগত সন্দেহ নিয়া একটা কমেন্ট ই দিয়া দিলাম। :-<
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
এম ই জাভেদ বলেছেন: মডু হওয়ার খায়েশ আছে , এটা খুইলা কইলেই হয়; ও কে নাম এসে যাবে।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২
উড়োজাহাজ বলেছেন: আমি মডু নই এটা নিশ্চিত করে বলতে পারি। আমাকে ঘুণাক্ষরেও মডুর তালিকায় ফেলবেন না।
একটা মাল্টি নিক খুলছিলাম। কিন্তু সেটা আালোর মুখ দেখছেন না। আলোর মুখ না দেখানোটাই প্রমাণ করে আমি মডুশ্রেণীর প্রাণী নই। তাছাড়া ব্লগের ভিজিটর এবং কমেন্ট দেখেও তা খুব সহজে বুঝতে পারবেন। সন্দেহের তালিকা থেকে একটি সম্ভাবনা বাতিল করে দিলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
এম ই জাভেদ বলেছেন: ঠিক আছে , আপনাকে মাইনাচ করে দিলাম।
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি মডু :#>
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
এম ই জাভেদ বলেছেন: আপনার দিকে সন্দেহের তীর , নানা বর্ষা নিক্ষিপ্ত করে অনেক ব্লগারই। আপনার আচরণেও যথেষ্ট মডু ভাব আছে। অতএব ..........
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “সমালোচনার তীর তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনা।( বরং ইহা মডুদের ওয়াচ/ব্যান লিস্টের তালিকাকে দীর্ঘ করে মাত্র)” - বিষয়টা আরেকটু খুইল্লা কউন যায় না? ওয়াচ/ব্যান কীভাবে করেন, মডু ভাই?
আমারতো এখানে মন্তব্য দিয়েছেন এমন হগ্গলতেরেই সন্দে হয়
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
এম ই জাভেদ বলেছেন: হায় হায় , মইনুল ভাই দেখি সন্দেহের তীরকে বুমেরাং বানাইয়া আমার দিকেই পাডাইয়া দিতাছে। সর্বনাশ।
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ইংরেজি একটা কথা আছে, ব্লগিং করো কিন্তুক মডু কইয়ো না
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
এম ই জাভেদ বলেছেন: ক্যান , মডুকে মডু কওয়া জাইবনা ক্যান ?
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
নিজেরে মডু মডু মনে হচ্ছে।
আমার নাম উঠাইয়া দেন
সিরিয়াসলি কিন্তু পোষ্ট নামাই দিমু
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এম ই জাভেদ বলেছেন: ভয় পাইছি !!!!
দিলাম উঠিয়ে আপনার নাম।
২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: নারে ভাই আমি মডু না.... তয় আপনি নিজেই কিনা....
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
এম ই জাভেদ বলেছেন: আপ্নে মডু না। কিন্তু আমারে ক্যান মডু বইলা অপবাদ দিলেন ?
২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এম ই জাভেদ বলেছেন: বুঝছি, একটা মডু ধরা পড়ছে রঙিলা জালে।
২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
জাহিদ ২০১০ বলেছেন: আচ্ছা মডু খায় না মাথায় দেয়
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
এম ই জাভেদ বলেছেন: মডু খায় না , মাথায় ও দেয়না, তয় মডুকে অনেকে তেল দেয়।
৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
সিস্টেম অ্যাডমিন বলেছেন: আমার নামের সঙ্গে মিলে যায় কিনা !! তবে আমি মডু হতে চাই না, মডু তো একজন ই , তাই না ?
