নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাঙচিল উড়ে উড়ে তোমায় ছুঁয়ে যাবে নি:শব্দ বারান্দায় তোমার এলো চুলে _____ শান্ত চৌধুরী

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত › বিস্তারিত পোস্টঃ

সোনার বাংলাদেশ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩

সোনার বাংলাদেশ
ফুলে - ফলে ভরা,
আমার স্বদেশ।

সোনার দেশের সোনার মানুষ
হিন্দু - মুসলমান।
ঈদ - পূজা - পার্বণ
উৎসবের আমেজ।

মাঠে যায় রাখাল
গরুর পাল নিয়ে,
বাশীঁ বাজায় সুরের
টানে।

গ্রামের পর গ্রাম
ধূ . . . ধূ প্রসার বিল।
সবুজে সবুজ - শ্যামল
আহ্ কি মুগ্ধতা।

আকাশে সাদা মেঘের
ভেলা - উড়ে বক - চিল
ঝাঁকে ঝাঁকে।

পথের বাকে একপায়ে
দাড়ীয়ে, আসমান ছুই -
ছুই - তাল গাছ।
বাবুই পাখির সেই
স্বপ্নের নিবাস।

বর্ষার জ্বলে ভরা
মাঠ - মাঝির নৌকার
তোলা পাল।
জেলেদের মাছ ধরা
ঝাঁকে ঝাঁকে - পুটি, টংরা,
শোল - বোয়াল।

ঝড়া পাতার মর মর
কুকিলের কুহ্ তান।
বসন্ত বাতাসে
জুড়ায় মন-প্রাণ।

সোনার বাংলা আমার-
জীবনান্দদাশের কবিতার
দুটো লাইন।
বাংলার রূপ আমি
দেখিয়াছি তাই।
পৃথিবীর রূপ খুজতে
যাইনা আর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.