নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

---------একটা সস্তা কবিতা----------

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০



অর্থ বিত্তের পেছনে নিরন্তর ছোটাছুটি ,
এগুলোকে সস্তা লেগেছে,
যতোটা সস্তা হলে অগ্রাহ্য করা যায়,
আমি চাই কেউ মাঝরাতে আমার খাটের পাশে ঠাণ্ডা ভাতের থালা নিয়ে বসে থাকুক,
চোখের ভাষাতে প্রকাশ করুক,
সে ভালোবাসে।

আমি স্বাধীনচেতা,
আমার স্বাধীনতায় কারো হবেনা হস্তক্ষেপ,
তবু আমার অবাধ্যতা কেউ লক্ষ্য করুক,
আমার অযত্ন অবহেলার চুল গুলোর যত্ন নিতে কারো আক্ষেপ দেখতে চাই,
দীনতার সুতোয় বাধা গামছাতে ভালোবাসা বাধা থাক,
শক্ত গিটে।

প্রকৃতির প্রতি অগাধ প্রেম,
বৃক্ষের প্রতি আনুরক্তি,
বাতাসের সাথে দীর্ঘ আলিঙ্গনাবদ্ধ আমি,
আমি চাইনি কেউ একতোড়া গোলাপ নিয়ে প্রেম নিবেদন করুক,
আমি চাই কেউ আমার বাগানকে সমৃদ্ধ করুক,
যত্নের মৌমাছি উড়ুক ফুলে ফুলে।

আমি বরাবরের অগোছালো সেই বালিকা,
ইস্ত্রীবিহীন অদ্ভুত জামা কাপড়,
তবু কেউ আমার শাড়ির পাড় ঠিক করুক,
আয়নার পেছনে দাঁড়িয়ে একটা রহস্যময় হাঁসি দিক,
খুব কাছে এসে বলে যাক,
“খোঁপায় আরো সুন্দর লাগবে”।

আমি আদ্যপান্ত সেই গুহামানবী,
পরতে পরতে আলস্য,
তবু হঠাৎ বিকেলে কেউ জোরপূর্বক টেনে উঠাক,
নাম না জানা রাস্তায় নিয়ে গাছ চিনাক,
কিংবা অজানা কোনো এক ঘাটে বসে ঘণ্টার পর ঘণ্টা গান শোনাক,
গানের কথা ভুলে যাবো,
তবু রেশ রয়ে যাবে।

আমি রান্না বিমুখ মেয়ে ,
দ্বিপ্রহরেও আমার কিছু খাবার তাড়া নেই,
অন্যের খবর নেবার বালাই নেই,
তবু আমি কারো নতুন রদ্ধনপ্রণালীর কদর্য ব্যবহারে রান্না করা জঘন্য স্ট্যূ চেখে দেখতে চাই,
কষ্টেসৃষ্টে শেষ করবার পরে বলবো,
“ভালো হয়েছে” ।

আমি আগাগোড়া সেই ছোট্ট মেয়েটা,
যার চোখ দুটো স্বপ্নালু,
স্বপ্ন বিমুখতায় আমি যখন কাতর,
তখন কেউ আমার কাঁধে হাত রাখুক,
বলুক,
“সব ঠিক হয়ে যাবে” ।

বইপ্রেমী সেই অভাগা মেয়েটা আমি,
বই ধার নেয়ার জন্য যার ছিলো না কেউ,
আমি চাই এই শহরের সমস্ত বই একদিন আমার ঘরে থাকবে,
কোনো একটা হৃদয়স্পর্ষী বইয়ের লোমহর্ষক লাইন পড়ে যখন আমার লোমকূপ গুলো আলোড়িত হবে,
মৃদু হেঁসে অভয় দিও,
বসে থেকো পাশে।

মন খারাপের নিকশ আধারে আমি যখন,
একলা বসে অন্ধকারে,
স্বপ্নের ট্রেনের নীরব প্রস্থান,
তখন আমায় কেউ শক্ত আলিঙ্গনে বাঁধুক,
তার কাঁধে শুকিয়ে যাক আমার অশ্রু,
সে বলুক,
“কাঁদতে নেই” ।

আমি সেই চিরকুমারী সংঘের গোমড়া বৃদ্ধা,
একাকীত্বকে সঙ্গী করে অনেক হেঁটেছি,
তবু জীবনের প্রদীপ যখন নিভে আসবে,
কেউ চাদর টেনে দিক গায়ে,
সারারাত আমার খাটে বসে থাকুক,
নিভৃতে।

যৌবন প্রলয়ের অবদমিত শিখা যখন হারিয়ে যাবে,
যখন পশ্চিমের দিকে থাকবে নিস্তেজ সূর্য,
তখন কারো ওষ্ঠ ছুঁয়ে যাক আমার কপাল,
কপালের সাথে কপাল ঠেকিয়ে কেউ বলুক,
“একটা সস্তা কথা বলি?
ভালোবাসি” ।

০৬ ডিসেম্বর,শনিবার,
রাত ১:০৬ ।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

তুষার কাব্য বলেছেন: সস্তা কবিতা দারুন লেগেছে...সাথে সস্তা কথাটিও... :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ +++++++

ভালো থাকবেন :)

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

নরকের রাজপুত্তর বলেছেন: সেই উদাসীন মানুষটার জন্য শুভ কামনা, যার হৃদয়ের সস্তা কথাটি সত্য

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

জীর্ণ বাস্তবতা বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.