আপনার ভ্রমন কাহিনী বেশ ভাল লেগেছিল । ধন্যবাদ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এম ই জাভেদ বলেছেন: মডু একজন !!!! হইতেই পারেনা। যে ব্লগে ৫০ জন ফাউল ব্লগারের তালিকা হয় তা সামলাতে একজন মডু খুবই হিমশিম খাবে। অতএব ইনাদের সংখ্যা যে কত তা মনে হয় ইনারাও জানেন না।
তয় আপনি কারে সিস্টেম কইরা এডমিন হইছেন শুনি।
ভাল কথা মনে করেছেন, ভ্রমন কাহিনী এক পর্ব এখনো বাদ আছে। লিখতে হবে। জাইগা , ভ্রমন কাহিনী শেষ করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: একবার খালি মডু হইয়া লই , নিক ভ্যান না কইরা ক্ষান্ত হমুনা ! আমার নামের বানান ভুল ! হবু মডুর সাথে এহেন দুষ্টামি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এম ই জাভেদ বলেছেন: ভাই জান নিক রে আবার ভ্যান করে ক্যামতে???? আগে নিজে বানান শুধরান মিয়া। :!>
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ঐ মিয়া আমারে আগ্রহীদের লিস্টে ফালাইলেন কেন??
পোষ্ট কিন্তু নামাই দিমু
শেষ বারের মত বলে গেলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
এম ই জাভেদ বলেছেন: মুরোদ থাকলে ফাল না পাইরা এই পোস্ট নির্বাচিত পাতায় নেন দেহি। তাইলে আপ্নারে মডু মানা হইবেক।
৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
*কুনোব্যাঙ* বলেছেন: (৫) আমিনুর
(৬) কাণ্ডারি অথর্ব
মডু কট
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এম ই জাভেদ বলেছেন: কুনোব্যাঙ ভাইডি, লক্ষ্মী সোনা , চাঁদের কনা....... রহস্য না কইরা কইয়া ফালান আর কেডা এই গোত্রীয়?
৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে............... হা হা............
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
এম ই জাভেদ বলেছেন: বর্ষণ ভাই তো দেহি হাসির বন্যা বইয়ে দিসে। কি মডু হবার খায়েস জাগসে বুঝি ?
৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: একজন আরমান, মামুন রশিদ,দিকভ্রান্ত পথিক,কাল্পনিক ভালোবাসা................পরিবেশ বন্ধু।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এম ই জাভেদ বলেছেন: একেবারে অন্দর মহল থেকে তথ্য এনেছেন দেখছি। এদের মধ্যে অন্তত তিনজন কে আমার মডু মনে হয়।
আপডেট দিলাম।
৩৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ফারহান ফারদিন বলেছেন: মডুদের সাথে রাম সাম যদু মধুর তফাৎটা কি ?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
এম ই জাভেদ বলেছেন: তফাতটা এই রকম-
সকল মডুই ব্লগার
কিন্তু সকল ব্লগার মডু নয়।
৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: আমি আসলাম পরিবেশ বন্ধু'র মডু হওয়ার ব্যাপারে আমার সন্দেহের কথা জানাতে, আমাকে আবার সন্দেহ করল কে ?
বুঝছি, ওয়েট ৮০ কেজি'র বেশি হলেই মডু
মাইনা লইছি আমার ওয়েট ৮০+, নামটা তো সঠিক বানানে লিখবেন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬
এম ই জাভেদ বলেছেন: আপনাকে ইরফান আহমেদ বর্ষণ সন্দেহ করেছেন। তাছাড়া আমি নিজেও আপনাকে সন্দেহ করি। আমার ওয়েট ও তো ৮০ কেজি। তাহলে কি হামিও মডু হয়া গেলাম বাহে ?
৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
সুমন কর বলেছেন: আমি অনেক বার এই পোস্টটা পড়ে গেছি। মাগার !! ডরে কিছু কইবার পারি নাই। এখন বেভাগতের মন্তব্য দেইখা, আমিও মডু হতে চাই। আমার হাতে বিরাট সময়!!
আর লাইফে একজ্যাইমার অনেক বছর ধইরা আছি। ভুল করি নাই। ঠিক মত সিলেক্ট করুম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০
এম ই জাভেদ বলেছেন: ঠিক আছে, তালিকায় আপনার নাম উঠিয়ে দিলাম। তবে কানে কানে এক খান কতা কইয়া যাই ,
আপ্নে মডু হইলে নির্বাচিত পাতা নিজের পোস্ট দিয়ে ভাসিয়ে দেবেন না তো ?
অপেক্ষায় থাকেন, ব্লগে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি দেখছিলাম সামুর কি কি সব কারিগরি পদে লোক নিয়োগের । এই পোস্ট জানা আপুর নজরে পড়লে তালিকা দেখে তিনি আপনাদের মডুর দায়িত্ব দিলেও দিতে পারেন। অতএব .........
৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
খাটাস বলেছেন: আরি এইটা কি কতা? আমি কখন বল্লেম যে মডু হইতে চাই?
আমি মাত্র সন্দেহ জানালাম।
যাই হোক, মডু রে ধরলে আমারে আওয়াজ দিয়েন, একটা ফডু তুলে জাইতাম । দেখেন এজন্য একটা চশমা ও কিঞ্ছি।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
এম ই জাভেদ বলেছেন: আপ্নে কি যে বলেন, ব্লগের মডুরা সব সময় থাকে ধরা ছোঁয়ার বাইরে। তাদের সাথে ফডু তোলার আশা করা বৃথা। চশমা কিন্সেন যখন খুব খেয়াল কইরা মডু খোঁজার কাজে নেমে পড়েন।
৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
এম ই জাভেদ বলেছেন: কি আপু, কিছু না বললে ক্যাম্নে হবে, লিস্টে নাম উডাইয়া দিমু নাকি ?
৪১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মডু লিস্টে আমার নাম দেখে ব্যাপক খুশি খুশি লাগতাছে। এই কে কোথায় আছিস মিষ্টি নিয়ে আয়। আজ মিষ্টির বন্যা বয়ে যাক
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
এম ই জাভেদ বলেছেন: দেইখা মডুর লিস্টি
আকাশ থেইকা ঝরুক অনেক
মিষ্টির বৃষ্টি .....।
বি: দ্রঃ সকল বিল কান্ডারী ভাই কর্তৃক পরিশোধ যোগ্য।
৪২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
আমিনুর রহমান বলেছেন: ব্যান কইরা দিমু ঃ/
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০
এম ই জাভেদ বলেছেন: ডরাইসি!!! বস আমার উপর বিলা হইলেন ক্যান। মডু হইয়াই ক্ষমতার অপব্যবহার করা ঠিক না।
৪৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সংশোধনী:
“ইংরেজি একটা কথা আছে, ব্লগিং করো কিন্তুক মডু হইয়ো না”
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
এম ই জাভেদ বলেছেন: হক কতা।
৪৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
টুম্পা মনি বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২
এম ই জাভেদ বলেছেন: আফা কি চউখখে কালা চশমা লাগাইয়া মডু খুঁজবার লাগছেন?
৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯
প্রত্যাবর্তন@ বলেছেন: নামগুলো জেনে রাখলাম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
এম ই জাভেদ বলেছেন: চিনে রাখুন। এরপর কোন ব্যাপারে নাখোশ হইলে নাম ধইরা ধইরা ঝাড়ি লইবেন। ব্যাফক সুবিধা.......
৪৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
লিন্কিন পার্ক বলেছেন:
সন্দেহের তালিকার নাম দেখে হাসতে হাসতে হেস্কি উঠে গেছে !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬
এম ই জাভেদ বলেছেন: ক্যান, সন্দেহের তালিকায় আপনার নাম নাই তাই দেইখ্যা ?
নাম উডাইয়া দিমু কিন্তু , তাড়াতাড়ি নাম বলেন কারা কারা মডু।
৪৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
আমিনুর রহমান বলেছেন:
মানুষ ক্ষমতা অর্জনই করে তার অপব্যবহারের জন্য
কিন্তু আমি তো আপনারে ব্যন মারছিলাম আপনের ব্যান কোন মডু আবার খুলে ছিলো
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এম ই জাভেদ বলেছেন: যাক বাবা, মডুরাও আজ দ্বিধা বিভক্ত
। এ সুযোগে- দুনিয়ার ম্যাঙ্গো ব্লগার, এক হও পোস্ট ঝাড়ো ।
৪৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
সঞ্জয় নিপু বলেছেন: যাক আমারে চিনতে পারে নাই !!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এম ই জাভেদ বলেছেন: নাম কোন লিস্টে উঠাব ? ঝেড়ে কাশেন ।
৪৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
নেক্সাস বলেছেন: মডু কি নবাব সিরাজউদ্দৌলা জাতীয় কেঊ ভাই?
