নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

----------------হয়তো একদিন-----------------

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

একদিন পূর্বদিকের আমার প্রিয় ছোট্ট তারাটিও চলে যাবে,
কয়েক আলোকবর্ষ দূরে,
ছাতিয়ানের আপন গন্ধটাও হারিয়ে যাবে,
দক্ষিণের জাম গাছটাও থাকবে না আর,
উত্তরের দিকের ১২ টা জানালা থাকবে বন্ধ হয়ে।

একদিন ওম পোহাবার জন্যে থাকবে না লাকড়ি,
রাস্তার ঐ ছোট্ট ছেলেমেয়ে গুলোও বলবে শুদ্ধতে কথা,
ভালো লাগা, মন্দ লাগা কিংবা গালি,
হয়তো থাকবেনা মুহিনের ঘোড়াগুলি,
পাগলাটে সেই ছেলেটা হয়তো ফিরবেনা বাড়ি,
হুমায়ুন প্রেমী অভিমানী ক্রুদ্ধ বালিকার কথা গুলোও হয়তো হয়ে যাবে,
একদম সত্যি।

সেদিন হয়তো ডায়েরী থাকবে, পাতা থাকবে,
কলম থাকবে, কালি থাকবে,
থাকবেনা কেবল আবেগের ভাষা,
ভালোর সাথে তখন হয়তো হয়ে যাবে বাসার আড়ি,
সেদিন থাকবেনা কাঁধ,
তপ্ত হাত,
ছাদের পাশের ধূসর গাছ গুলো সেদিন হয়তো স্নান করে সবুজ হয়ে যাবে,
ধূলো মাখা রাস্তায় থাকবেনা ধূলো,
নিঃশ্বাস গ্রহণের আদিম কষ্ট গুলো তখনো অব্যাহত।

সেদিন কাছে পিঠের যুগলদের দেখতেও ভারী চশমা লাগবে,
ভ্রু গুলো নেমে আসবে চোখের উপর,
চোখ গুলোতে একরাশ হতাশা,
আবেগ গুলো হয়ে যাবে ফিকে,
রংচঙা দুনিয়া বলবে, বিদায়।

একদিন রাজু ভাস্কর্যের এলাকাটা জমবে না আর,
গঙ্গা বুড়িতে থাকবে না কালো পানি,
সীমন্তীনিদের জুটবে না কেউ,
সেই অদ্ভুত মমতা মেশানো পিঠা গুলোও রইবে না,
ল্যাম্পপোস্ট গুলো সেদিন প্রাণহীন,
শিউলি গুলো অনাদরে মাড়িয়ে যাবে কেউ,
কুঞ্জলতা আর ফুটবে না,
সন্ধ্যামালতী করবে না বিদ্রোহ,
অদ্ভুত বিদ্রোহী কাঁঠাল গাছটাও বড় হয়ে যাবে,
রাস্তার মাঝ বরাবর বেঁচে থাকা মস্ত কাঁঠাল গাছটাও বৃদ্ধ হবে,

হয়তো উঁচু ছাদের প্রান্তের সেই ঝোপের মতো গাছটা যাবে বুড়িয়ে,
ছোট্ট লাউয়ের চারারা হবে নিঃসঙ্গ,
অজানা রাস্তাতে থাকবে হাহাকার,
কৃষ্ণচূড়া সেদিন রাধাচূড়াতে হবে বিলীন,
রক্ত করবী গুলো ঈষদ মলিন।

যেদিন এই শহরের আগ্রাসনী দালানটা গুড়িয়ে দেবো,
বুলডোজারের সদ্য ঘুম ভেঙে,
সেদিনও হয়তো এই মহাবিশ্বের কোনো এক প্রান্তে সে থাকবে,
ভারী কাঁচের ঠিক সামনে,
ব্রক্ষ্মাণ্ডের এক বিশাল নগরীতে,
হৃদপ্রকোষ্ঠের এক কোণায়,
সকল ক্রোধের ওপারে।

কেবল সেই মিষ্টি হাঁসি,
মুখে বিড়বিড়ে সস্তা কথা,
“ভালোবাসি”,
কারণ কিছু সাধারণ ও অসাধারণ,
কিছু সস্তাও দুর্লভ,
কিছু ভালোবাসাও চিরন্তন,
কিছু আবেগ অন্তহীন।
এইতো,
এইখানে............!

রাত ১০:৪৬
শুক্রবার, ডিসেম্বর ১২।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.