নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাঙচিল উড়ে উড়ে তোমায় ছুঁয়ে যাবে নি:শব্দ বারান্দায় তোমার এলো চুলে _____ শান্ত চৌধুরী

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সী কে চিরকুট

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

প্রেয়সী

অনেক দিন তোমার পত্র পাইনা,কেমন আছো কোথায় আছো তাও জানিনা।নতুন পরিবেশ নতুন মানুষ নিয়ে হয়তো অনেক ভালো আছ।তোমার শেষ পত্র যখন পেয়েছি তুমি তখন অন্যের ঘরের ঘরণী হয়ে চলে গেছো আমাকে ছেড়ে।তোমার পুরনো প্রেমপত্র গুলো আমি মাঝে মাঝে পড়ি,তুমি তখনই আমার হৃদয়পটে ছবি হয়ে থাকে।আচ্ছা বলোতো তুমিও কি আমার ছবি তোমার মনের পটে আঁকো নাকি নতুন স্বামী সংসার নিয়ে খুব একটা সময় পাওনা।

প্রেয়সী তুমি আগের সেই রূপবালা আছো নাকি দিনে দিনে অনেক বদলে গেছো।তোমার রূপের বর্ণনা আমি দিতে পারবোনা তুমি তোমারই রূপের লহরী,তুমি আমার রানী।তোমার ভালো থাকা সুখে থাকাই আমার সুখ আমি তোমার বিরহে অনল হয়ে জ্বলি তোমার সুখে হলিউৎসব।তুমি কি আজো হিজল বনে যাও সবুজ পাতায় চিরকুট লিখো,হিজল বনের পাখি গুলোর সাথে কথা বলো আনমনে যেমন করে আগের দিন গুলো তুমি আমি মুখোমুখি হয়ে ভালোবাসা বিলোতাম।বৃষ্টি ভেজা কদম কি তোমার এখনও প্রিয়,মাঝে মাঝে জানো তোমার নামে বর্ষার জলে কদম ভাসাই ঘ্রাণ মুগ্ধতায় মাতাল হই চটপট করি তোমায় ভাবনার।

তোমাকে লিখবো লিখবো করে কত রাত ভোর হয়ে গেলো তার কোন হিসাব নেই।মাধুবী লতার আড়ালে লুকিয়ে থাকা শালিক গুলোর কিচিরমিচির গানে মাঝে মাঝে আমার চেতনা ফিরে আসে,তোমার ভাবনায় সিক্ত হয়ে আবার হাতে কলম ডাইরি আর লিখা হলো না।আজ যখন লিখবো তখন তোমার ঠিকানা বিহীন পোষ্ট আফিসে চিরকুট সাপলুডুর মতো এপাশ ওপাশ করে করে।বিষন্ন বিকেল ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে।আমি অদৃশ্য একটা হুতোম পেঁচার মতো করে তলিয়ে যাচ্ছি অনন্তের পথে।ফুলের সুবাস,পাখির গান,রোদেলা ভোর,শুভ্র সাদা মেঘ,বৃষ্টি ভেজা কাশফুল,নদীর বহমান স্রোতে চিরকুট লিখে দিলাম,প্রাণের উৎসবে তোমার হয়ে রবো অনাবিল যাত্রা পথে।ভালো থেকো ভালবাসা,চিঠিপত্র নয় যত্ন করে রেখ ভালোবাসা ও বিশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.