মডু খিকজ
মডুরে ডরাই
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এম ই জাভেদ বলেছেন: ভাই , সিরাজ উদ্দৌলা কে ও পলাশীতে পরাজয় বরন করতে হয়েছে। কিন্তু মডু দের ডিকশনারি তে ওই শব্দটি নেই। ব্লগ রাজ্যে ইনারা পরাক্রমশালী। আপনি রাগে খালি নিজের মাথার চুল ছিঁড়তে পারবেন, কিন্তু ইনারা থেকে যাবেন ধরা ছোঁয়ার বাইরে।
৫০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
এম ই জাভেদ বলেছেন: কেউ মডু হতে চাইলে এখনি আওয়াজ দ্যান। কিছুক্ষণ পরে তালিকা লক করে দেওয়া হবে। শেষ সুযোগ কেউ হেলায় হারাবেন না।
ও মডু ও মডু আপ্নারা কোথায় ? আপ্নাদেরকেই খুঁজছে আম ব্লগাররা ব্লগ পাতায় !!!!!
৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
আমিনুর রহমান বলেছেন:
ওই মিয়া এত সময় কিছু কই নাই দেখে ভাবছেন কিছু কমু
জলদি আমার নাম তালিকা থেকে নামান কইতাছি না নামিলে কইলাম কিছু কমু না
আমি ভাই মডু না আর মডু হইবারও চাই না তয় জানাপু যদি ব্লগটা আমারে দিয়া দিত তাইলে আমি নিতে রাজি আছি
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২১
এম ই জাভেদ বলেছেন: ভাইজানের কথা শুনে মনে হইল- ঠাকুর ঘরে কে রে ? আমি তো কলা খাইনা.......হি হি।
৫২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
আরজু পনি বলেছেন:
দেখতে আসলাম লিস্টে কে কে ?
যাক আমার নাম নাই, আমিও মডু (মোটকা না কিন্তু) হইতে চাই ।
আপনারা জোর দাবী তুলেন আমারে মডু বানানির লাইগ্গা :#>
আরজু পনি < আরজুপনি
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
এম ই জাভেদ বলেছেন: আফা , ১ নম্বর মডুর বিরুদ্ধে দুর্নাম আছে পোস্ট না পড়ে মন্তব্য করার। আপনি ও কি সেই দলে নাম লিখিয়েছেন?!!! নইলে ২ নম্বর সিরিয়ালে কার নাম জ্বলজ্বল করছে তা চোখে পড়ত।
৫৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই না ভাল, লিস্ট থেকে নাম কাটেন। মডু হইয়া যদি হতে চাই লিস্টে থাকি ব্যাপারটা কত লজ্জার একবার বুইঝা দেখেন
রাখলে জাইয়াগামতে রাখেন না হয় কোথাও রাখার দরকার নাই।
মডুদের বেশ ঝামেলা হয় বুঝতে পারলাম।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এম ই জাভেদ বলেছেন: আপনাকে মডু বলে মডু সে নয় ......একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই, আপনার অন্য এক মাল্টি থেকে নিজের নাম মডু হিসাবে প্রস্তাব করেন, তাহলে লিস্টে নাম উঠতেও পারে।
৫৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
একজন আরমান বলেছেন:
দেখুন আমি মডু না। বাজে কথা বলবেন না। আমি অনেক স্লিম। :!> :#> মডূ বলে মেয়েদের কাছে আমার মার্কেট ডাউন করতে চাচ্ছেন?
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
এম ই জাভেদ বলেছেন: হে হে, সেটা প্রপিক দেখেই বুঝে ফেলেছি।
অন্যায় করে যেমন অপরাধীরা দোষ স্বীকার করেনা, তেমনি ভাবে মডুরাও কি ব্লগের কাঠগড়ায় দাড়িয়ে নিজের কৃতকর্মের কথা ভেবে মডু পরিচয় দেবে? মাইরের মইদ্দে কি জানি আছে শুনছি। আপ্নারে রিমান্ডে নিয়ে প্যাদানি দিলেই তবেই বোঝা যাবে আপনি মডু কিনা
৫৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
আমি তুমি আমরা বলেছেন: মোডু হইতে মুঞ্চায়
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এম ই জাভেদ বলেছেন: অকে অকে
৫৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আমাকে "বোল্ড ট্যাগ " মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন !
