নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাঙচিল উড়ে উড়ে তোমায় ছুঁয়ে যাবে নি:শব্দ বারান্দায় তোমার এলো চুলে _____ শান্ত চৌধুরী

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু আমাকে ডাকছে

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

মৃত্যু আমাকে ডাকছে,
অনবরত অলিঙ্গনে ।
যেখানে শীতল মাটির বিছানা,
পূর্বর্ পুরুষরা ঘুমিয়ে পড়েছে
সেই কবে ।
--
দাদার কবরের পাশে যেতেই
হাত নেড়ে ডাকছে দাদু ভাই
আয় আমার কাছে,
কত দিন তোকে দেখিনা ।
--
সেই কবে তোকে চায়ের পেয়ালা হাতে,
সকাল বেলা বাহীর বাড়ীর কবরটা জেয়ারত করেছি ।
ভূলে গেছস নাকি ?
তোকেই তো বলছি,
আর তোর ছবি আঁকছি প্রতিদিন ।
--
অনেক তো হল,
হেয়লী পনা রাখতো এবার ।
বাড়ীর উঠোনে মিলাদ জলসও হয় না।
কত কি রেখে এলাম,আজ শূন্য ।
--
কবরের মানুষ গুলোর আজর্ি কি,
জানিছ দাদু ভাই ?
কাছের মানুষ গুলো কে কাছে টেনে আনা ।
--
তোর দাদু তো প্রতিদিন তোকে খোঁজে,
তুই তো তোর দাদুকে দেখিসনি ।
বড্ড ভাল রে আজোও আমায় চা করে দেয়,
শীতল শরীরে কাঁথা দিয়ে ঢেকে দেয়,
তোকে কল্পনা করে আর ডাকে।
--
কাছে আয় দাদু ভাই অনেক কাছে ।
তোকে জরিয়ে স্বর্গের সুধা নিব।
মহা প্ররিক্রমার অধ্যায়,আমি পথিক
মৃতু্যর পথে ।
--
কাব্যগ্রন্থ ঃ জলরঙের সিঁড়ি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.