| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার
শিল্প-সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন “বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ” অতি সাফল্যের সাথে প্রকাশ করলো ’বঙ্গীয়’ সংখ্যা। ‘বঙ্গীয়’ সংখ্যায় আমার নাগরিক প্রেম কবিতাটি...
ধন্যবাদ বঙ্গীয় পরিবারের সংশ্লিষ্ট সবাইকে।
নাগরিক প্রেম
____ শান্ত চৌধুরী
গাড়ীর হুইসেল বেজে চলেছে
কোথাও নেই নিস্তব্ধতা।
টিং টিং রিকশার ঘণ্টা
সুপ্রভাতের ধ্বনি।
আড়মোড় ভেঙ্গে যান্ত্রিক
নগরীর জেগে ওঠা।
প্রবাহিত নাগরিক কোলাহল
নাগরিক অস্তিত্বে ব্যস্ততা।
শাহবাগের মোড়ে জনস্রোত
টিএসসি - সাইন্সল্যাব,
বাংলামোটর - মৎসভবনের
সড়ক ব্যস্ত যানযাত্রায়,
দাঁড়িয়ে তোমাকে খুঁজেছি।
তোমার অস্তিত্ব জুড়ে নাগরিক
প্রেম- তুমি রমনার বটমূল
থেকে - সোহরাওয়ার্দী উদ্যান,
ছবিরহাট থেকে ছায়ানট।
তুমি স্মৃতির অশ্রুভেজা
ধানমন্ডি বত্রিশ।
তুমি শিল্পকলার সেই
কফি হাউস।
বেইলী রোডের নাট্যপাড়া
রঙ - বেরঙের মানব সভ্যতা।
রবীন্দ্র সরোবরের উন্মুক্ত উৎসব
গলা ছেড়ে গান।
তুমি মিশে আছো নাগরিক প্রেম,
স্মৃতির - রক্তভেজা শহীদ মিনার।
তুমি মিশে আছো
ছুটে চলা লোক লোকান্তর
নাগরিক স্মৃতিসৌধ।
অবারিত - মুখোরিত
নাগরিক প্রেম।
©somewhere in net ltd.