নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই নশ্বর পৃথিবীতে একটি ফিনিক্স পাখি!

জীর্ণ বাস্তবতা

আমার মনে হয় মানুষ হিসেবে আমি খুব সাধারণ। সাধারণ একটি মেয়ের যে সকল গুণাবলী থাকে আমি মনে করি আমার সেগুলো আছে। অতিরিক্ত চাকচিক্য আমার পছন্দ নয়।এককালে নিয়ম ভেঙে কোন কিছু করার অদম্য ইচ্ছে ছিলো। সময়ের সাথে সাথে তা মাটি চাপা দিয়েছি।অদ্ভুত সব কিছুই আমাকে টানে।

জীর্ণ বাস্তবতা › বিস্তারিত পোস্টঃ

-----------একদিন আমাদের-----------

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

একদিন,
অনাগতদের জন্য থাকবে অনেক গুলো স্থির চিত্র,
পাললিক শিলার মতো তাতে বপিত থাকবে মমতার বীজ।

একদিন,
আমাদের থাকবে বিশাল বইয়ের সংগ্রহ,
দূর দূরান্ত থেকে আসবে সকলে,
বই পড়তে।

একদিন,
নিঃসঙ্গ বিলের বাড়িটা আর একা থাকবে না,
আমরা থাকবো।

একদিন,
এই শহরটা দখল হয়ে যাবে,
বাকবাকুমের বৃদ্ধ বালকের কাছে।

একদিন,
আমরা মিলে আস্ত নগর ভবনটা উপহার দিয়ে দেবো,
প্রিয় মানুষটাকে।

একদিন,
গর্বের পতাকা রাস্তায় আর থাকবেনা পড়ে,
কেউ একজন যত্নে রাখবে তুলে।

একদিন,
আমাদের থাকবে রেজিস্ট্রি করা কারখানা,
রোজকার তৈরী হবে মানুষ,
ভালো মানুষ।

একদিন,
বিদ্রোহী কাঁঠাল গাছটা ,
ছুঁয়ে দেবে আকাশ।

একদি্‌ন,
মুরগি ছানার মতো ছোট্ট বালিকা হবে,
বাকবাকুমের বৃদ্ধ বালিকা।

একদিন,
সেই ছোট্ট ডানা কাটা ঈগলটা হবে,
মৃত্যুঞ্জয়ী ফিনিক্স।

একদিন,
ছোট্ট ছেলেটার পেট ভর্তি স্বপ্ন গুলোও হবে বাস্তব, লৌকিক,
কারণ মানুষ তার স্বপ্নের সমান বড়।

একদিন,
দুটো শীতল অনামিকা একত্র থাকবে,
এই শহরের সকলের থাকবে আমাদের নিয়ে ঈর্ষা।

একদিন,
ঘাড়ের ফাঁকে নাক গুঁজে গায়ের গন্ধ নেবার জন্যে থাকবে না কোনো অনুযোগ।

একদিন,
আমরা হবো আকাশ,
হরিণ নয় ছোট্ট বুলডোজার,
সেদিন আমাদের থাকবে সুবিশাল গল্প,......
কারণ একদিন আমাদের সব হবে,
সব হবে একদিন আমাদের।

রাত ০২:৫৪ ,
বৃহস্পতিবার ডিসেম্বর ১৮।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

নিলু বলেছেন: লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.