নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

কাব্যের কবিতা

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

তুমি বলেছিলে ভালোবাসা আপেক্ষিক,
আমি বিশ্বাস করেছিলাম,
তোমায় যখন জিজ্ঞেস করেছি , ‘আপেক্ষিক কী’?
তুমি নীরব ছিলে,
তবে কী ভাববো ভালোবাসা কী তুমি আদৌ বুঝতে পারোনি?

বাগানে চুপচাপ অপেক্ষায়রত এক টুনটুনিকে দেখেছিলাম,
কিন্তু মেঘের যে বাগানের টুনটুনির কাছে কোনো দ্বায় নেই!
তবু সে আমায় বলেছে অপেক্ষা নাকি সুখের হয়!
আচ্ছা “অপেক্ষা” গল্পটা পড়েছো?
পড়ে দেখো,অপেক্ষা সেখানে নির্মম।

চলতে চলতে সূর্য তখন চাঁদের জন্য প্রস্থান করেছে।
চাঁদ তখন জোয়ার ভাটার ছেলে মানুষী খেলা খেলছে,
জানতো?
কিছু জিনিসের জায়গা দিতে অনেক কিছুর জায়গা ছেড়ে দিতে হয়,
আমি না হয় তোমার ছেড়ে দেয়া সেই অবিচ্ছেদ্য অংশ হবো।

আপেক্ষিকতার সাথে কখনো ভালোবাসার তুলনা করতে যেওনা,
সময়কে আপেক্ষিক বলে ,সময়ের ও মাত্রা নির্ণয় করেছি আমরা।
তবু ভালোবাসাকে বিশ্লেষণ করতে থ্রি,ফোর,কিংবা পঞ্চম ডাইমেনশন নিয়ে আসো ,
তুমি ব্যর্থ হবে।

আমায় হাসতে দেখে তোমার যদি খুব আনন্দ হয়,
তবে ভেবে নিও তুমি আমায় এখনো ভালোবাসো।

কারো ভালোতে বাস করাই ভালোবাসা, জানোতো?
আমার ভালোতে একটা বসত বাড়ি বানিয়ে নিও,
১৭ টা জানালা থাকবে,
বিশাল বারান্দা থাকবে,
বারান্দায় না হয় থাকবে তোমার আমার অনেক শখের গাছ গুলি,
সেই ভালোতে বাস করতে কোনো সম্পর্কের দরকার নেই,
বন্ধনের ও দরকার নেই।

ল্যাম্পপোস্টের নিচে বসে সদ্য জ্বালানো সিগারেট টা আমার কথা ভেবে ফেলে দিও,
নীরবে আমায় স্মরণ করে নিজেকে সংবরণ করে রেখো,
ভাববো......
আমায় ভালোবেসেছো।

আলমারিতে জামা খুঁজতে গিয়ে একটা ইস্ত্রি বিহীন পাঞ্জাবী না হয়ে পড়ে নিও,
তোমায় দেখেও তৃপ্তি হবে আমার।

তোমার শিশুসুলভতা ঢাকতে অনাবশ্যক দাঁড়ি,গোঁফ কেটে,
তুমি বরঞ্চ বালক হয়েই থেকো,
ছদ্মবেশে কখনো কেউ নিজেকে হারিয়ে ফেলে না।

তুমি আমার বৃদ্ধ বয়স পর্যন্ত নাম না জানা রাস্তায় হাটার একমাত্র সঙ্গী হয়ে থেকো,
তোমার কাছে গাছ গুলোর নাম জেনে নেবো,
ওরাও আমাদের জানবে।

তুমি না হয় আমার সাথেই বৃদ্ধ হয়ে যেও,
কোনো এক শীতের সকালে ভুল করে আমার অগোছালো ঘরে এসে বলে যেও,
বাকবাকুমের বৃদ্ধ বালিকা,
তোমায় ভালোবাসি।

বিনিময়ে তখন একটা নিঃষ্কাম আলিঙ্গন চেয়ে নেবো,
শেষ বয়সে আমাদের বাকবাকুমের স্নিগ্ধ সকাল হবে,
বহু বছরের প্রতীক্ষিত সকাল।

২৩ নভেম্বর,২০১৪
রাত ২:৪০ মিনিট।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

বাউল আলমগী সরকার বলেছেন: বেশ অভিমানি কবিতা
শুভেচ্ছা রইল------

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ !

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।

ভালো থাকবেন :)

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

জীর্ণ বাস্তবতা বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ।

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

জীর্ণ বাস্তবতা বলেছেন: অনেক ধন্যবাদ !

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

নরকের রাজপুত্তর বলেছেন: আপেক্ষিকতার সঙ্গা আমি জানি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.