নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

বেশ্যা বন্দনা

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

ঘোলা নয়নের পেছনে,
নেত্র বন্ধনীর আড়ালে,
আমার প্রিয়তম,
আমার স্বর্গ,
আমার নরক,
আমার বাধনহীন বন্ধনে আবদ্ধ ওহে পুরুষ............

তোমায় আমি ভালোবাসি বলতে পারবো না,
তোমার জন্য এ ঠোঁট রাঙাতে পারবো না ,
চুলে বিনুনি ও বাঁধতে পারবো না,
স্বৈরাচারীতা পারবো,
কিংবা দায়হীন ভালোবাসা,
নিয়মহীন প্রেম,
অজস্র চুম্বন,
সহস্র আলিঙ্গন,
বাধনহীন বন্ধন,
স্বার্থহীন সম্পর্কের ফানুস...........

তুমি দেখেছিলে?
একফালি মেঘের নিরন্তর আবর্তন?
নদীর পানির শান্ততা?
কী ভীষণ গভীর!
তোমার আমার ওষ্ঠদ্বয়ের থেকে অবশ্য বেশী নয়......
তুমি জেনেছিলে?
তোমায় জড়াতে পারবোনা ,
আমি বাঁধনে যে নিজেকে বাঁধি না,
কিন্তু রাত পেরিয়ে ভোর হলে,
ভারী মাথাটা কোলে নিয়ে,
ঘুমের দেশে ভ্রমণে যেতে,
সিগারেটে পোড়া ঠোঁটকে আমি পবিত্র করবো,
আমি যে তোমার পবিত্রতা............

ভীষণ শক্ত আলিঙ্গনে বাঁধবো তোমায়,
সব কষ্টকে আলতো করে ছুঁয়ে দেবো,
কষ্ট সোনা হয়ে ঝড়ে পড়বে,
আমি যে স্বর্গের অপ্সরা..................

বিশাল পাহাড়ের চূড়োয় তুমি,আমি থাকবো,
দাঁড়িয়ে,
শিশির মাড়িয়ে,
কখনোবা নদীর তীরে,
কখনো বৃক্ষের পাদদেশে,
বলো?
কী দেখবে আমার নেত্রে?

তুমি আমি মিলে দেখিয়ে দেবো,
বেশ্যাকেও ভালোবাসা যায়,
কারণে,
অকারণে,
নিভৃতে,
যতনে,
পরম মায়ায়,
কিংবা যাতনায়।
১০/১০/১৪

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতা ভালো হয়েছে । শিরোনামে কি কোন বিকল্প ছিল না !

ভালো থাকবেন :)

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ আবারো ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৭

রাব্বি রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.