![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
জীবনে কোনদিন এরকম পরিস্থিতির কবলে পড়তে হবে কখনো ভাবিনি। দুরন্ত বয়সে ডিজুস সিমের ফ্রি কলের যুগে রাত বিরাতে পরিচিত /অপরিচিত কত মেয়ের সাথে চ্যাট করে সময় পার করেছি তার সঠিক হিসাব নিজের কাছেও নেই।
আমি অতিশয় ভদ্র ছিলাম বিধায় মোবাইল চ্যাট কখনো সীমা লঙ্ঘন করেনি।
তবে কথোপকথনে মেয়েদের পটানোর বিদ্যা ভালোই আয়ত্ব করেছিলাম এ কথা অস্বীকার করব না।
ওসব ছেড়ে দিয়েছি সেই কবে। অথচ কদিন ধরে একটা মোবাইল নাম্বার থেকে প্রতিদিন গভীর রাতে আমার ফোনে ভূতুড়ে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে কোন মানুষের কণ্ঠ শোনা যায়না। শুনতে পাই এক বিশেষ ধরনের আপত্তিকর শব্দ, মাঝে মাঝে নারিকন্ঠে গোঙ্গানির শব্দ। আমি ১০০ ভাগ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, গভীর রাতে এসব শোনার পর আপনার আরামের ঘুম হারাম হতে বাধ্য।
গতকাল, ফোন আসার পর কল রিসিভ করে মোবাইলটা বালিশ চাপা দিয়ে রেখেছি। কিন্তু আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম- দীর্ঘ এক ঘন্টা অতিবাহিত হলেও ও প্রান্ত থেকে কল কেটে দেওয়ার কোন লক্ষণ নেই।
অগত্যা কল কেটে দিয়ে ফোন অফ করে ঘুমাতে চেষ্টা করি।
দিনের বেলায় একবার ফোন দিই কলারের পরিচয় নিশ্চিত হতে।
ওপাশে চন্দ্র বিন্দু সহকারে চিকন কণ্ঠ শুনে কনফার্ম হই, এই আপত্তিকর কলার একজন নারী !!! তবে সে মানুষ না জ্বিন পরী ভুত আমি নিশ্চিত নই। কারন রাতের নিদ্রাহীনতার তিক্ত অভিজ্ঞতার কারনে একটু ধমকের সাথে জিজ্ঞেস করি কে আপনি ?
সাথে সাথে ও প্রান্তের লাইন কেটে যায়।
এ ভুতের হাত থেকে পরিত্রানের উপায় কি ? লুল ব্লগারদের সাহায্য কামনা করছি।
চাইলে আমি নাম্বারটা আপনাদের দিতে পারি।
কারো নাম্বার লাগ্লে আওয়াজ দ্যান।
নাহ , গতকালের বাকি ঘুম আজ পুষিয়ে নিতে হবে। তাই
দেখি পেত্নি টাকে অন্য কোন লুল ভুতের সাথে টাই আপ করে দেওয়া যায় কিনা.।।তাহলেই আমি বেঁচে যাই।
ওকে, নাম্বারটা হলঃ
০১৮৬৬৩৬৮৬০৮
আশা করি আজ রাতে ভাল ঘুম হবে আমার। শুভ রাত্রি।
এটা কোন ফান পোস্ট নয়। আমি সিরিয়াসলি এই পোস্ট দিয়েছি। বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছেছি বিধায় নাম্বারটি দিতে বাধ্য হলাম।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯
এম ই জাভেদ বলেছেন: সে আশংকা আমি অনেক আগে করেছিলাম। কিন্তু এতদিন পর .......। তাই বিশ্বাস হচ্ছে না।
আমি অনেক চিন্তা ভাবনা করেই নাম্বার দিয়েছি। তার একটা শিক্ষা হওয়া উচিত।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০০
এম ই জাভেদ বলেছেন: ডিজিটাল প্রতিশোধ !! হা হা । ভাল বলেছেন।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি ভাগ্যবান
২৬ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৬
এম ই জাভেদ বলেছেন: হায় হায় , প্রিয় কবি স্বপ্নবাজ অভি , এ কি কথা শুনাইলেন।
সামু এখন লুল ব্লগার মুক্ত। এ অভাগাকে কেউ কোন সহায়তা করল না।
এখন মনে হচ্ছে সুশীল ব্লগারদের কাছে হেল্প চাইতে হবে।
লেখার শিরোনাম পরিবর্তনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:০১
এম ই জাভেদ বলেছেন: অদ্য রাত তিনটা থেকে পাঁচটা অব্দি পেত্নীটা অনবরত কল করে গেছে। আমি মোবাইল সাইলেন্ট করে রেখেছিলাম।
যতদূর জানি মোবাইলে এরকম জ্বালাতন করলে শাস্তির বিধান রেখে আইন পাশ হয়েছে। আইনটা বিস্তারিত জানতে হবে। কাহাতক আর সহ্য করা যায় ?
৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: বলেন কি ! আজকে রাতেও ! :#>
২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
এম ই জাভেদ বলেছেন: হুম , কি জ্বালা দেখলেন অপূর্ণ। এই চিজকে কি করা উচিত বলেন ?
আজ দিনের বেলায় ট্রাই করে ফোন বন্ধ পেলাম।
একে সাইজ করার জন্য কিছু পরামর্শ দরকার
৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪
মামুন রশিদ বলেছেন: সিরিয়াসলি পড়লাম
২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
এম ই জাভেদ বলেছেন: শুধু পড়লে হবেনা মামুন ভাই, সিরিয়াস একটা বুদ্ধি দ্যান
৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
হয়ত মহিলা অন্য কাউকে ফোন করেছিলেন, রং নম্বরে লেগে গেছে। কিছু মনে নিয়েন না ভাইয়া, এভাবে পাবলিকলি নম্বর ফাঁস করাটা ঠিক না।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮
এম ই জাভেদ বলেছেন: একদিনের ঘটনা হলে না হয় রং নাম্বার বলে বিশ্বাস হতো ,কিন্তু বিষয়টা সেরকম না আপু। ভূতটা আমাকে কয়েক রাত জ্বালিয়েছে । যেদিন রাতে আমি কল রিসিভ করিনি সেদিন রাত ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ১৫ বার কল করেছে।
এর পর ও যদি বলেন এটা রং নাম্বারে কল তবে আমার বলার কিছু নেই।
এটা ছিল রঙ -তামাশার কল।
আমি পাব্লিক্লি নাম্বারটা দিয়েছি বলে বিরক্তি থেকে রক্ষা পেয়েছি। কারন এখন ওই নাম্বার এখন বন্ধ হয়ে গেছে।
আত্মরক্ষা করতে গিয়ে খুন করা জায়েজ আছে, আর এটা তো সামান্য জিনিস।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: মোবাইলে টিজিং !!!!!!!!!!!!!!!!!!!!!!
মিয়া , ফিজিক্যাল টিজিঙে পড়লে চিল্লাইয়া আওয়াজ দিয়েন , টেকনিক্যাল সাপোর্ট দিয়া দিমুনে , একদম ঝাক্কাস!!!!!!!!!!!!!
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
এম ই জাভেদ বলেছেন: হুম...... এতক্ষণে একজন এক্সপার্ট এর দেখা পাওয়া গেল।
তবে ফিজিক্যাল টিজিং প্রতিরোধে এ বান্দা যথেষ্ট সক্ষম। আমার দরকার মোবাইল শত্রুকে বধ করার অস্ত্র।
জানেন তো দৃশ্যমান শত্রুর চেয়ে অদৃশ্য শত্রু বেশি ভয়ংকর।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২
খেলাঘর বলেছেন:
ভালো ব্লগার, ব্লগার বন্ধুদের ভুলেননি।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০০
এম ই জাভেদ বলেছেন: আমার এই সেল নাম্বার কোন ব্লগার ত দূরের কথা , মডুর কাছেও নেই।
মন্তব্যের জবাব যখন লিখছি, আবার এই মাত্র কল এল ।
কিন্তু মুখে কোন কথা নেই!!! ইচ্ছেমত মনের মাধুরি মিশিয়ে কিছুক্ষণ চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করলাম। তাও কোন কথা বলেনা।
৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫
হাসান মাহবুব বলেছেন: সিরিয়াসলি ফানি!
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৬
এম ই জাভেদ বলেছেন: গতকাল রাতেও ডিস্টার্ব করেছে, এ কেমন রসিকতা আমার সাথে। কাম করবি কর , আমারে ক্যান আওয়াজ শুনাস।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
খেলাঘর বলেছেন:
দেখেন বড়মিয়ার কল কিনা?
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭
এম ই জাভেদ বলেছেন: এই বড় মিয়া আবার কে ? কি তার পরিচয় ?
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: আপনার প্রাক্তন কোন নাখোশ বান্ধবী আপনার উপরে ডিজিটাল প্রতিশোধ নিচ্ছে না তো !
এনিওয়ে , যে কারও নাম্বারই হোক না কেন এভাবে ব্লগে দেওয়া সমীচীন না বলেই মনে করি ।
ভালো থাকবেন ।