নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

মুগ্ধতায় অশ্লীলতা্‌

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

এসো অশ্লীল হবো তুমি আমি ভীষণ অশ্লীলতায়,

নগ্নতা হবে পরিধেয়,

আমি থাকবো তোমাতে,

তুমি রইবে আমাতে।



এসো শিথিল হবো,

তোমার চির অধরার বাহু আজ ক্লান্ত,

শ্রান্ত,

পরিপূর্ণ হবে,

মিলবে,

তোমাতে,

গভীরে,

ভীষণ উল্লাসে।



এসো এক হবো,

তুমি আমি মিলে মিশে হয়ে যাবো একাকার,

তোমার বাহুডোরে,

এই আমি,

তোমার হৈম,

তোমার অপ্সরা,

তোমার রাজকন্যা,

তোমার লাবণ্য,

তোমার প্রতিমা,

তোমার মৃণ্ময়ী,

তোমার সরস্বতী,

তোমার সত্তা,

আমি বিলিয়ে দেবো আমায় তোমাতে।



এসো প্লাবন হবো,

শ্রোণিতের ধারায় উড়িয়ে দেবো সকল বেদনা তোমার,

শত সহস্র পোড়া ছাই,

কিংবা ধূসর ইতিহাস,

আমরা হবো রাজ হাঁস,

তুমি হবে হংস আমি হয়ে যাবো হংসী,

আর জনমে যে আমরা হংস মিথুন ছিলাম।



এসো মুগ্ধতায় ভরাবো তোমার ওষ্ঠ্য

অমৃতের স্বাদে তার হবে রূপান্তর,

সে হবে অমর,

তুমি কেবল ভালোবাসি বলবে,

আমি এক হৈম হয়ে হাজার বছরের সত্তা হয়ে রইবো,

তোমার প্রাণে,

তোমার মাঝে,

তোমার তৃপ্তিতে,

তোমার অশ্রু জলে,

তোমার বিনিদ্র রজনীতে,

তোমার পরম সুখে,

তোমার সুখ হয়ে।

১১/১০/১৪

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১১

রাব্বি রহমান বলেছেন: এসো প্লাবন হবো,

শ্রোণিতের ধারায় উড়িয়ে দেবো সকল বেদনা তোমার,

শত সহস্র পোড়া ছাই,

কিংবা ধূসর ইতিহাস,[/sb
আজন্ম কালের সাধনা

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৯

রাব্বি রহমান বলেছেন: এসো প্লাবন হবো,

শ্রোণিতের ধারায় উড়িয়ে দেবো সকল বেদনা তোমার,

শত সহস্র পোড়া ছাই,

কিংবা ধূসর ইতিহাস


চোখে জপ্ল নিয়ে আসে এই লাইন গুলো

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২০

জীর্ণ বাস্তবতা বলেছেন: ও আচ্ছা তাই ! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.