| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার
বৃষ্টি (গান)
____ শান্ত চৌধুরী
আমি বৃষ্টির কবিতা শুনেছি
শ্রাবণের ঝরঝর বর্ষণে।
আমি বৃষ্টির কবিতা শুনেছি
রিনিঝিনি নূপুর পায়ে ঝংকারে।
আমি বৃষ্টির কবিতা শুনেছি
রাখালীয়ার মেঠো বাঁশীর সুরে।
আমি বৃষ্টির জলে ভিজেছি
কেয়া-কদম জুঁই,ফুলের ঘ্রাণে,
মৌটুসি পাখির মিছিলে।
আমি বৃষ্টির কবিতা শুনেছি।
আমি বৃষ্টির কবিতা শুনেছি।
আমি সিক্ততার পরশে মিতালি করেছি
হাস্নাহেনার সু ঘ্রাণে,লাল জবার তুলিতে।
আমি বৃষ্টিতে ভিজেছি ঝিরিঝিরি বর্ষণে।
আমি বৃষ্টির কবিতা শুনেছি
আমি বৃষ্টিতে ভিজেছি ঝিরিঝিরি বর্ষণে।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: অনাবিল শুভ কামনা .....
২|
০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: বৃষ্টির গানে অনেক ভালো লাগা! ![]()
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা......
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।