![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
ওহে সুখী মানুষের দল,
ওহে স্বর্গবাসী!
ওহে ধনী,
সুখের তোমরা বোঝো কী?
হাত কী পড়েছে কভু তোমাদের কাঁচের তলে?
পিঠ কী ঠেকেছে কখনোবা পাহাড়ের তলে?
ওহে ছেড়ে গিয়েছে কখনো কী আপনেরা তোমাদের?
আমার পড়েছে,
আমার ঠেকেছে,
আমার গিয়েছে ছেড়ে!
ওহে তিলের থেকে তালের রূপান্তরক,
কেটেছে কখনো বিনিদ্র রাত?
ভিজেছে বালিশ অশ্রুতে?
ওহে থেকেছো কভু অভুক্ত নিজ বাসভূমে?
আমার কেটেছে,
আমার ভিজেছে,
আমি থেকেছি অভুক্ত!
ওহে আমায় বেশ্যা নাম কারক,
থেকেছো কখনো শীতের রাত্রে শীতল আঙিনায়?
ছিঁড়েছে কভু কুন্তল গুচ্ছ আপন বাপ-মায়?
আমি থেকেছি,
আমার ছিঁড়েছে,
কেউ এসে দেখে নাই!
ভালোবাসি, ভালোবাসি গান গাচ্ছো যারা ,
ওহে বেজন্মার দল,
গড়িয়েছে কভু রক্ত ধারা গ্রীবা দেশের দ্বারা?
পেয়েছো কখনো চোখের পানি না আটকাবার জ্বালা?
আমার গড়িয়েছে,
আমি পেয়েছি,
কেউ দেয়নিকো সাড়া!
ওহে আমায় যারা বেশ্যা বলেছো,
ওহে পূণ্যকারী দল,
থেকেছো কখনো জালে সন্দেহের ?
ভেদাভেদ নেই আপন-পর!
পড়েছে কখনো তপ্ত লৌহদন্ড ,
মেরুদণ্ড করে ছার-খার?
আমি থেকেছি,
আমার পড়েছে,
কেউ তো করেনি মানা!
ওহে জীবন যুদ্ধে পরাজিত,
ওহে গাধাদের দল,
আমি বেঁচে আছি বলতে তোদের,
এবার তোরাও বেঁচে আছি বল।
সোনা হয় খাঁটি,
ক্ষয়ে ক্ষয়ে যে জানিছে কভু,
জীবন হয়েছে সোনা তার,
ফেরেনি সে কভু পিছু।
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৪
জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ !
২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩
জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ !
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ !
৪| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:১৩
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।
শুভকামনা