নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাঙচিল উড়ে উড়ে তোমায় ছুঁয়ে যাবে নি:শব্দ বারান্দায় তোমার এলো চুলে _____ শান্ত চৌধুরী

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

তটা ভালবাসলে,ভালবাসা বলে?
কতটা রক্ত ক্ষরণ হলে ভালবাসা হয়।
জীবনের অণু অধ্যায়,প্রান্তের শেষ
বেলায়ও ভালবাসার মাপকাঠি।

অজস্র কাক ভোরের নগরিতে ভালবাসার
ডানা ঝাঁপটায়,চুমু খায় অনবরত।
নব দীপ্ত সূর্যালোকে ফুলের পাপড়ী গুলো
অন্তহীন ভালবাসায় ঝরে পড়ে।

মৃদু শৈল্পীক আবেশ,
রং তুলিতে একে ভালবাসার ছবি।
জীবন পথের অংক কষে,
নির্মলা অনুভূতি।

ভালবাসা,ভালবাসা,ভালবাসা
স্বৈর্গীক অনুপম,মনের নিপুণ কারুকাজ,
দু’মনের শাণিত বাধন।
ভালবাসি আমি তোমাকে।

জোছনায় সিক্ত মেঘ মালা,
ক্ষুদ্র,ধ্রুবতারা ভালবাসায় মিশি্রত।
আদিকালের শুভ্র মহা অধ্যায়,
ভালবাসা অনুরাগে প্রস্ফুটিত হয়।
তটা ভালবাসলে,ভালবাসা বলে?
কতটা রক্ত ক্ষরণ হলে ভালবাসা হয়।
জীবনের অণু অধ্যায়,প্রান্তের শেষ
বেলায়ও ভালবাসার মাপকাঠি।

অজস্র কাক ভোরের নগরিতে ভালবাসার
ডানা ঝাঁপটায়,চুমু খায় অনবরত।
নব দীপ্ত সূর্যালোকে ফুলের পাপড়ী গুলো
অন্তহীন ভালবাসায় ঝরে পড়ে।

মৃদু শৈল্পীক আবেশ,
রং তুলিতে একে ভালবাসার ছবি।
জীবন পথের অংক কষে,
নির্মলা অনুভূতি।

ভালবাসা,ভালবাসা,ভালবাসা
স্বৈর্গীক অনুপম,মনের নিপুণ কারুকাজ,
দু’মনের শাণিত বাধন।
ভালবাসি আমি তোমাকে।

জোছনায় সিক্ত মেঘ মালা,
ক্ষুদ্র,ধ্রুবতারা ভালবাসায় মিশি্রত।
আদিকালের শুভ্র মহা অধ্যায়,
ভালবাসা অনুরাগে প্রস্ফুটিত হয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৪

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: ধন্যবাদ ও অনাবিল শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.