![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।
ভালোবাসা,
অতর্কিতে এসে যাওয়া মৃদু হাওয়া,
হঠাৎ আলোকিত চাঁদ,
আজ অন্য কিছু বাদ।
ভালোবাসা,
ক্লান্তিকর পদযাত্রা,
হঠাৎ থেমে যাওয়া,
বিরান ভূমিতে দুটি নগ্ন পদের আলিঙ্গন।
ভালোবাসা,
অনিষ্টের শোষণ শাসনের প্রতি আঙুল তোলা ,
চারুকলার গলিত একটা রিকশা।
ভালোবাসা,
ফোয়ারার নগ্ন শিশুদের অবাধ পদযাত্রা।
ভালোবাসা,
গ্যাঁড়াকল ভেঙে হঠাৎ সভ্য হয়ে যাওয়া মানুষের পথিকৃৎ।
ভালোবাসা,
বকুল তলা,
ভালোবাসা নেই মানেই নারী মাত্রই অবলা।
ভালোবাসা ,
অনাগত সন্তানের পবিত্র মুখের,
পবিত্র হাঁসি।
ভালোবাসা ,
অকল্যাণে উচ্চারিত,
ভালোবাসি।
ভালোবাসা,
অগণিত শিশুদের জন্যে প্রতিদিন পূর্বের সূর্য।
ভালোবাসা,
অজানা রাস্তার সন্ধানে খুঁজে ফেরা আমরা নিত্য।
ভালোবাসা সেই,
বিলের মাঝেতে নিঃসঙ্গ একা বাড়ি,
ভালোবাসা মানেই,
ঝগড়া অভিমান তোমার সাথে আড়ি।
ভালোবাসা মানে,
হঠাৎ কপালে কপাল ঠেকিয়ে দেয়া।
ভালোবাসা ,
দু গালে দু বাহু স্পর্শে অক্লীবমান কম্পন।
ভালোবাসা ,
দুজন মানুষের নিষ্কাম আলিঙ্গন।
ভালোবাসা
হাত ছুঁয়ে আলোকসজ্জা উপভোগ।
ভালোবাসা্
ক্যান্টিনের ডাল , লুচির তোপ,
তোমার আঙুলে আমার কামড়ের ছোপ।
ভালোবাসা ,
বালিকার মাঝরাস্তায় পাঞ্জাবীর আস্তিনের সাথে দীর্ঘ বোঝাপড়া।
ভালোবাসা,
দুটি উত্তরমেরুর একত্র অগস্ত্যযাত্রা।
ভালোবাসা ভাঙচুর,
ভালোবাসা অগত্যা,
অবাস্তবিক,
আবেগতাড়িততা।
তবু আমাদের নেই গল্প,
আমরা আকাশের মতো নীল।
ভালোবাসা পদ্যের মতো সুনীল,
ঘাসের ন্যায় চির সবুজ,
শিশিরের মতো স্বচ্ছ,
মরুর মতো বিদীর্ণ,
বাতাসের ন্যায় উত্তাল,
ঝর্ণার মতো চঞ্চল,
আর?......
আমার মতোই অদ্ভুত ।
রাত ১০:০০ ,
মঙ্গলবার ,ডিসেম্বর ১৬ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
নিলু বলেছেন: মন্দ নয়