![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
আমি মেয়ে,
আমি জন্মাবার জন্যে তোমরা রুষ্ট হয়েছো,
বিশ্বাস করো,আমি অবলা,
তাই তোমাদের সাথে থেকে গিয়েছি,
তবুও তোমাদের ক্ষতি করিনি।
আমি বড় হয়েছি,
আমায় ঢেকে রাখার কসরত তখন সবে শুরু,
আমার মস্তক নিঁচু হয়েছে,
আমার বক্ষকে লুকোতে আমি বতিব্যস্ত হয়েছি।
আমি পরিবর্তিত হয়েছি,আমার পরিবর্তন লুকোতে আমি সচেষ্ট হয়েছি,
তোমরা বাহবা দিয়েছো,”ধন্যি মেয়ে”!
আমি হয়তো ভালোবাসার নির্মল ডাক শুনেছি,
শুভ্রতার সে ডাকে আমি হয়তো সাড়া দিতেও গিয়েছি,
তুমি শিকল পড়িয়েছো,
মনে,শরীরে,আমার আত্মায়।
অতঃপর তুমি রেখেছো তোমার দায়িত্ব,
সম্প্রদানে আমায় বিলিয়েছো,
অন্যের কাছে,
অন্যের ঘরে।
আমি হয়েছি ,স্ত্রী ,
আমি হয়েছি, মা,
আমি হয়েছি,শ্বাশুরী,
আমি হয়েছি কারো বা কন্যা।
কি হইনি আমি?
আমি অবশ্য এখানে অবলা,
আমি তাই ভালো।
সেই আমি যখন আমার বক্ষ উজাড় করেছি,
সুউচ্চতায় রাখতে চেয়েছি পদ,
তুই ধিক্কার দিয়েছো।
সেই আমি যখন ঘর ছাড়িয়ে বাহিরে এসেছি,
তোমরা যন্ত্রযানে আমার জন্য রেখেছো ‘সংরক্ষিত কয়েকটি আসন”
সংরক্ষিত আসনের মানুষের পরিচয় তারা মেয়ে,
মানুষ নয়।
আর সেই আসনের বাহিরে সকলে তোমাদের হাতের নিষ্পেষিত কাঁচামাল,
তাই তুমি তাদের উড়ুতে,
বক্ষে,
তার স্তনে,
তার নিতম্বে হাত বোলাও,
সে অবশ্য কিছু বলতে পারেনা,
সে এখন তার গন্ডির বাহিরে।
সংসদে বসে তোমরা বানাও সংরক্ষিত আসন ,
আমাদের জন্যে?
সেকি মানুষের জন্যে, নাকি মেয়ে মানুষের জন্যে?
আমি সমঅধিকার বলেছি,
তোমরা বলেছো পাপাচার!
আমি নারী অধিকার বলেছি,
তোমরা বলেছো ব্যভিচার!
আমি মানুষ বলেছি,
তোমরা দেখিয়েছো অনধিকার!
আমি বলেছি আমি চাই আলো,
তোমরা বলেছো মেয়ে মানুষের জন্যে ঘরের ভেতর ভালো,
বাকি সব কালো।
২৫/০৭/১৪
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৬
জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাল লাগল
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪
আরজু পনি বলেছেন:
সমঅধিকার আর নারী অধিকার কি এক ?
শুভেচ্ছা রইল।।
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২১
জীর্ণ বাস্তবতা বলেছেন: সমঅধিকার আর নারী অধিকার কে এক বলার অবকাশই দেখছি না ।
নারী অধিকারে নারী অধিকারকেই প্রাধান্য দেয়া হয়।
সমঅধিকার তো সকলের জন্য সমান কী পুরুষ অথবা নারী।
আপনাকেও শুভেচ্ছা।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১১
কলমের কালি শেষ বলেছেন: হুম । কবিতায় জোর আছে ।
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৮
জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ
৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
আপনার আগের একটা পোষ্টে মন্তব্য করেছিলাম , মনে আছে । মন্তব্যটা পেলাম না । নাকি পোস্টই মুছে দিয়েছেন ! আর অন্যান্য পোষ্টে অন্যদের করা মন্তব্যগুলোর উত্তর দিবেন আশাকরি । মন্তব্যকারী ব্লগারদের মন্তব্যের রিপ্লাই না দেওয়া কি সৌজন্যতার ভিতরে পরে ?
ঈদের শুভেচ্ছা
০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৮
জীর্ণ বাস্তবতা বলেছেন: ঈদের শুভেচ্ছা।দুঃখিত আমি হয়তো খেয়াল করতে পারিনি ।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: নো প্রব্লেম
৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯
রাব্বি রহমান বলেছেন: আসলেই ধন্যি মেয়ে
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
নরকের রাজপুত্তর বলেছেন: তবুও তো কেউ কেউ মানুষ হওয়ার বাঁচিয়ে রেখেছে টিমটিমিয়ে, তাকে শুভেচ্ছা ভালোবাসা অভিন্দন
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
নরকের রাজপুত্তর বলেছেন: ** মানুষ হওয়ার ইচ্ছেটা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩
নুর ইসলাম রফিক বলেছেন: নারীবাদী কাব্য............ভাল লাগলো