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
এম ই জাভেদ বলেছেন: খাইছে, ভাইজান দেখি মডু ইলেকশানে খারাইবার চায়!!!! সামনে সুদিন আস্তাছে আপনার।
৫৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
শায়মা বলেছেন: এত মডুরা এই পোস্টে দলে দলে হানা দিচ্ছে। কমেন্ট দিতেই ভয় লাগে।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
এম ই জাভেদ বলেছেন: আমি কারন্ট জাল পেতেছি আপু, ধরা তাদের দিতেই হবে.....আপনার কথা শুনে মনে হচ্ছে মডুদের সাথে জানা শোনা আছে বেশ আপনার। তাড়াতাড়ি বাদ পড়ে যাওয়াদের নাম বলেন, নইলে আপনার নাম উঠাইয়া দিমু কিন্তু আফা।
৫৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আমার কোন ইচ্ছা নেই মডু হওয়ার তবে প্রস্তাব পেলে প্রত্যাখ্যান করবো না। আমি আবার না বলতে পারিনা।
তবে আপনার লিস্টে আমার নাম নাই।সুতরাং কোন সম্ভাবনা দেখছি না।
৫৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪
এম ই জাভেদ বলেছেন: 'আমি আবার না বলতে পারিনা।'
সেলিম ভাই , কবিরা তো এমন ই হয়। লাঞ্ছন গল্পের কথা মনে পড়ে গেল।
আপনার মডু হওয়ার ইচ্ছে যখন অবশ্যই তালিকায় উঠবে আপনার নাম
৬০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
শায়মা বলেছেন: একজন প্রাক্তন মডুর নাম মনে পড়লো ভাইয়া............
এম ই জাভেদ
৬১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
এম ই জাভেদ বলেছেন: সর্বনাশ ! আমাকে অবসর প্রাপ্ত মডুর তকমা দিয়ে দিলেন আপু!!
৬২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭
আরজু পনি বলেছেন:
ব্লগার আরজুপনি কখনোই না পড়ে মন্তব্য করার চেষ্টা করে না...
পুরোটা পড়তে না পারলে পোস্টদাতাকে জানান দিই তবু্ও পুরো পোস্ট পড়েছি এমন ভান করি না...
কিন্তু আপনে আইলসা মিয়া ঠিকমতো কমেন্ট পড়েন না ...
ব্লগার আরজুপনি নিকে আরজু আর পনির এই দুইয়ের মাঝখানে কোন স্পেস নাই
আমার আগের কমেন্টের শেষ লাইনডা ভালো কইরা দেখেন
এই বার ঠেলা সামলান...
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯
এম ই জাভেদ বলেছেন: তাইলে ক্যান কইলেন, যাক আমার নাম নাই !!!!!! আরজু আর পনির মধ্যে দূরত্ব সৃষ্টি হলেই কি নিকসত্ব চলে যায় আপু?
৬৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
আরজু পনি বলেছেন:
আমি কি তবে আজকেই 'আরজু পনি' নামে একটা নিক নিমু ব্লগে ?
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
এম ই জাভেদ বলেছেন: খারাপ হয়না আপু, আরজু পনির হলে আরও ভাল হয়।
:!> :!>
৬৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
আরজু পনি বলেছেন:
নাহ্ এইডা তো মহা ত্যাঁদর !
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এম ই জাভেদ বলেছেন: হায় , হায়, এইডা আফনে কি শুনাইলেন আফা। মন থেকে বলছি আপা, আপনার নিকটার কথা মনে হইলেই খালি পনিরের ছবি চোখের সামনে ভাসে। ইন্ডিয়ায় গিয়ে পনিরের তরকারি খাবার সময় ও আপ্নের কথা মনে হইছিল। সত্যি কইতাছি।
৬৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
অতঃপর হৃদয় বলেছেন: মুই, কিন্তু নতুন ব্লগার
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২
শাহ আলম বাদশাহ বলেছেন: আপনার সন্দেহের তালিকায় আমাকেও রাখেন!!!!